ট্রেন্ডিং

Trending Saree – এবারের দুর্গা পুজোয় বাজার কাঁপাবে গিরিগিটির মতো রং বদলানো শাড়ী। শাড়ীর নাম কি, কোথায় পাবেন ও দাম কত?

আমরা সকলেই ৩৬৫ দিন ধরে দুর্গা পুজোর জন্য অপেক্ষার করি যাতে আমরা নতুন শাড়ি (Trending Saree). জামা, কাপড় এই সকল জিনিস কিনতে পারি এবং এই পুজোর কয়েকটা দিন চুটিয়ে আনন্দ করতে পারি। এছাড়াও প্রতিবার পুজোতে নতুন নতুন অনেক ধরণের জিনিস মার্কেটে দেখতে পাওয়া যায়। আপনাদের কী শপিং শেষ? যদি এখনো পুজোর বাজার না করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনাদের জন্যে।

How To Buy New Trending Saree In This Festive Season.

বাঙালিদের পুজো মানেই শাড়ী আর পঞ্জাবি। শুধু বাঙালি বলে নয় গোটা ভারতে শাড়ী (Trending Saree) মেয়েদের কাছে একটা আবেগ। এগুলো পুজোর একটা দিন না পড়লে মানায় না। সব থেকে বেশি অষ্টমির দিন মেয়েরা শাড়ী আর ছেলের পঞ্জাবি পড়বেই। তাই এবার পুজোয় একটা হিট Collection আসছে বাজারে। এমন একটা শাড়ী আসছে বাজারে যা গিরগিটির মত রঙ বদলায় (Color Changing Saree).

সারা ভারতের বিভিন্নস্থানে তৈরি হয় বিভিন্ন রকমের শাড়ি (Trending Saree). তার সঙ্গে বোনা থাকে শিল্পীর হাতের উৎকর্ষ। এক এক প্রদেশের এক এক ইতিহাস, সবই সুতোর টানে গাঁথা হয় শাড়ির গায়ে। এমনই এক বিস্ময়কর শাড়ি এবার তৈরি হয়েছে তেলঙ্গানায় (Telengana). বহু বছর ধরেই তাঁতের শৈল্পিক দক্ষতা বিশ্বের কাছে তুলে ধরছেন এই রাজ্যের শিল্পীরা।

স্থানীয় সিরিসিল্লা তন্তুবায় নল্লা বিজয়ও মাঝে মধ্যে এমন বিস্ময়কর শাড়ি তৈরি করে তাক লাগিয়ে দেন। এবার তিনি এমন একটি শাড়ি (Trending Saree) তৈরি করেছে যা, গিরগিটির মতো রঙ পরিবর্তন করে। সম্পূর্ণ তাঁতে বোনা এই শাড়িটি একবার দেখলে আপনার চোখ ঝলসে যেতে বাধ্য। সম্প্রতি তেলঙ্গানার মন্ত্রী কেটিআর এই শাড়িটি উন্মোচন করেছেন। কালরত্ন পুরস্কারপ্রাপ্ত তাঁতি নল্লা বিজয় কুমার।

তার পারিবারিক পেশা তাঁতে শাড়ি বোনা। সিরিসিল্লার বাসিন্দা বিজয়ের বাবা প্রয়াত নল্লা পরমধামুলুও একজন নামী তাঁত শিল্পী ছিলেন। তিনি এমন শাড়ি (Trending Saree) তৈরি করেছিলেন যা একটি দেশলাইয়ের বাক্সের ভিতর ভাঁজ করে রেখে দেওয়া যায়। সেই উত্তরাধিকার অব্যাহত রেখেছেন বিজয়ও। এবার তিনি এমন একটি শাড়ি তৈরি করেছেন, যেটির উপর আলো পড়লে এক একবার এক এক রকম রঙের দেখতে লাগে।

সম্প্রতি তেলঙ্গানা সচিবালয়ে এই গিরগিটি শাড়ির (Trending Saree) আবরণ উন্মোচন করা হয়। রাজ্যের মন্ত্রী কেটিআর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নল্লা বিজয়ের শৈল্পিক প্রতিভার প্রশংসা করেছেন। বিজয় জানান, এই শাড়িটি তৈরি করতে 30 গ্রাম সোনা, 500 গ্রাম রুপোও বিভিন্ন রঙের রেশম সুতোর ব্যবহার করা হয়েছে। আড়ে 48 ইঞ্চি, বহরে 6.30 মিটার শাড়িটির ওজন 600 গ্রাম।

Ration Card (রেশন কার্ড)

সম্পূর্ণ শাড়িটি (Trending Saree) তৈরি করতে খরচ হয়েছে 2 লক্ষ 80 হাজার টাকা। প্রখ্যাত ব্যবসায়ী দুরাপুদি বিষ্ণু এই বিশেষ শাড়িটির বরাত দিয়েছিলেন। এর আগে বিজয় এমন আরও শাড়ি তৈরি করেছেন। এর আগে একটি সুগন্ধী শাড়ি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আগামী দিনে একটি শাড়ি তৈরির পরিকল্পনা করে ফেলেছেন বিজয়।

Dearness Allowance – পুজোর আগেই পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় খবর। এই প্রথম সিদ্ধান্ত।

তিনি জানান সেই শাড়িটিও হতে চলেছে বিস্ময়কর। দাম হতে পারে 25 লক্ষ টাকা। তাই বলাই যায় এবারের পুজোর মরসুমে হিট আকর্ষণ হতে চলেছে এই শাড়ী। তাহলে আপনাদের মধ্যে যারা এই শাড়ি (Trending Saree) কিনতে চাইছেন তাদেরকে তেলেঙ্গানা রাজ্যে যেতে হবে এবং এই বিপুল পরিমাণ অর্থ দিতে হবে। তাহলে কারা কারা এই শাড়ি কিনবেন অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন।

TOTO Service – পশ্চিমবঙ্গের টোটো চালকদের মাথায় হাত। মেইন রোডে টোটো চলবে না। নতুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *