ছুটি

School Holidays – পশ্চিমবঙ্গের স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কবে ছুটি? কোন কোন স্কুল ছুটি?

পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বা School Holidays নিয়ে এক জরুরি খবর পাওয়া গেল। লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফর শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর সহ উত্তরবঙ্গের একদিক জেলায় সফর করছেন তিনি। গতকাল মঙ্গলবার বালুরঘাটে সভা ছিল মুখ্যমন্ত্রীর তিনি ঐদিন সভা থেকে বালুরঘাটের সব স্কুল গুলোতে ছুটি (School Holidays) ঘোষনা করেন বুধবার থেকে অর্থাৎ আজ থেকে।

School Holidays News In West Bengal.

যে সব স্কুল গুলো গতকালের মুখ্যমন্ত্রীর সভায় আসেন সে সব স্কুল সহ সব স্কুল গুলোতে ছুটি দেন তিনি। মঙ্গলবার বালুরঘাটে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেখান থেকে তিনি বুধবার অর্থাৎ আজ স্কুল ছুটির কথা ঘোষনা করেন। তিনি গতকালের সভায় দাঁড়িয়ে বলেন,” কন্যশ্রীর (Kanyashree Prakalpa) বন্ধুরা আছেন না চলে গিয়েছেন। স্কুল আছে তো কাল সকালে? কালকে কি বার? বুধবার।

কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো? তোমাদের স্কুলে কি ছুটি পড়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের (Madhyamik HS Exam) জন্যে? মাধ্যমিকের জন্যে ছুটি পড়েছে কবে থেকে? কাল থেকে? বৃহষ্পতিবার থেকে? তাহলে কালকে বুধবার, যে সব স্কুল গুলো আজকে সভায় জয়েন করেছ, বালুরঘাটের সব স্কুল গুলোকে কাল থেকে ছুটি (School Holidays) দিয়ে দিন। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়ি ফিরতে ওদের অনেকটা যেতে হবে (School Holidays).

বৃহস্পতিবার এর পরিবর্তে তোমরা কাল থেকেই ছুটি পেয়ে গেলে। এর সাথে তিনি ঐদিন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানালেন। গতকালের সভা থেকে তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। IAS ও IPS হতে হবে। আমার সংখ্যালঘু ভাইবোনেদের জন্যে 3 লক্ষ মেধাশ্রী (Medhashree Scheme) দিয়েছি। দুর্গাপূজা থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে সব উৎসব (School Holidays) আমরা পালন করি।

NRC আমরা করতে দেব না। মনে রাখবেন NRC আমরা রুখব। BSF সীমান্তে আত্যাচার হচ্ছে। BSF কার্ড বিলি করছে আর বলছে এই কার্ড নিতে হবে। আমি DM কে বলব যারা এপার থেকে ওপারে ব্যবসা করতে যায় তাদের কার্ড পারমিট আপনি দেবেন। BSF এর কার্ড ওরা নেবে না। কারন BSF এর কার্ড নিলে এপার থেকে তাড়িয়ে দেবে ওপার থেকে ভাগিয়ে দেবে মানুষকে রাখতে দেবে না (School Holidays).

Electricity Bill (পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল)

বালুরঘাটের পাশাপাশি রায়গঞ্জে NRC নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন কেন্দ্র আবার বলছে NRC করবে, অভিন্ন দেওয়ানি বিধি করব, বলছে একনায়কতন্ত্র চলবে গনতন্ত্র নয়। বর্ডার এলাকায় BSF বলছে তাদের কার্ড নিতে হবে। ওদের বলবেন তোমার এক্তিয়ার নেই, এটা রাজ্য সরকারের এক্তিয়ার। বলবেন আমাদের আধার কার্ড (Aadhaar Card) আছে, রেশন কার্ড (Ration Card) আছে, আমরা সবাই এই দেশের নাগরিক (School Holidays).

দেশজুড়ে শুরু হলো CAA বিল। এক সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন। কিভাবে নাগরিকত্ব পাবেন?

মুখ্যমন্ত্রী আরো প্রশ্ন তোলেন, ‘নাগরিক নাহলে মতুয়ারা ভোট দেয় কি করে? এগুলো মিথ্যা বলছে, আপনারা ইতিমধ্যেই নাগরিক মনে রাখবেন আপনারা সবাই নাগরিক। আমরা বাংলায় কিছুতেই NRC চালু হতে দেব না। আগেও দিনি এখনো দেব না। অতএব এই School Holidays শুধুমাত্র বালুরঘাটের জন্য। পশ্চিমবঙ্গের (West Bengal) বাকি সকল জেলায় সকল সরকারি স্কুল খোলা থাকবে।
Written by Ananya Chakraborty.

আগামীকাল পশ্চিমবঙ্গের সরকারী সাহায্য পোষিত ও নিম্ন বুনিয়াদি স্কুলে ছুটি ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *