টেক নিউজ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! ইন্টারনেট ছাড়াই করুন চ্যাট

পৃথিবীর সবচেয়ে বড়ো চ্যাটিং এবং মিডিয়া শেয়ারের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এলো দুর্দান্ত একটি ফিচার হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারিদের জন্য। ইন্টারনেট পরিষেবা ছাড়াও এখন পারবেন মেসেজ পাঠাতে। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ফোনেই সুবিধে পাওয়া যাবে এই ফিচার। হোয়াটসঅ্যাপ সিইও উইল কাথকার্ট ট্যুইট করে এই ফিচারের ঘোষণা করেন।

বিশ্বের জনপ্রিয় ইন্টারনেটে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে এখন ইন্টারনেটে কানেকশন ছাড়াও মেসেজ পাঠানোর অপশন। ‘হোয়াটসঅ্যাপ প্রক্সি’ নামের এই ফিচারটির সাহায্য নেট কানেকশন ছাড়াও পাঠানো যাবে টেক্সট। সহজ কথায় কোনো সময় যদি আপনি ফোন নিয়ে এমন কোথাও আটকে পরেন যেখানে ইন্টারনেট পরিষেবা ব্যান বা জ্যামার বসানো রয়েছে সেখানে আপনি এই হোয়াটসঅ্যাপ প্রক্সির মাধ্যমে পাঠাতে পারবেন মেসেজ। ভলেন্টিয়ার অর্গানাইজেশান দ্বারা সেটাপ করা প্রক্সি সার্ভারের মাধ্যমে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বের যেকোনো জায়গায় মানুষ এই ফিচারটি ব্যাবহার করতে পারবেন, কিন্তু এই ফিচারটি মূলত আনা হয়েছে ইরানের মানুষদের জন্য। বিগত কিছু মাস ধরে ইরানে চলা হিজাব বিরোধী আন্দোলনের জন্য উত্তাল সমস্ত দেশ, বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। বিভিন্ন স্থানে বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। এমতবস্থায় সেই দেশের সরকার হোয়াটসঅ্যাপ ব্যান করে দেয়। এই সমস্ত কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ এনেছে এই ফিচারটি। উপভোক্তাদের নিরাপত্তা ও গোপনীয়তাও নিশ্চিত করতে এই হোয়াটসঅ্যাপ প্রক্সি ফিচারটি, এমন জানিয়েছে সংস্থা।

এই তিন ব্যাংকে টাকা রাখা সবচেয়ে বেশি নিরাপদ জানালো RBI

হোয়াটসঅ্যাপ প্রক্সি ফিচার ব্যাবহারের পদ্ধতি:-
১) প্রথমেই হোয়াটসঅ্যাপের সবচেয়ে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করতে হবে।

২) এরপর চ্যাট ট্যাবে গিয়ে সেখানে ‘More’ এ ক্লিক করে ‘Settings’ অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর ‘Storage and Data’ অপশনে ক্লিক করুন।

৪) এরপর ‘Proxy’ তে ক্লিক করুন।

৫) ‘Use Proxy’ অ্যাপে ক্লিক করুন।

৬) এরপর ‘Set Proxy’ অপশনে ক্লিক করুন এবং নিজের Proxy Address দিন।

৭) ‘সেভ’ করুন।

৮) কানেকশন ঠিকঠাক ভাবে হলে চেক মার্ক দেখা যাবে।

এভাবেই ইন্টারনেট পরিষেবা ছাড়াও আপনি পারবেন চ্যাটিং করতে হোয়াটসঅ্যাপের সাহায্য।অ্যাড্রেস দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *