Airtel Offer – এয়ারটেল এর নতুন অফার চালু হল। 1 টাকাও খরচ হবে না, সবকিছু পাবেন।
নতুন বছরে এয়ারটেল এর দারুন অফার (Airtel Offer). টেলিকম সংস্থার বাজারে জিও তার আধিপত্য ধরে রেখেছে। এয়ারটেল আর VI এর পরে এসে জিও দেশের টপ টেলিকম সংস্থা হিসেবে নিজের স্থান দখল করেছে। দেশে এখন চারটি টেলিকম সংস্থা আছে জিও, এয়ারটেল, VI আর BSNL. তবে এই সব সংস্থা গুলোর মধ্যে জিও সুযোগ সুবিধা, প্রযুক্তি ও অফার এর দিক দিয়ে এগিয়ে আছে।
Airtel Offer For Data Loan.
দেশের টপ টেলিকম সংস্থা জিও এর পরে এয়ারটেল দেশের দ্বিতীয় টপ টেলিকম সংস্থা। জিও দারুন দারুন সব অফার নিয়ে আসে গ্রাহকদের আকর্ষণ করার জন্য তেমন এয়ারটেল ও জিও JIO) এর থেকে ভালো অফার ও প্ল্যান নিয়ে আসছে যাতে জিও কে টেক্কা দিতে পারে। এয়ারটেল এখন এমন এমন সব অফার নিয়ে আসছে যা মুকেশ আম্বানির জিও এর ঘাড়ে নিশ্বাস ফেলছে। এবছর এয়ারটেল (Airtel Offer) এমন অফার নিয়ে হাজির হয়েছে যা জিও এর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে।
এয়ারটেল এর নতুন প্ল্যান
এয়ারটেল তাদের গ্রাহকদের জন্যে নিয়ে এসেছে আগে রিচার্জ (Airtel Offer Plan) ও পরে শোধ করার ব্যবস্থা। হঠাত্ করে ফোনে ডেটা শেষ হয়ে গেলে অথবা ডেটার প্রয়োজন হলে গ্রাহকরা ডেটা ধার নিতে পারবে। এই ডেটা ধার নিতে আপনাকে শুধুমাত্র #567*3# USSD ডায়াল করতে হবে। এছাড়াও গ্রাহকরা চাইলে CLI লিখে 56321 নম্বরে এসএমএস (Airtel Offer) পাঠিয়ে দিলেই পেয়ে যাওয়া যাবে সুবিধা।
গ্রাহকরা এই পদ্ধতিতে 1GB ডেটা লোন (Airtel Offer) হিসেবে নিতে পারবেন। এই ডেটা লোন হিসেবে নিলেও শোধ করার সময় কোন অতিরক্ত টাকা খরচ করতে হবে না। গ্রাহকরা যখন তাদের পরের রিচার্জ করবেন সেখান থেকে 1GB ডেটা কেটে নেওয়া হবে। এক্ষেত্রে লোন শোধ করার জন্য 19, 29, 49, 58, 65, 98, 148, 149 এবং 301 টাকার মধ্যে যে কোনো একটি রিচার্জ করতে পারেন গ্রাহকরা।
বছরের শুরুতেই 7টি গুরুত্বপূর্ণ নিয়ম বদল। সরকারের বড় ঘোষণা। এমনটা কেউ ভাবতেও পারেনি।
গ্রাহকরা Airtel Thanks অ্যাপ হোক অথবা অন্য যেকোনো অ্যাপের মাধ্যমে অথবা রিটেল শপ থেকেও রিচার্জ করে লোন নেওয়া ডেটা শোধ করতে পারবেন। তবে লোন নেওয়ার জন্য আপনার নম্বর একটি ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান (Airtel Offer) থাকতে হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সার্কেলের জন্য চালু করে দেওয়া হয়েছে এই পরিষেবা। জানা যাচ্ছে অন্যান্য সমস্ত সার্কেলেও খুব তাড়াতাড়ি এই পরিষেবা চালু হয়ে যাবে।
Written by Ananya Chakraborty.
PhonePe, Google Pay, Paytm UPI থেকে লেনদেন করলে এবার GST দিতে হবে। খরচ বাড়লো