চাকরির প্রস্তুতি

NHPC Recruitment 2024 – জল বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগ, পদ ও যোগ্যতা সম্পর্কে জানুন

চাকরিপ্রাথীদের জন্য দারুন সুখবর। জল বিদ্যুৎ দফতরে শূন্যপদে কর্মী নিয়োগ (NHPC Recruitment 2024) করা হবে। যারা সরকারি চাকরি (Government Job) খুঁজছেন এবং মোটা অঙ্কের বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্যে এই চাকরির খবর (Job News). কিভাবে আবেদন করবেন? কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন? এই সব নিয়েই আজ আপনাদের সাথে আলোচনা করব।

NHPC Recruitment 2024.

এখনকার দিনে চাকরি পাওয়া খুব কঠিন কাজ গুলির মধ্যে অন্যতম হয়ে গেছে। কিন্তু ব্যবসা (Business) করার জন্য অনেক টাকা বিনিয়োগ করতে হয় বলে অনেকেই এই দিকে এগোতে পছন্দ করেন না। তাদের জন্য এই NHPC Recruitment 2024 এর মাধ্যমে এক দারুণ খবর। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন বুঝুন এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিজের দায়িত্বে আবেদন করুন।

NHPC Recruitment 2024 Vacancy, Salary, Age & Qualification

এখানে যে পদে নিয়োগ করা হবে তা হল Apprenticeship Trainees এর বিভিন্ন পদে। এই পদ গুলোতে মোট 64 জন প্রার্থীদের নিয়োগ করা হবে। এই পদ গুলোতে আবেদন করার জন্যে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এই পদ গুলোতে আবেদন (NHPC Recruitment 2024) করার জন্য আবেদনকারীর বয়স 10/05/2024 তারিখ অনুসারে হিসেব করা হবে।

আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। এই বিষয়ে আরো জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি (NHPC Recruitment 2024 Official Notification) দেখে নিন। পদ গুলিতে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক বা বেতন পদের নিয়ম অনুসারে দেওয়া হবে। যে সব প্রার্থীরা আবেদন করবেন বলে ভাবছেন তাদের যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI ডিগ্রি অর্জন সম্পন্ন হতে হবে।

NHPC Recruitment 2024 Apply Process

১) অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
২) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.apprenticeshipindia.gov.in গিয়ে Registration করতে হবে।
৩) এরপরে সঠিকভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
৪) এরপরে সব নথিপত্র সঠিকভাবে আপলোড করতে হবে।
৫) শেষ তারিখের আগে আবেদন করতে হবে।

Gram Panchayat Recruitment (গ্রাম পঞ্চায়েতে চাকরি)

NHPC Recruitment 2024 Recruitment Process

এই পদে কোনো রকম লিখিত ও ইন্টারভিউ ছাড়াই নিয়োগ করা হবে। শুধুমাত্র ITI এর প্রাপ্ত নম্বর এর ভিত্তিতেই নিয়োগ করা হবে। আরো ভালো মত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিন। আবেদন শুরু হয়েছে 10/05/ 2024 তারিখে। আর শেষ হবে 30/05/2024 তারিখে। এর আগেই আবেদন (NHPC Recruitment 2024 Apply) সেরে ফেলতে হবে।

50% হারে বকেয়া DA পাবে রাজ্য সরকারি কর্মীরা? দারুণ কৌশল ভেবে নিলেন!

এই তথ্য গুলো কেবলমাত্র চাকরিপ্রার্থীদের কাজের উদ্দেশ্যেই দেওয়া হয়। এটি কোনো নিয়োগ সংস্থা নয় অথবা কোনো নিয়োগ পরিচালনা করে না। আমরা সব সময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। তবুও যদি কোনো তথ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। তাই আবেদনকারীদের অবশ্যই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি যাচাই করে নেওয়ার জন্য বলা হল।
Written by Ananya Chakraborty.

রেশন কার্ড গ্রাহকদের সুবিধার্থে রেশন দোকানে চালু হচ্ছে নতুন সুবিধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *