NMMSE Scholarship: ন্যাশনাল মেরিট স্কলারশিপে নতুন আবেদন শুরু! পদ্ধতি, যোগ্যতা ও শেষ তারিখ জানুন
পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোন অসুবিধা না হয় সেই কারণের জন্য সরকারের তরফে স্কলারশিপ (NMMSE Scholarship) নিয়ে আসা হয়েছে। আর এই স্কলারশিপের (Scholarship) মাধ্যমে সকল গরীব ও মেধাবী পড়ুয়ারা নিজেদের পড়াশোনা মাঝপথে আর ছেড়ে না দিয়ে তারা নিজেদের ইচ্ছে অনুসারে তারা জীবনে এগিয়ে যেতে পারছে।
NMMSE Scholarship 2024 Apply Online.
দেশের গরিব মেধাবী পড়ুয়াদের জন্য দারুন সুযোগ আনল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আমাদের দেশে প্রচুর এমন পড়ুয়া আছে যারা খুব গরিব কিন্তু মেধাবী। টাকা পয়সার অভাবে তারা নিজেদের পড়া শোনা বন্ধ করে হয় কেউ কাজ করছে না হলে বিয়ে দিয়ে দিচ্ছে (NMMSE Scholarship). এমন মেধাবী পড়ুয়ারা যাতে টাকা পয়সার অভাবে পড়াশোনা বন্ধ না করে তার জন্যে দারুন সুযোগ এনে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
National Means Cum Merit Scholarship 2024
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি NMMSE Scholarship চালু করা হয়েচে এই সব মেধাবী গরিব পড়ুয়াদের জন্য। তাহলে কারা এই সুবিধা পাবেন এবং কিভাবে এর জন্য আবেদন করতে হবে সেই সম্পর্কে জানার জন্য আপনাদের এই পুরো আলোচনাটি দেখে নিতে হবে এবং এর পরে আপনারা আবেদন করে বছরে ১২০০০ টাকা নিতে পারবেন।
ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ
কেন্দ্র সরকারের এই স্কীমের নাম হল ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ বা NMMSE Scholarship. 2008 সালে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ চালু করে কেন্দ্র সরকার। প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে সরকারি, সরকারি পৃষ্ঠপোষোক ও স্থানীয় স্কুল গুলোর নবম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের এই বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তিটি চালু বা পুনর্নবীকরণের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে হবে।
সম্প্রতি চলতি শিক্ষাবর্ষে এই বৃত্তির জন্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া (NMMSE Scholarship Registration Process) চালু হয়ে গিয়েছে। আপনার ছেলে বা মেয়ে যদি নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পরে আর যদি এই স্কলারশিপে (Scholarship 2024) আবেদন করতে চায় তাহলে এবারে এই স্কলারশিপের আবেদন, যোগ্যতা ও আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন।
NMMSE Scholarship Apply Qualification
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। শুধুমাত্র স্কুলের নবম ও দশম শ্রেনীর অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেনীর পড়ুয়ারা আবেদন করতে পারবে। পরিবারের বার্ষিক আয় 3.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। যে সব পড়ুয়ারা সপ্তম শ্রেণীতে 55% নম্বর বা তার সমান গ্রেড পেয়েছে তারাই আবেদন করতে পারবেন তবে এটি শুধু জেনারেল কাস্ট দের জন্য। SC, ST পড়ুয়াদের সপ্তম শ্রেনীর জেনারেল ক্যাটাগরির তুলনায় 5% ছাড় দেওয়া হয়।
NMMSE Scholarship Apply Process
1) প্রথমে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপরে যা যা তথ্য চাইবে সেই সব তথ্য ঠিক মত দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
3) সেই সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এই পাসওয়ার্ড মনে রাখতে হবে পরে লগ ইন করার সময় কাজে লাগবে।
4) লগ ইন করার পর একটি আবেদনপত্র পেয়ে যাবেন তাতে আধার নম্বর, আপনার ঠিকানা ঠিক মত টাইপ করতে হবে। তার সাথে সপ্তম শ্রেনীর ফলাফল, ব্যাঙ্কের বিবরণ ঠিক মত দিতে হবে। এর সাথে আবেদনকারীর ছবি আপলোড করতে হবে।
5) তারপরে এই আবেদনপত্রতে স্কুলের প্রধান শিক্ষকের বা শিক্ষিকার সই নিতে হবে। এবং ইনকাম সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এই NMMSE Scholarship আবেদন করার জন্যে শুধু আবেদনকারীকে পরিবারের ইনকাম সার্টিফিকেট ও হেড টিচারের সই আপলোড করতে হবে।
NMMSE Scholarship 2024 Apply Last Date
এই NMMSE Scholarship আবেদন শুরু হয়ে গিয়েছে 15 ই জুলাই 2024 এ আর শেষ হবে 14 ই আগস্ট 2024 এ। তাই যারা আবেদন করতে চাইছ 14 ই আগস্টের মধ্যেই আবেদন করে ফেলুন। আর এই স্কলারশিপ সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.