Oasis Scholarship – পশ্চিমবঙ্গের স্কুল কলেজ পড়ুয়ারা পাবে নগদ 10000 টাকা, কিভাবে আবেদন করলে টাকা পাবেন।
বহু স্কলারশিপের বন্দোবস্ত করেছে রাজ্য সরকার এর মধ্যে Oasis Scholarship বা ওয়েসিস স্কলারশিপ অন্যতম। বাংলার কোনো ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে যেন কোনো সমস্যা তৈরি না হয়, সেই দিকেই নজর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) আর সেই কারণে একাধিক স্কলারশিপের (WB State Government Scholarship) ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ বিভাগ এবং উপজাতি উন্নয়ন বিভাগের (Backward Classes Welfare Department And Tribal Development Department) অধীনে ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship) প্রদান করা হয়ে থাকে।
Oasis Scholarship 2023 All Details Explain.
এই স্কলারশিপ এর মাধ্যমে তফসিলি জাতি, উপজাতি, ওবিসি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা নির্দিষ্ট পরিমাণ বৃত্তি পেয়ে থাকেন। ইতি মধ্যেই ওয়েসিস স্কলারশিপে (Oasis Scholarship 2023) আবেদনের প্রক্রিয়া (Oasis Scholarship Online Apply Process) শুরু করা হয়েছে। তবে এই স্কলারশিপটিতে সবাই আবেদন করতে পারবেন না। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Oasis Scholarship 2023 আবেদনের নথিপত্র
- ১) জন্মের প্রমাণপত্র (Birth Certificate).
- ২) আধার কার্ড (Aadhaar Card) থাকা বাধ্যতামূলক।
- ৩) পরিবারের আয়ের প্রমাণপত্র (Family Income Certificate).
- ৪) নিজের বর্তমানের রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
- ৫) নিজের ব্যাংকের অ্যাকাউণ্টের (Bank Account) তথ্য। কারণ সরাসরি এই আর্থিক সাহায্য আপনার অ্যাকাউণ্টে পাঠিয়ে দেওয়া হবে।
Oasis Scholarship 2023 আবেদনের যোগ্যতা
- SC, ST, OBC পড়ুয়ারাই আবেদন করতে পারবে।
- নিজের জাতির প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক।
- নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
- একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত ২.৫০ লক্ষ পরিবারের বার্ষিক আয় হতে হবে।
- আবেদনের পূর্ববর্তী শ্রেণীতে ৫০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।
Oasis Scholarship 2023 কিভাবে আবেদন করবেন
১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।
২) www.oasis.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩) Student Registration এই অপশনে ক্লিক করবেন।
৪) নিজের জেলা সিলেক্ট করে নিতে হবে।
৫) নিজের কাস্ট সার্টিফিকেট ও ইস্যুর তারিখ ও কেপচা কোড লিখে দিতে হবে।
৬) নিজের বাবা বা মায়ের নাম, জন্মের তারিখ, জেন্ডার, কাস্ট, কোর্স টাইপ সিলেক্ট করতে হবে।
৭) এরপরে পরিবারের বার্ষিক আয়, আধার কার্ড নম্বর, রাজ্য, জেলা, ব্লক বা পৌরসভা, মোবাইল নম্বর ও ই মেল অ্যাড্রেস লিখে দিতে হবে।
৮) আবেদনকারী কোন ক্লাসে পড়াশুনা করছে সেই তথ্য লিখে দিতে হবে।
৯) একটি পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউণ্ট রেজিস্টার করে নিতে হবে।
১০) Download Acknowledgement Slip ডাউনলোড করে নিতে হবে।
১১) নিজের অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
১২) বাসস্থানের ঠিকানা আপনাকে ফিলাপ করে দিতে হবে এবং অন্যান্য সকল তথ্যও লিখে দিতে হবে।
১৩) এছাড়াও অন্য কোন স্কলারশিপে আবেদন করেছেন কিনা সেটা লিখতে হবে, পরিবারের আয়ের প্রমাণপত্র আপনাকে আপলোড করে দিতে হবে।
১৪) বর্তমানে কোন শ্রেণীতে আপনি পাঠরত সেটা লিখে দিতে হবে।
১৫) নিজের ব্যাংকের সকল তথ্য দিয়ে দিতে হবে।
১৬) Verify And Lock Application এই অপশন আপনাকে ক্লিক করে নিতে হবে।
Oasis Scholarship 2023 কতো টাকা পাবেন?
New Scholarship – এই নতুন স্কলারশিপে আবেদনের মাধ্যমে 20 হাজার টাকা পাওয়া যাবে।
১) নবম ও দশম শ্রেণীতে ২৩০ টাকা করে মাসিক।
২) স্নাতক পর্যন্ত ৩০০ টাকা।
৩) স্নাতকোত্তর পর্যন্ত ৫৩০ টাকা।
৪) এর ওপরে অন্য কোন কোর্সের জন্য ৫৫০ টাকা।
৫) মনে রাখা ভালো সরকারি নিয়ম অনুসারে এই আর্থিক বৃত্তির পরিমাণ কম বা বেশি হতে পারে।