Oil India Recruitment 2024 – অয়েল ইন্ডিয়ায় মোটা মাইনেতে চাকরির সুবর্ণ সুযোগ। যোগ্যতা ও আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীদের জন্যে সুখবর। যে সব ছেলে মেয়ে সরকারি চাকরির জন্যে অপেক্ষা করে থাকেন তাদের জন্যে আজকের এই প্রতিবেদন। Oil India Recruitment 2024 বা অয়েল ইন্ডিয়াতে চাকরিতে নিয়োগের জন্য সংস্থার তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন কর্মী নিয়োগ করবে অয়েল ইন্ডিয়া কোম্পানি (Oil India Company).
Oil India Recruitment 2024.
আর যেই সকল চাকরিপ্রার্থীরা এই Oil India Recruitment 2024 এর জন্য আবেদন করতে চাইছেন তাদের আর বেশি দেরি না করে এখনই আবেদন করে নেওয়া উচিত। কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া? কিভাবে আবেদন করবেন? যোগ্যতা কি? বয়স সীমা কত? কি কি নথি প্রয়োজন? এই সব নিয়েই আলোচনা করা হবে। তার জন্য পুরো প্রতিবেদনটি পড়ুন তাহলে আবেদন করতে সুবিধা হবে।
অয়েল ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2024
১৮ই ফেব্রুয়ারি ১৯৫৯ সালে এই সংস্থার স্থাপনা হয়েছিল। বর্তমানে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে ৭০৯৭ জন কর্মী কর্মরত রয়েছেন। কিন্তু এবারে গ্রাহকদের ভালো সহায়তা দেওয়ার জন্য Oil India Recruitment 2024 বা নতুন করে কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এবারে এই সম্পর্কে আরও কিছু তথ্য আপনারা আজই জেনে নিন।
Oil India Recruitment 2024 Vacancy & Age
ওয়েল ইন্ডিয়া কোম্পানিতে যে পদে নিয়োগ করা হবে তাহল হিউম্যান রিসোর্স (Human Resource). সাড়া ভারতে নিয়োগ করা হবে। ওয়েল ইন্ডিয়াতে (Oil India) যে পদে নিয়োগ করা হবে তার জন্যে আবেদনকারীর বয়স 45 বছরের মধ্যে হতে হবে। আর এবারে এই নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনারা জেনে নিন। আর এবারে আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য সম্পর্কে জেনে নিন।
Oil India Recruitment 2024 Qualification
এই পদ গুলোতে আবেদন করার জন্যে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক পাস করতেই হবে। এছাড়া উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। যোগ্য ও সঠিক আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউর (Oil India Recruitment 2024 Interview) মাধ্যমে সরাসরি নির্বাচন করা হবে।
একাউন্ট বন্ধ হয়ে যাবে! PNB গ্রাহকদের ৩০শে জুনের আগে এই কাজ করার নির্দেশ
Oil India Recruitment 2024 Apply Online Last Date
1) প্রথমে ওয়েল ইন্ডিয়া কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে অফিসিয়াল নোটিস দেখতে হবে।
2) এরপরে উপযুক্ত জব প্রোগ্রাম নির্বাচন করুন আর আবেদনে ক্লিক করুন।
3) এবারে একটি নতুন পেজ আসবে তাতে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
4) এবারে আবেদন ফী দিতে হবে।
5) আর আবেদন পত্রের একটি কপি নিজের কাছে রেখে দিতে হবে। এই পদে আবেদনের শেষ তারিখ 01/07/2024, এর তারিখের আগেই আবেদন করতে হবে।
Written by Ananya Chakraborty.