গুরুত্বপূর্ণ খবর

পুরনো সব Aadhaar Card বাতিল করে দেবে UIDAI 14ই জুনের পর?

আধার কার্ড (Aadhaar Card) সকল ভারতীয়র কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে। এই সরকারি নথিপত্র ছাড়া এখন আর কোন ধরণের কাজ করা সম্ভব হয় না। আর এবারে এই আধার কার্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর জানতে পাওয়া যাচ্ছে। পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাবে 14ই জুন এর পর থেকে! এই খবর ছড়াতেই চিন্তিত হয়ে পড়েছেন অনেক মানুষ।

Old Aadhaar Cards will Cancel if Not Update Before 14th June.

তবে চিন্তিত বা ভিত হওয়ার কারন নেই 14ই জুন পুরনো আধার কার্ড বাতিল (Aadhaar Card Cancel) হবে কিনা এই খবর আদৌ সত্যি কিনা তা আজ আপনাদের বলব। অনেক দিন আগে থেকেই আধার নিয়ামক সংস্থা UIDAI এর তরফে দেশের সকল গ্রাহকদের ১০ বছরের পুরনো আধার কার্ড অনলাইনে ফ্রিতে আপডেট করে নিতে বলা হচ্ছে। কিন্তু অনেকেই এখনো পর্যন্ত অনেকেই এই কাজ করেননি।

১০ বছরের পুরনো আধার কার্ড বাতিল হবে?

এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক খবর ছড়ায় সেই সব খবর কোনোটা হয় ভুল আবার কোনোটা ঠিক। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে পুরনো Aadhaar Card নাকি 14ই জুন এর পর বাতিল হয়ে যাবে!! আধার কার্ড প্রদানকারি সংস্থা UIDAI জানিয়েছে 14ই জুনের পর থেকে কোনো প্রকার আধার কার্ড বাতিল হবে না।

আধার কার্ড বাতিল নিয়ে UIDAI কি জানালো?

আরো বলা হয়েছে যে, 10 বছর আগে যে সব আধার কার্ড গুলো জারি করা হয়েছিল আর এই সব Aadhaar Card গুলো এখন পর্যন্ত আপডেট করা হয়নি সে গুলো আগামী 14ই জুন এর মধ্যে সেই সব কার্ড গুলো বাধ্যতামূলক ভাবে আপডেট করতে হবে। সুতরাং 14ই জুনের পর থেকে 10 বছরের পুরনো আধার কার্ড গুলো আপডেট করা না হলে সে গুলো পরিচয় পত্র রূপে ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে।

এমন কি এই সব আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করা না হলে নাগরিকরা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফে জারি করা বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। আর ভবিষ্যতে এই নিয়ে যদি কোন কড়া নিয়ম জারি করা হয় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন আপনারা কিভাবে এই আধার কার্ড আপডেট করে নিতে পারবেন দেখুন।

Free Aadhaar Card Update Process Online

10 বছর আগের Aadhaar Card গুলো এখন পর্যন্ত যদি আপডেট করা না হয় তাহলে 14ই জুন এর মধ্যে বিনামূল্যে আপডেট করার সুযোগ থাকবে কিন্তু 14ই জুন এর পর থেকে আর সেই সুবিধা মিলবে না। সুতরাং আপনার আধার কার্ড যদি 10 বছরের পুরনো হয়ে থাকে আর আপডেট করা না থাকে তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। এখন হাতে 20 দিন সময় আছে তার মধ্যে বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সুযোগ পাবেন।

Shares to Buy (শেয়ার কেনার টিপস)

এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমা করার মাধ্যমে আপনি আধারের বায়োমেট্রিক আপডেট (Aadhaar Card Biometric Update) থেকে শুরু করে নিজের নাম, ঠিকানা, বয়সের মত বিষয় গুলো পরিবর্তন করতে পারবেন। 14ই জুন এর পর থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেট এর কাজ বন্ধ হয়ে যাবে তখন নির্দিষ্ট মূল্য দিয়ে তারপরে আধার কার্ড আপডেট করাতে হবে।

মহিলারা ৮৫০০ টাকা পাবে প্রতিমাসে। নতুন প্রকল্পে কিভাবে আবেদন?

কিভাবে আধার কার্ড ফ্রিতে আপডেট করবেন?

UIDAI এর তরফে পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে অনলাইনে এই কাজ করলে গ্রাহকদের কোন টাকা দিতে হবে না। MyAadhaar অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে করে নিতে পারবেন। কিন্তু আপনারা যদি এই কাজটি অন্য কাউকে দিয়ে বা সাইবার ক্যাফেতে করেন তাহলে আপনারা টাকা খরচ করতে হবে। তাহলে আর বেশি দেরি না করে আপনারা ফ্রিতে এই কাজ করে নিন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *