গুরুত্বপূর্ণ খবর

Aadhaar Card Update: আধার কার্ড গ্রাহকদের হাতে আর বেশি সময় নেই! গ্রাহকদের জন্য সরকারের নির্দেশ

আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার কথা অনেক দিন থেকেই বলছে কেন্দ্র সরকার (Government of India). যারা এখন পর্যন্ত এই কাজ করেনি তাদের এর পরে সমস্যায় পড়তে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে ফেলুন। এখন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট (UIDAI Aadhaar Update) করার কাজ চলছে। এই বিনামূল্যে আধার কার্ড আপডেটের (Free Aadhaar Update) সময় বহু বার বাড়িয়েছে সরকার (Government).

Aadhaar Card Update Online Process.

তবে এবার যে তারিখ দেওয়া হয়েছে এটাই শেষ তারিখ এরপরে আর হয়তো বিনামূল্যে আধার কার্ড আপডেটের (Free Aadhaar Card Update) সময় সীমা বাড়ানো হবে না। আধার কার্ড বর্তমানে প্রতিটি ভারতবাসীর কাছে খুব গুরুত্বপুর্ণ সরকারি নথি। পরিচয়পত্র (Identity Proof) বললে আগেই আধার কার্ডই চাওয়া হয়। UIDAI এর তরফে সময় সময় ব্যবহারকারীকে নিজেদের আধার কার্ডের তথ্য আপডেট করার জন্যে অনুরোধ করছে।

আধার কার্ড আপডেট

যদি কোনো ব্যবহারকারী গত 10 বছর যাবৎ একটি বারও আধার কার্ড আপডেট না করে থাকে তাহলে তাহলে তাকে এই কাজ করতেই হবে। নাহলে অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। UIDAI যে বিনামূল্যে Aadhaar Card Update-র সুযোগ দিয়েছে তা কেবল অনলাইনে অর্থাৎ নিজে যদি ফোনের মাধ্যমে করেন তাহলেই এই সুবিধা পাবেন। আর যদি সাইবার ক্যাফেতে বা আধার কেন্দ্রে (Aadhaar Seva Kendra) গিয়ে আপডেট করেন তাহলে 50 টাকা চার্জ নেওয়া হয় এই কাজ করার জন্য।

অনলাইন আধার আপডেটের শেষ তারিখ

এর আগে বিনামূল্যে আপডেটের (Aadhaar Card Update) শেষ তারিখ দিয়েছিল 14ই জুন 2024। কিন্তু এবার আবার আপডেট করার সময় বাড়িয়ে 14ই সেপ্টেম্বর 2025 করা হয়েছে। এর আগেও অনেক বার সময় সীমা বাড়ানো হয়েছে। তাই অনেকেই মনে করছেন এবার যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই কাজ করতে হবে আর সময় বাড়ান হবে না।

14ই সেপ্টেম্বর 2024 এর মধ্যে বিনামূল্যে আধার আপডেট (Aadhaar Card Update) করতে চাইলে বাড়িতে বসে ফোনের বা কম্পিউটারের মাধ্যমে কাজটি করতে পারবেন। আর যদি নিজে করতে ভয় লাগে তাহলে আপনি কোনো সাইবার ক্যাফে বা আধার কেন্দ্রে (Aadhaar Kendra) গিয়ে কাজটি সেরে আসতে পারবেন।

PM Awas Yojana (প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৪ লিস্ট)

Aadhaar Card Update Online Process at Home

1) প্রথমে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2) এখন Aadhaar Card Update অপশনে ক্লিক করুন। ধরুন আপনি যদি ঠিকানা আপডেট করতে চান তাহলে ঠিকানা নির্বাচন করুন।
3) এবারে আপনার ফোন নম্বরটি দিন সেই নাম্বারে যে OTP আসবে তা ঠিক জায়গায় বসান।

সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করলো নবান্ন

4) এখন Document Update এ ক্লিক করে যে সব নথি চাইবে তা আপলোড করুন।
5) এরপর Submit for Aadhaar Update এ ক্লিক করুন।
6) এবারে আপনি 14 নাম্বারের একটি URN নাম্বার পাবেন। এই নাম্বারের মাধ্যমে আপনি আধার কার্ড আপডেটের প্রক্রিয়া ট্র্যাক (Aadhaar Card Status Check) করতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *