SSY Scheme – মেয়েরা 65 লাখ টাকা পাবে 21 বছর বয়স হলেই! সরকার দারুণ প্রকল্প নিয়ে হাজির
দেশের সকল মেয়েদের জন্য এক দারুণ খবর। SSY Scheme বা সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের মাধ্যমে ২১ বছর হলেই ব্যাংক একাউন্টে ঢুকবে ৬৫ লাখ টাকা পর্যন্ত। অনেকদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সকল সিদ্ধান্তের মধ্যে Sukanya Samriddhi Yojana অন্যতম।
SSY Scheme Calculator 2024.
কীভাবে পাবেন? কী কী করতে হবে? কারা কারা পাবেন? কোথায় SSY Scheme খুলবেন? সুদের পরিমাণ (SSY Interest Rate) কত? কত টাকা বিনিয়োগ করবেন? কীভাবে মিলবে এত টাকা? কী কী প্রয়োজনীয় নথিপত্র লাগবে? সবটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করে নেব। যে কোনও মানুষ নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। বর্তমানে আয়ের পাশাপাশি মানুষ ঝুঁকেছেন সঞ্চয় প্রকল্পের দিকেও।
তবে সঞ্চয় (SSY Scheme Investment) করার আগে বিভিন্ন দিক মাথায় রাখতে হয়। যেমন কোথায় টাকা রাখলে সুরক্ষিত থাকবে! কোথায় কত পরিমাণে সুদ পাবেন সবটাই ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নেন। সম্প্রতি আমরা যে স্কিমের কথা বলতে চলেছি তা সাধারণত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই পরিচালনা করা হয়ে থাকে। এই স্কিম অনুযায়ী একেবারে ৮ শতাংশ অবধি সুদ পেয়ে যান বিনিয়োগকারীরা।
এই স্কিমের (Post Office SSY Scheme) আওতায় যারা বিনিয়োগ করে থাকেন তাদের মেয়ের জন্য উচ্চশিক্ষা এবং বিয়ের কোন রকম চিন্তা আর করতে হয় না। এই স্কিম অনুযায়ী অল্প পরিমাণে কিছু টাকা বিনিয়োগ করলেই যে কোনও ব্যক্তি একাউন্ট খুলে নিতে পারবেন। মাসে অল্প অল্প করে টাকা জমাতে পারবেন। আপনারা পোস্ট অফিস বা ব্যাংকের মাধ্যমে এই SSY Scheme এর একাউন্ট খুলতে পারবেন।
SSY Scheme Investment Tenure
সুকন্যা সমৃদ্ধি যোজনার (SSY Scheme 2024) মেয়াদ হল মোট ২১ বছর। যদি কোন পরিবারের কোনও মেয়ে থাকে এবং তার বয়স যদি ১৮ বছর হয়ে যায় তাহলে তারা এই প্রকল্প (Financial Scheme) থেকে টাকা তোলা শুরু করতে পারবেন। এই টাকা কাজে লাগাতে পারবেন উচ্চশিক্ষার জন্য। সম্পূর্ণ বিনিয়োগকৃত অর্থ তুলতে পারবেন একুশ বছর বয়স হলে।
SSY Scheme Investment Important Update
সূত্র অনুযায়ী পাওয়া খবর, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই প্রকল্পের অধীনে একাউন্ট (SSY Account) খোলা হয়েছে মোট তিন কোটি। সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করা হয় ২০১৫ সাল থেকে। সুকন্যা সমৃদ্ধি যোজনা অনুযায়ী সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৬৬ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন বিনিয়োগকারী। যদি কোনও বাড়িতে কন্যা সন্তান জন্মায় তারপরে প্রত্যেক মাসে ১২,৫০০ টাকা করে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন ব্যক্তি।
এই হিসাব মেনে চললে এক বছর পর সেই ব্যক্তির বিনিয়োগ বিদ্রোহ অর্থের পরিমাণ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এইভাবে যদি ব্যক্তি ১৫ বছরে ২২ লক্ষ ৫০ হাজার টাকা অবধি বিনিয়োগ করে থাকেন তাহলে মেয়াদ শেষ হলে ৪৩ লক্ষ ৪৩ হাজার ৭১ টাকা পর্যন্ত পাবেন। এছাড়া সব মিলিয়ে সুদ (SSY Scheme Interest Rate 2024) সমেত মোট ফেরত পাবেন ৬৫ লক্ষ ৯৩ হাজার ৭১ টাকা।
স্টেট ব্যাংকে FD করা থাকলে নিশ্চিন্ত! গ্রাহকদের চিন্তার অবসান
Who Will Apply On SSY Scheme
এই স্কিমের আওতায় আবেদন করার জন্য ১০ বছরের কম বয়সী শিশুর একটি একাউন্ট খুলতে হবে বাবা মাকে।অবশ্যই যেকোনো বিনিয়োগ প্রকল্পে একাউন্ট খোলার আগে সমস্ত নথিপত্র পড়ে নেওয়া একান্ত প্রয়োজন। অফিসিয়াল নথিপত্র পড়ে তবেই এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়। শুধুমাত্র প্রতিবেদন পড়ে নয় নিজের বিচার বিবেচনা বুদ্ধির ওপর ভিত্তি করেই কত টাকা রাখা উচিত হবে কতদিন পর্যন্ত রাখতে চান সব কিছু বিনিয়োগকারীকেই ঠিক করে নিতে হবে।
Written By Tithi Adak.