চাকরি

Govt Employees: কেন্দ্রীয় হারেই পাবেন! রাজ্য সরকারি কর্মীদের জন্য সরকারের বড় সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা (Govt Employees) বছরের পর বছর ধরে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়েই যাচ্ছে। সেই আন্দোলন গুলোর মধ্যে একটি আন্দোলন এখন চলছে তা হল কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন। এই মহার্ঘ ভাতা নিয়ে মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বারবার শুনানির তারিখ পিছিয়েই যাচ্ছে।

West Bengal Govt Employees GPF Interest Rate.

তাই কবে এই মামলার শুনানি হবে তার দিযে চাতক পাখির মত চেয়ে বসে রয়েছে আন্দলনকারীরা। তো এসবের মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees) একটি ক্ষেত্রে কেন্দ্রীয় হারে সুবিধা দেওয়ার কথা ঘোষনা করল। কোন ক্ষেত্রে কেন্দ্রীয় হারে সুবিধা দেওয়া হবে চলুন এই বিষয়ে জেনে নিন। গত 6 ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য নোটিশ

তবে এই নির্দেশিকা মহার্ঘ ভাতা নিয়ে নয়। মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্রের সাথে ফারাকটা এখনই মিটছে না। অন্য এক ক্ষেত্রে কেন্দ্রীয় হারে সুবিধা দেওয়া হবে (Govt Employees). এর ফলে কেন্দ্রীয় হারে আর মিলছে না বলে অভিযোগ কিছুটা হলেও বন্ধ হবে। সম্প্রতি গত কয়েক দিন আগেই কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের তরফ থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (General Provident Fund) সুদ কত পাওয়া যাবে সেই বিষয়ে ঘোষনা করা হয়েছিল।

রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারেই পাবেন

এক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে যে হারে PF এ সুদের হার বাড়ান হয়েছে সেই হারে রাজ্য সরকার ও তাদের কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। এক্ষেত্রে কেন্দ্র এর পথেই হাঁটছে রাজ্য (Govt Employees). গত 6 ই আগস্ট রিটার্স বিল্ডিং এর অর্থ দফতরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে বলা হয়েছে।

Fixed Deposit (ফিক্সড ডিপোজিটে সুদের হার)

এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ত্রৈমাসিকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে 7.1% হারে সুদ (GPF Interest Rate) দেওয়া হবে। কেন্দ্রীয় হারে 7.1% সুদ দেওয়ার জন্য রাজ্যপালের অনুমোদন পাওয়া গিয়েছে এবং সেই অনুমোদনের বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) জানানোর জন্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোনার দামে আবার পরিবর্তন! সঙ্গে পাল্লা দিচ্ছে রুপো, কবে কিনলে সস্তায় পাবেন?

এই বিজ্ঞপ্তি অনুযায়ি সরকারি কর্মীরা (Govt Employees) জেনারেল প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত টাকার পাশপাশি পশ্চিমবঙ্গ কন্ট্রিবিউটর ফান্ডে জমা টাকার উপরেও একই হারে সুদ পাওয়া যাবে। এর পাশে অন্য গুলোতে যে গুলোতে রাজ্য সরকার এবং GPF সুদ দিয়ে থাকে সে গুলোতেও 7.1% হারে সুদ দেওয়া হবে। আর এই সুদ কেন্দ্রীয় হারে পেতে চলেছেন কর্মীরা।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *