চাকরির প্রস্তুতি

Teacher Recruitment – আবার পশ্চিমবঙ্গে অস্থায়ী শিক্ষক নিয়োগ। কিভাবে এই চাকরি পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী।

আবার শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) সংক্রান্ত খবর এলো। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে এমনিতেই আন্দোলন চলছে আবার এর মধ্যে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত খবর দিল শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এবারের মন্ত্রীসভার বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাল শিক্ষা মন্ত্রী। তিনি বলেছেন আমাদের দফতর এবার উর্দু অ্যাকাডেমি বিদ্যালয়ের জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করবে৷ আমরা ঠিক কতজন শিক্ষক নিয়োগ করব, আমরা জানিয়ে দেব৷

Teacher Recruitment Update In West Bengal.

নতুন করে শিক্ষকদের নিয়োগ (Teacher Recruitment) করা হবে৷ এই নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা জানায়নি শিক্ষা মন্ত্রী। উদয়ন গুহ এদিন মন্ত্রিসভার বৈঠক থেকে বরা হয়ে তিনি বলেছেন, সিকিমের বন্যার ফলে কালিম্পংয়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে গভীরভাবে উদ্বীগ্ন মুখ্যমন্ত্রী৷ এছাড়া চারজন মন্ত্রীকে নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে।

তারা 17 তারিখ থেকে একটা ক্যাম্প (Teacher Recruitment) করে তারা থাকবেন৷ এছাড়াও এদিন ধূপগুড়ি মহকুমা করার সিদ্ধান্তে দিন ক্যাবিনেটে পাশ হয়৷ এর ফলে ধূপগুড়ির ও বানারহাট নামে দুটি ব্লক নিয়ে মহকুমা তৈরি করা হল৷ এবারের মন্ত্রী সভার বৈঠক কেনো নবান্নে না করে মুখ্যমন্ত্রীর বাড়িতে করা হলো তা নিয়ে প্রশ্ন সবার মুখে। সাংবাদিকরা একথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে গেলে তিনি বলেন।

Interest Rates (সুদের হার)

আমার পায়ে চোট আছে৷ ওখানে একটু সংক্রমণ (ইনফেকশন) হয়ে গিয়েছে৷ এখন যদি হাঁটাহাঁটি করি, সেটা আরও বাড়তে পারে৷ আমি তাই আপাতত বাড়ি আছি৷ আমার পায়ের চোটের জন্য আপাতত ডাক্তার আমাকে যেতে বারণ করেছেন৷ এবারে দেখার অপেক্ষা যে এই নিয়োগ (Teacher Recruitment) নিয়ে চূড়ান্ত রূপরেখা কবে প্রকাশিত করা হয়।

RBI Scheme – বেকার ছেলেমেয়েদের সুখবর। চাকরি না করলেও প্রতিমাসে পাবেন 5000 টাকা।

কিন্তু অনেকেই মনে করছেন যে আগামীকাল ষষ্ঠী হওয়ার জন্য সব সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। অতএব এই সময়ের মধ্যে কোন ধরণের জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে না রাজ্য সরকারের (Government Of West Bengal) তরফে। এই জন্য নভেম্বর মাসে এই নিয়ে কোন ধরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনেকেই মনে করছেন।

Dearness Allowance – অবশেষে পুজোর আগেই 4% DA বৃদ্ধির ঘোষণা। মন্ত্রীসভার বৈঠকে সরকারি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *