চাকরি

DA Hike: আবার DA বৃদ্ধি সরকারি কর্মীদের! খুশির খবর জানালো সরকার

চলতি বছরের শুরুর দিক থেকেই একাধিক সুখবর এসেছে সরকারি কর্মীদের জন্যে। মহার্ঘ ভাতা (DA Hike) সহ আরও একাধিক ভাতা বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। আগে কর্মীরা 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা পেত জানুয়ারি মাসে 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ার পর এখন 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের (Employees Benefits).

DA Hike News for Government Employees

এই দিকে এবার দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা (DA Hike) পুজোর আগেই বাড়বে বলে শোনা যাচ্ছে। সেই অপেক্ষায় আছে কর্মীরা। আর এই আবহে এবার রাজ্য সরকারও তাদের কর্মীদের জন্যে বড় ঘোষনা করল। দেশের বিভিন্ন রাজ্যে লাগাতার DA নিয়ে আন্দোলন চলছে। এরই মাঝে এবার দেশের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী 6 মাসের মধ্যে রাজ্যের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ও DA Arrear দেওয়া হবে বলে জানিয়েছে।

সরকারি কর্মীদের DA বৃদ্ধির খবর!

তিনি বলেছে 6 মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হবে। এই সুখবর দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। 2025 সালের শুরুর দিকেই সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা ও এরিয়ার পেয়ে যাবেন বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু। নিজের রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) আশ্বাস দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

মহার্ঘ ভাতা ও পেনশন নিয়ে সিদ্ধান্ত

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে সময় তাদের ক্ষমতায় আসে তখন তাদের উপরে প্রায় 1 লক্ষ কোটি টাকার বোঝা ছিল। সেই মুহূর্তেও তিনি সরকারি কর্মীদের কথা ভবেছেন। তখন সেই সময় কয়েক দফায় তার সরকার কর্মচারিদের 7 শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) করেছিল। আর এবার খুব তাড়াতাড়ি এরিয়ার এবং DA দেওয়ার পাশাপাশি চলতি বছরই 75 বছরের বেশি পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে সুখবিন্দর সিং সুখু।

Salary Hike (বেতন বৃদ্ধি)

দেশের বেশিরভাগ রাজ্য একদিকে যেমন কেন্দ্রের সাথে তাল মিলিয়ে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA Hike) ঘোষনা করেছে। আর এদিকে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) তাদের কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14 শতাংশ হারে DA দিচ্ছে তাদের কর্মীদের। বহু দিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলন চলিয়ে যাচ্ছেন কর্মীরা।

খুব বিপদে পরলে তৎক্ষণাৎ ঋণ পাবেন! CIBIL Score ও আয়ের প্রমাণ ছাড়াই

আর এই মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) কবে সেই মামলার ঝট খুলবে তা জানা নেই। সবাই এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে চেয়ে আছে। আর এই ঘোষণার ফলে হিমাচল প্রদেশের সকল সরকারি কর্মীরা অনেক খুশি হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও অনেক খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *