চাকরি

Salary Hike: DA ভুলে যান! সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে এবার বড় আপডেট

বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে আন্দোলন তো আছেই! কিন্তু এরই মধ্যে বেতন বৃদ্ধি (Salary Hike for Central Government Employees) নিয়ে বড় সিদ্ধান্ত সম্পর্কে জানতে পাওয়া যাচ্ছে। কেন্দ্র সরকারি কর্মীরা চলতি বছর শুরু হওয়া থেকেই নানা সুখবর পেয়ে চলছে। চলতি বছরের শুরুতেই কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়েছে (Salary Increase).

7th Pay Commission Salary Hike News Latest Update

আগে কেন্দ্র সরকারি কর্মীরা 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন আর এখন জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা বাড়ার ফলে তারা এখন 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। সপ্তম বেতন কমিশনের আওতায় এই মহার্ঘ ভাতা পাচ্ছে কর্মীরা। আগামী মাসে আবার বাড়বে মহার্ঘ ভাতা (DA Hike Salary Hike). আর এবার এই দিকে কেন্দ্র সরকারি কর্মীদের নূন্যতম মাসিক বেতন 32500 টাকা করা হোক বলে দাবি তোলা হয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের সংগঠন ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম’ এর তরফ থেকে।

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি!

কেন্দ্র সরকারি কর্মীদের এই সংগঠনের তরফ থেকে আরো অনেক দাবি তোলা হয়েছে। যেমন মন্ত্রক ও দফতরে নতুন পদ তৈরির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান হয়েছে। জানা যাচ্ছে এক্ষেত্রে বিশেষ ভাবে ভারতীয় রেলের কথা উল্লেখ করা হয়েছে (Salary Hike). শনিবার নিজের বাসভবনে জয়েন্ট কনসালটিভ মেকানিজম এর প্রতিনিধিদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পেনশন বৃদ্ধি নিয়েও বড় সিদ্ধান্ত

তারপরই ঘোষনা করা হয় ‘Unified Pension Scheme’ এর। এই নতুন স্কীম অনুযায়ি কোনো ব্যাক্তি নূন্যতম 25 বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ 12 মাসের বেতনের 50 শতাংশ পেনশন হিসেবে পাবেন। Assured Family Pension এর আওতায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের 60 শতাংশ টাকা পাবেন (Salary Hike).

Dearness Allowance (বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি)

নুন্যতম বেতন বৃদ্ধির ঘোষণা!

এর সাথে এই নতুন পেনশন স্কীমের আওতায় 10 বছর চাকরি করলে Assured Minimum Pension অনুযায়ি প্রতি মাসে 10 হাজার টাকা পেনশন হিসেবে পেতে পারেন। এই স্কীমের মাধ্যমে 23 লক্ষ কেন্দ্র সরকারি কর্মীরা উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনি বৈষ্ণব (Ashwini Vaishnav). এই নতুন ‘ইউনিফায়েড পেনশন স্কীম’ এর ঘোষনা হওয়াতে খুব খুশি কেন্দ্র সরকারি কর্মীরা (Govt Employees Happy for Salary Hike).

25 লাখের SBI Home Loan নিলে প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে? ঋণ শোধের সম্পূর্ণ হিসাব একনজরে

শনিবার ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম’ এর প্রতিনিধিরা বলেন, কেন্দ্র সরকারের নতুন পেনশন স্কীমের মাধ্যমে কেন্দ্র সরকারি কর্মীরা খুব লাভবান হবেন। সেই দিন বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আজ কেন্দ্র সরকারি কর্মীদের জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম (Salary Hike). ইউনিফায়েড পেনশন স্কীম নিয়ে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে তারা খুব আনন্দিত হয়েছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *