পশ্চিমবঙ্গের খবর

Petrol Diesel Price – চলতি মাসের প্রথম দিকেই দাম কমলো জ্বালানির, কলকাতায় পেট্রোল ডিজেলের দাম কত?

মধ্যবিত্তের মুখে চওড়া হাসি Petrol Diesel Price কমলো। তাড়াতাড়ি কোনো প্রয়োজনীয় জায়গায় পৌঁছতে হলে ভেহিকেল বা যানবাহনের সাহায্য নেওয়া হয়। যদি নিজস্ব গাড়ি থাকে, তাহলে ভালো। আর যদি না থাকে তাহলে অগত্যা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে ঘন ঘন গাড়ি ভাড়ার পরিবর্তন হতে দেখা যায়। এর একটি বিশেষ কারণ হল পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি। একেই ক্রমশ বেড়ে চলেছে প্রয়োজনীয় জিনিসের দাম। তার উপর গাড়ি ভাড়ার ক্ষেত্রেও যদি অতিরিক্ত টাকা খরচ করতে হয়। সাধারণ মানুষের পকেটে ভালো মতন টান পড়ে।

Petrol Diesel Price

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই কমলো পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price)। যদিও সব জায়গায় নয়, দেশের কয়েকটি জায়গার সাধারণ মানুষরা আপাতত এই সুবিধা পাচ্ছেন। কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম কত ধার্য হল? সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের দ্বীপ জায়গা গুলিতে পেট্রোল এবং ডিজেলের সবথেকে কম দাম। পাঞ্জাবেও কমেছে জ্বালানির দাম।

তবে মেট্রো শহরগুলিতে (দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই) জ্বালানির দামের কোনো পরিবর্তন হয়নি।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ২ মে, ২০২৩ তারিখে পোর্ট ব্লেয়ারে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৪.১০ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৭৯.৭৪ টাকা।
তবে কলকাতায় Petrol Diesel Price একদমই কম নয়। মেট্রো শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা। ডিজেলের দাম ১০৬.০৩ টাকা।

মাসের শুরুতেই কমলো গ্যাস সিলিন্ডারের দাম, কত টাকা খরচ হবে?

নয়া দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬.৭২ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৬২ টাকা।
মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.৩১ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.২৭ টাকা।
চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০২.৬৩ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.২৪ টাকা।
প্রসঙ্গত, ২০১৭ সালের জুন মাসের আগে প্রতি ১৫ দিন অন্তর অন্তর জ্বালানির রেট নির্ধারণ করা হত।

বর্তমানে প্রতিদিন সকাল ৬ টায় তেল সংস্থাগুলি পেট্রল-ডিজেলের নতুন রেট নির্ধারণ করে। আমরা সকলেই জানি, যে কোনো জিনিসের মূল্যের সঙ্গে শুল্ক যুক্ত করা হলে দাম বৃদ্ধি পায়। তেমনই পেট্রল- ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট ও অন্য কর যুক্ত থাকে বলে এর দামও বেড়ে যায়।

ছোট্ট ভুলের জন্য বন্ধ হতে চলেছে কয়েক লক্ষ রেশন কার্ড, আপনার রেশন কার্ড চালু রাখতে আজই এই কাজ করুন।

তবে একটা সুবিধা হল, ব্যক্তি প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম SMS এর মাধ্যমেই জেনে নিতে পারবেন। তার জন্য ইন্ডিয়ান অয়েল গ্রাহককে RSP-এর জন্য কোডটি লিখে 9224992249 নম্বরে SMS পাঠাতে হবে। এছাড়া BPCL গ্রাহককে RSP ও হরের কোড লিখে 9223112222 নম্বরে SMS পাঠাতে হবে।তাহলেই বর্তমান দাম জানা যাবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *