ফোনপে-গুগলপে দিয়ে একদিনে মোট কত টাকা লেন-দেন করা যায়? না জানলে জেনে নিন
সময়ের সাথে বিশ্বজুড়ে প্রযুক্তির উন্নতি ঘটছে। আর তাতেই বিশ্বের অন্যান্য দেশগুলির মতোই ভারতেও ডিজিটাল পেমেন্টের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। আর ডিজিটাল পেমেন্টের চাহিদা বাড়ার সাথে সাথেই UPI এবং গুগলপে-ফোনপে, পেটিএম-এর মতো ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলোর চাহিদাও ক্রমাগত হারে বাড়ছে। বর্তমানে ভারতের নাগরিকদের বিদ্যুৎ বিল পেমেন্ট হোক বা গ্যাস বুকিংয়ের পেমেন্ট অথবা অনলাইন শপিং সহ অন্যান্য ক্ষেত্রে পেমেন্টের প্রধান মাধ্যম হয়ে উঠেছে UPI এবং গুগলপে-ফোনপে, পেটিএম এর মতো অ্যাপগুলি। তবে এই অ্যাপগুলি ব্যাবহারের ক্ষেত্রে আপনাকে এই অ্যাপগুলোর মাধ্যমে পেমেন্টের উর্দ্ধসীমা সম্পর্কে জানতে হবে, নতুবা যেকোনো ক্ষেত্রে পেমেন্টের সময় নাগরিকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতে একজন ব্যক্তি একদিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনলাইন ট্রান্সফার করতে পারবেন। একইভাবে অ্যামাজন পের মাধ্যমে একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। তবে নিয়ম অনুসারে, অ্যামাজন পেতে রেজিস্ট্রেশন করার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে একজন গ্রাহক কেবলমাত্র ৫০০০ টাকার ট্রানজেকশন করতে পারবেন। ২৪ ঘণ্টা হওয়ার পর থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন বলেই জানা গেছে।
অ্যামাজন পের মতোই গুগলপের মাধ্যমেও গ্রাহকরা একদিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও গুগলপের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ কতবার টাকা ট্রান্সফার করা যাবে তার ক্ষেত্রেও নিয়ম নির্ধারণ করা হয়েছে। গুগল পের নিয়ম অনুসারে একদিনে ১০ বারের বেশি ট্রানজেকশন কোনভাবেই সম্ভব নয়।
অন্যতম জনপ্রিয় UPI ট্রানজেকশন অ্যাপ ফোনপের ক্ষেত্রে অন্যান্য অ্যাপগুলির মতো একইভাবে একদিনে ১ লক্ষ টাকার বেশি ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ফোন পের ক্ষেত্রে গ্রাহক কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছেন তার উপরেও অনেকটা নির্ভর করে।
পেটিএম-এর ক্ষেত্রে ইউপিআই-এর মাধ্যমে একদিনে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যেতে পারে। তবে পেটিএম-এর মাধ্যমে প্রত্যেক ঘন্টায় আপনি মাত্র ২০ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন। তার বেশি টাকা ট্রানজেকশন কোনোভাবেই সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য, পেটিএম-এর মাধ্যমে অনলাইন ট্রানজেকশনের সময় আপনি প্রত্যেক ঘন্টায় মাত্র ৫ টি লেনদেন করতে পারবেন এবং প্রত্যেকদিন মাত্র ২০ টি লেনদেন করতে পারবেন।
এক্ষেত্রে অবশ্যই মনে রাখা প্রয়োজন যে, ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার কোন ব্যাংকের অধীনে অ্যাকাউন্ট রয়েছে তার ওপরেও আপনি একদিনে সর্বোচ্চ কতো টাকা ট্রান্সফার করতে পারবেন তা অনেকটাই নির্ভর করছে, এমনকী আপনার কোন ধরনের অ্যাকাউন্ট তার ওপরেও এই বিষয়টি নির্ভর করে।