PM Awas Yojana Urban: পিএম আবাস যোজনা নতুন লিস্ট প্রকাশিত! এখনই চেক করে নিন
দেশের কোটি কোটি গরীব ও মধ্যবিত্ত মানুষদের মাথায় পাকা ছাদ দেওয়ার জন্য পিএম আবাস যোজনা (PM Awas Yojana Urban) প্রকল্প নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi). আমাদের দেশে এখনও পর্যন্ত এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের মাথার ছাদ পাকা করার সামর্থ্য রাখেন না। শুধু এই মানুষের সংখ্যা যে গ্রামে আছে এমনটা নয় এই সংখ্যা শহরেও রয়েছে।
PM Awas Yojana Urban 2.0 List
আর এই একটা কারণের জন্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PM Awas Yojana Gramin) আর পিএম আবাস যোজনা শহরি (PM Awas Yojana Urban) এই দুই ভাগে ভাগ করার মাধ্যমে দেশের সকল শহর ও গ্রামের মানুষদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে। কেন্দ্র সরকার দেশের জনগনের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের আবাস যোজনার কথা বলব।
প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৪ নতুন লিস্ট
সম্প্রতি এই প্রকল্পের নতুন লিস্ট (PM Awas Yojana Urban List) বেরিয়েছে। আপনি যদি এই প্রকল্পের জন্যে আবেদন করে থাকেন তাহলে দেখে নিন এই প্রকল্পের নতুন লিস্ট। তাতে আপনার নাম আছে কিনা। আবাস যোজনায় এবার 10 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে শহরের 1 কোটি গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। এই সুবিধা পেতে গেলে কিছু শর্ত মেনে চলতে হবে তাহলেই আবেদন করতে পারবেন।
PM Awas Yojana Urban Money Amount
- EWS : 3 লক্ষ টাকা পর্যন্ত – 6.5% ভর্তুকি।
- LIG : 3-6 লক্ষ টাকা পর্যন্ত – 6.5% ভর্তুকি।
- MIG I : 6-12 লক্ষ টাকা পর্যন্ত – 4% ভর্তুকি।
- MIG II : 12-18 লক্ষ টাকা পর্যন্ত – 3% ভর্তুকি।
PM Awas Yojana Urban Apply Benefits
দেশের সাধারন মানুষদের কথা ভেবেই এই PM Awas Yojana Urban চালু করেছে কেন্দ্র সরকার। যাদের বাড়ি ঘর নেই বা ঘর বাড়ির সমস্যা আছে তারা বাড়ি করতে চাইছেন কিন্তু টাকা পয়সার অভাবে করতে পারছেন না, তারা এই প্রকল্পে আবেদন করলেই বাড়ি ঘর তৈরির জন্য টাকা পেয়ে যাবেন কেন্দ্রের তরফ থেকে। ভারতীয় জনগনকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে আর্থিক ভাবে সাহায্য করাই এই প্রকল্পের মুল লক্ষ্য।
Who will Apply on PM Awas Yojana Urban?
1) এই যোজনায় আবেদন জানাতে গেলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
2) এখানে আবেদন জানাতে হলে যে ইনকাম সার্টিফিকেট বানাবেন সেখানে বার্ষিক ইনকাম অবশ্যই দরিদ্র সীমার নিচে দেখাতে হবে।
3) যদি কেউ এই প্রকল্পে আগে আবেদন করে থাকেন এবং তার টাকাও পেয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি আর আবেদন করতে পারবেন না।
4) পরিবারের যে কোনো একজন মহিলা আথবা পুরুষ এই প্রকল্পের জন্যে আবেদন জানাতে পারবেন।
PM Awas Yojana Urban Apply Documents
- আবেদনকারীর পরিচয় পত্র যেমন – আধার, ভোটার অথবা রেশন কার্ড।
- পাসপোর্ট সাইজ ফোটো।
- ব্যাঙ্কের পাস বই।
- আবেদনকারীর নিজের বা পরিবারের জব কার্ড।
PM Awas Yojana Urban Apply Process
আবাস যোজনায় আবেদন করার জন্যে ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে। পরবর্তীকালে আপনার লিস্টে নাম আসলো কিনা বা আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ID দিয়ে চেক করে দেখতে পারবেন।
এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? দেখে নিন বড় আপডেট
PM Awas Yojana Urban Status Check Online
1) PMAY 2.0 এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
2) View PMAY Beneficiary 2.0 List’ ট্যাবে ক্লিক করুন।
3) আপনার আধার নাম্বার লিখুন।
4) তালিকা দেখার জন্যে সাবমিট করুন।
5) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে PMAY Urban 2.0 Status এ ক্লিক করুন। এবার সেখানে আপনার নাম, বাবার নাম, মোবাইল নম্বর, Application ID লিখে স্ট্যাটাস চেক করুন।
Written by Ananya Chakraborty.