Free Silai Machine Yojana – নববর্ষের আগেই নতুন প্রকল্প। 15 হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে।
সরকার দেশের মানুষদের ভালো রাখার জন্যে নিত্য নতুন প্রকল্প (Free Silai Machine Yojana) নিয়ে আসে। তার মধ্যে মহিলাদের জন্য অনেক প্রকল্প (Government Scheme) এনেছে সরকার। দেশের মহিলাদের আর্থিকভাবে উন্নত করার জন্যে ও স্বাবলম্বী করার জন্য বিভিন্ন স্কীম চালু করেছেন। কারন দেশের মহিলারা উন্নত হলে দেশ ও উন্নত হয়। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের একটি নতুন প্রকল্পের জন্য আবেদন চালু হয়েছে।
Free Silai Machine Yojana 2024.
নতুন এই Free Silai Machine Yojana আওতায় প্রত্যেক মহিলাদের দেওয়া হবে 15 হাজার টাকা। কিভাবে পাবেন এই টাকা? আর কি সেই প্রকল্প? চলুন বিস্তারিত জেনে নিন। আজ যে প্রকল্পের সম্পর্কে আলোচনা করবো তাহল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি শিক্ষার (Vocational Training) জন্য প্রশিক্ষণ এবং আর্থিক সাহায্যের মাধ্যমে উপভোক্তাদের স্বনির্ভর করে তোলার প্রয়াস করা হচ্ছে।
PM Vishwakarma Yojana প্রকল্পের অধিনস্ত একটি প্রকল্প হল ফ্রি সেলাই মেশিন (Free Silai Machine Yojana). এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন চালান শেখান হয় এবং সেলাই শেখানোর পর সেলাই মেশিন কেনার জন্য আর্থিকভাবে সাহায্য করা হয়। আর এই মেশিনের মাধ্যমে মহিলারা কাজ করার মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারবেন।
What Is Free Silai Machine Yojana?
আর্থিকভাবে অনগ্রসর ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) বিভিন্ন প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হল Free Silai Machine Yojana 2024. এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় আর প্রশিক্ষণ শেষ হওয়ার পর মেশিন কেনার জন্য 15 হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় সরাসরি ব্যাংকের মাধ্যমে।
কেন্দ্র সরকার (Government Of India) মারফত সম্প্রতি জানা গেছে নতুন অর্থবর্ষে প্রায় 50 হাজার মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে বিনামূল্যে সেলাই মেশিন স্কীমের মাধ্যমে আর্থিক ভাবে সাহায্য করা হবে। আর এই ধরণের প্রকল্প (Govt Scheme For Women) মহিলাদের জন্য আনার মাধ্যমে তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনাকেই লক্ষ্য বানিয়েছে সরকার।
Free Silai Machine Yojana Online Apply Process
এই প্রকল্পে আবেদন জানানোর জন্য প্রথমে অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্যে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য আলাদা আলাদা আবেদনপত্র দেওয়া থাকে। সেখানে সেলাই প্রশিক্ষণের আবেদনপত্র খুঁজে তা সঠিকভাবে পূরণ করে তা জমা করতে হবে।
রেশন কার্ড গ্রাহকরা 5 লাখ টাকার সুবিধা পাবেন। কিভাবে এই টাকা পাবেন জানুন।
আবেদনপত্র জমা করার নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পরে সেলাই মেশিন (Free Silai Machine Yojana) কেনার জন্য আর্থিক সাহায্য পাবেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী। তাহলে আর দেরি না করে নববর্ষের আগেই পশ্চিমবঙ্গের মহিলারাও এই প্রকল্পে আবেদন করার মাধ্যমে এই টাকা পেতে পারবেন।
Written by Ananya Chakraborty.
5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?