PM Kisan: পিএম কিষান সম্মান নিধি যোজনা। কৃষকবন্ধুদের ১৯তম কিস্তির টাকা কবে ঢুকবে? পিএম কিষান স্ট্যাটাস চেক 2024
দেশের সকল মানুষের অন্নদাতা কৃষকবন্ধুদের (Krishak Bandhu Farmers) জন্য পিএম কিষান যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) প্রকল্প ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi). আর এই সরকারি প্রকল্পের (Government Scheme) মাধ্যমে অনেক কৃষকদের সুবিধা হয়েছে, আর এবারে এই নিয়ে ফের এক দারুণ খবর পাওয়া গেছে।
PM Kisan Yojana 19th Installment Payment Date
আমাদের দেশের অর্থনীতি এবং খাদ্য স্বনির্ভরতার জন্য বিশেষ ভূমিকা পালন করে দেশের কৃষকরা। আর তাদের এই কাজে যাতে কোন ধরণের সমস্যা না হয় সেই জন্য এই তার জন্যই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan) প্রকল্পের মাধ্যমে একটা আর্থিক সহায়তা দিয়ে থাকেন দেশের কৃষকদের জন্য। আর এই সম্পর্কে আরও কিছু তথ্য আপনারা জেনে নিন।
পিএম কিষান টাকা কবে ঢুকবে?
পিএম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে তিনটে কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষকদের। চার মাস অন্তর অন্তর কিস্তির টাকা পেয়ে থাকেন কৃষকরা। মোট টাকার পরিমান থাকে ৬০০০। একটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যে ১৮ তম কিস্তির টাকা হাতে পেয়েছেন দেশের কৃষকরা তবে ১৯ তম কিস্তির টাকা (PM Kisan 19th Installment) কবে হাতে পাবেন সেটি জানাবো আজকের এই প্রতিবেদনে।
পিএম কিষান স্ট্যাটাস চেক
আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ১৯ তম কিস্তির টাকা হাতে পেয়ে যাবেন কৃষকরা। তবে এর জন্য কিছু নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে। আপনি যদি এখনো পর্যন্ত কেওয়াইসি (PM Kisan KYC) না করে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৯ তম কিস্তির টাকা ঢুকবে না। তাই ফেব্রুয়ারি মাস আসার আগেই এই জরুরী কাজটি আপনি করে ফেলুন। না হলে কিন্তু আপনার টাকা আটকে যাবে।
পিএম কিষান অনলাইনে KYC করার পদ্ধতি
- এই প্রকল্পের (PM Kisan) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে ‘e-KYC’ ক্লিক করুন। সেখানে নিজের আধার কার্ডের নম্বর ইনপুট করুন।
- তারপর Search ক্লিক করুন। আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন। সেই নম্বরে OTP আসবে।
- সবশেষে Submit ক্লিক করুন। তাহলেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
রেশন কার্ডের নিয়মে বড় বদল। ফ্রি রেশন সামগ্রী তোলার আগে জানুন
প্রত্যেক কিস্তির টাকা পাওয়ার আগে ই কেওয়াইসি পূরণ করা অত্যাবশ্যক। তাই অতি শীঘ্রই এই কাজটি করে রেখে দিন তাহলেই ফেব্রুয়ারি মাসে ১৯ তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এই ১৯ তম কিস্তির মাধ্যমে ৯.৪ কোটি দেশের কৃষক উপকৃত হবেন। দেশের কৃষকদের এই PM Kisan প্রকল্পের টাকা অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে যার জন্য এই প্রকল্প সারা দেশের কৃষকদের কাছে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে।
Written by Shampa debnath