প্রকল্প

পিএম কিষান যোজনার ২০ তম কিস্তির টাকা কৃষকবন্ধুদের ব্যাংক একাউন্টে কবে ঢুকবে?

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

কেন্দ্র সরকারের অন্যতম সফল প্রকল্প পিএম কিষান যোজনার অধীনে দেশের কোটি কোটি কৃষক বন্ধুরা প্রতি বছর ৬,০০০ টাকা পান তিন কিস্তিতে। এবার সেই PM Kisan 20th installment নিয়ে শুরু হয়েছে জল্পনা। কবে আসবে টাকা? কতজন কৃষক পাচ্ছেন? এই প্রতিবেদনে জেনে নিন সব কিছু বিস্তারিত ভাবে যাতে সময় হলে কোন সমস্যা না হয়।

পিএম কিষান যোজনা ২০ তম কিস্তির টাকা কবে ঢুকবে?

কেন্দ্র সরকার ইতি মধ্যেই জানিয়ে দিয়েছে যে, ২০২৫ সালের অগাস্ট মাসেই পিএম কিষান যোজনা ২০ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। বিশেষ করে রাখীবন্ধন উৎসবের আগেই এই টাকা আসতে পারে বলে আশা করা হচ্ছে। আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার শুরু হতে পারে, যাদের KYC এবং ল্যান্ড রেকর্ড আপডেট করা আছে, তারাই প্রথমে টাকা পাবেন।

এবার কতজন পাচ্ছেন এই পিএম কিষান যোজনার সুবিধা?

এই কিস্তিতে প্রায় ৮.৫ কোটি কৃষক টাকা পেতে চলেছেন। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফে বলা হয়েছে, যাদের আবেদন বৈধ এবং ডকুমেন্ট আপডেট আছে, তারাই কিস্তি পাবেন। যেই সব কৃষক এখনও পর্যন্ত KYC করেননি, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে, প্রতি কিস্তিতে ২,০০০ করে মোট তিন কিস্তিতে ৬,০০০ কৃষকদের দেওয়া হয়।

পিএম কিষান পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

আপনার কিস্তির টাকা এসেছে কিনা তা মোবাইল বা কম্পিউটার থেকেই দেখে নিতে পারবেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান, “Beneficiary Status” অপশন সিলেক্ট করুন, মোবাইল নম্বর বা রেজিস্টার্ড অ্যাকাউন্ট নম্বর দিন, ক্যাপচা পূরণ করে সাবমিট করুন, আপনার সর্বশেষ কিস্তি ও স্ট্যাটাস স্ক্রিনে দেখা যাবে।

কাদের টাকা আটকে যেতে পারে?

নিম্নলিখিত কারণে কিস্তির টাকা আটকে যেতে পারে – e-KYC সম্পূর্ণ না করা, জমির তথ্য বা নামের মেল না থাকা, ব্যাংক একাউন্ট ভুল বা বন্ধ থাকা, ডুপ্লিকেট আবেদন বা অন্য স্কিমে এক সাথে থাকা, যারা এখনো KYC করেননি, তারা যত দ্রুত সম্ভব নিকটবর্তী CSC সেন্টার বা অনলাইনে গিয়ে সম্পন্ন করে নিন।

পিএম কিষান e-KYC কীভাবে করবেন?

প্রথমে ওয়েবসাইটে যান, “e-KYC” অপশন সিলেক্ট করুন, আধার নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করুন, সফল হলে স্ক্রিনে KYC Complete মেসেজ আসবে।

FD, RD এর থেকে বেশি সুদ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য

উপসংহার

PM Kisan 20th installment নিয়ে কৃষকদের উৎসাহের শেষ নেই। যাদের ডকুমেন্ট আপডেট এবং KYC সম্পূর্ণ আছে, তারা আগামী অগাস্ট মাসেই তাদের কিস্তির টাকা পেয়ে যাবেন। এখনই e-KYC করে রাখুন, যাতে কোনো সমস্যা না হয়। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প সরাসরি কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে চলেছে।

Related Articles