প্রকল্প

PM Kisan – পিএম কিষান যোজনায় বেশি টাকা দেওয়া হবে, কৃষক বন্ধুরা খুশি সরকারের এই সিদ্ধান্তে। কত বেশি পাবেন?

ভারতবর্ষের গরিব কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার PM Kisan Yojana বা প্রধানমন্ত্রী কিষান যোজনা প্রকল্প এনেছেন। এই যোজনার আওতায় থাকা কৃষকদের সরকার বছরে 6000 টাকা দেয়। পরের বছর লোকসভা ভোট (Loksabha Election). তাই ভোটার আগে, দেশের কৃষকদের বড় উপহার দিতে পারে নরেন্দ্র মোদী সরকার। রিপোর্ট অনুযায়ী, কৃষকদের বছরে যে পরিমাণ টাকা দেওয়া হয়, সেটা 33 শতাংশের মতো বাড়ানোর জন্য আলোচনা চলছে।

PM Kisan Yojana Installment Increase By Government Of India.

একটি রিপোর্ট থেকে জন গেছে, এবার কৃষকদের 6000 টাকা বাড়িয়ে 8000 করা যায় কিনা তা নিয়েই ভাবনা চিন্তা চলছে। ওই রিপোর্ট অনুযায়ী, আগামী বছর লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার (PM Kisan) টাকা বাড়ানো হতে পারে। কয়েকটি নামি সংবাদ সংস্থা প্রতিবেদন থেকে জানা গেছে, সেখানকার দুই আধিকারিক জানিয়েছেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) আওতায় কৃষকদের বছরে যে পরিমাণ টাকা দেওয়া হয়।

সেটা আরও 20000 টাকা বাড়ানো হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে অর্থাৎ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে 8000 টাকা পাঠানোর বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। ওই প্রতিবেদনে আরও জানা গেছে, বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে যদি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার (PM Kisan) আওতায় কৃষকদের 8000 টাকা দেওয়া হয়।

তাহলে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বছরে বাড়তি 200 বিলিয়ন টাকা বেরিয়ে যাবে। এমনিতে চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার (PM Kisan) জন্য 600 বিলিয়ন টাকা খরচ হবে বলে ধরা হয়েছে। তবে এই বিষয় নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার (Government Of India) সরকার এর তরফে কিছুই জানা যায়নি। প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার আওতায় কৃষকদের টাকা বাড়ানো হবে কিনা।

LPG Gas Subsidy (রান্নার গ্যাসে ভর্তুকি বৃদ্ধির ঘোষণা)

তা নিয়ে কোনও কথা বলতে চাননি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখপাত্র নানু ভাসিন। তবে এমনিতে বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan) আওতায় বছরে 6000 টাকা দেওয়া হয়। এই টাকাটি মোট তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রতিটি কিস্তিতে 2000 টাকা দেওয়া হয়। যদি বছরে 8000 টাকা দেওয়া হয়, তাহলে কিস্তির সংখ্যা বাড়ানো হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

DA Hike News – বকেয়া ডিএ বৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা, পুজোর আগেই বড় সিদ্ধান্ত ঘোষণা।

তবে ভোটের আগে যদি মোদি সরকার কৃষকদের (PM Kisan) টাকা বাড়ায় তাহলে কৃষকরাতো লাভবান হবেনই আর তাতে মোদি সরকারের ভোট ব্যাঙ্কে সুবিধা হতে পারে। কিন্তু এবারে সরকার এর তরফে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই দিকে নজর সকলের। কিন্তু অবশেষে এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের কোটি কোটি অন্নদাতাদের অনেক ভালো হতে চলেছে।

Indian Old Note – 1980 সালের পুরনো 2 টাকার নোট আছে? তাহলে বিক্রি করলেই কোটিপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *