প্রকল্প

PM Mandhan Yojana – 36000 টাকা পাবেন এই প্রকল্পে। মোদী সরকারের ঘোষণা। আবেদন শুরু হয়ে গেছে।

PM Mandhan Yojana বা প্রধানমন্ত্রী মানধন যোজনার মাধ্যমে এককালীন ৩৬ হাজার টাকা পাওয়া যাবে। এই কথাটি এখনো পর্যন্ত আমাদের দেশের একাধিক মানুষই জানেন না। ১২ই সেপ্টেম্বর ২০১৯ সালে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই প্রকল্পটি (Govt Scheme) শুরু করেছিলেন। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা অনেক ধরণের জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে অবগত নন (PM Mandhan Yojana).

PM Mandhan Yojana Benefits And Apply Process.

আর এই জন্যই তারা এই সকল সুন্দর প্রকল্প গুলোর লাভ নিয়ে উঠতে পারেন না। প্রধানমন্ত্রী দেশের সব ধরনের মানুষদের জন্যে নানা প্রকল্প নিয়ে এসেছে। শিশু থেকে শুরু করে বয়স্ক, কৃষক শ্রমিক সবার জন্যই প্রকল্প আছে। মোদিজি এবার অসংগঠিত শ্রমিকদের জন্য নানা রকমের প্রকল্প নিয়ে এসেছে। তার মধ্যে একটি হল প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা (PM Mandhan Yojana).

এই যোজনায় মাসে মাত্র 200 টাকা বিনিয়োগ করে বছরে 36000 টাকা পাওয়া সম্ভব। আপনি ভাবছেন কিভাবে তা হয় তাই তো? আজ আপনাদের এই শ্রমযোগী মানধন যোজনা নিয়ে আলোচনা করবো। আর এই প্রকল্পে একটু কষ্ট করে আপনারা এককালীন ভালো পরিমাণে টাকা পেতে পারবেন (PM Mandhan Yojana). এই সম্পর্কে আগে আরও বিস্তারিত চর্চা করা হল।

PM Mandhan Yojana

এই শ্রমযোগী মানধন যোজনা (PM Mandhan Yojana) প্রকল্পে 60 বছর বয়সের পর মাসে 3000 টাকা করে পেনশন পাবেন অসংগঠিত শ্রেণীর শ্রমিকরা। এছাড়া যদি সেই অসংগঠিত শ্রমিক কোনো করণ বসত মারা যায় তাহলে তার জীবনসঙ্গী অথবা নমিনিকে 50 শতাংশ টাকা দেওয়া হবে। যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাঁদের বয়স অনুযায়ি 55 200 টাকা পর্যন্ত প্রতি মাসে বিনিয়োগ করতে হবে।

তাহলে অবসরের পর এই প্রকল্পের মাধ্যমে বছরে 36 হাজার টাকা পেনশন পাবেন। এটি সুনিশ্চিত করেছে কেন্দ্র সরকার। কোন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যদি 40 বছর বয়স থেকে এই প্রকল্পে বিনিয়োগ করতে চায় তাহলে তাকে প্রতিমাসে 200 টাকা করে বিনিয়োগ করতে হবে। তাহলে 60 বছর বয়সের পর তিনি পেনশন পাবেন। এই পেনশন বাবদ তিনি মাসে 3 হাজার টাকা এবং বছরে 36 হাজার টাকা পাবেন (PM Mandhan Yojana).

Yogyashree Scheme (যোগ্যশ্রী প্রকল্প)

PM Mandhan Yojana আবেদনের শর্ত

  • এই প্রকল্পে আবেদন করার জন্যে আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত শ্রেণীর শ্রমিক হতে হবে।
  • এই প্রকল্পে যোগদানের জন্য আবেদনকারীকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীর মাসিক আয় 15 হাজার টাকা বা তার কম হতে পারে।
  • এই সম্পর্কে আরও জানতে www.mandhan.in.

পিএম কিষান যোজনা প্রকল্প নিয়ে মোদী সরকারের বড় পদক্ষেপ। আয় দ্বিগুণ হতে চলেছে?

কারা আবেদন করতে পারবেন না?

সংগঠিত ক্ষেত্রের কর্মী হলে বা EPF, NPS, ESIC র সদস্য হলে এখানে আবেদন করা যাবে না। যদি কোন ব্যক্তি আয়কর দিয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারবেন না। আবেদনকারীর আধার কার্ড। সেভিংস একাউন্টের ডিটেইলস, প্রকল্পে আবেদন করার পর থেকে আবেদন কারীকেপ্রতি মাসে বিনিয়োগ করতে হবে। 60 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে। এর মধ্যেই অনেক অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যেমন ফুটপাতের বিক্রেতা, রিক্সা চালক অনেকেই আবেদন করেছে।
Written by Ananya Chakraborty.

প্রকাশ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা! কে কে টাকা পাবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *