অর্থনীতি

PM SVANidhi: প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা। ব্যবসা করার জন্য ৫০,০০০ টাকা ঋণ কিভাবে পাবেন?

এবারে পিএম স্বানিধি যোজনা ঋণ প্রকল্পের (PM SVANidhi Yojana Loan Scheme) মাধ্যমে নতুন সুবিধা পাবে নাগরিকরা। দেশের জন সাধারণের জন্য একাধিক প্রকল্পের (Government Scheme) সূচনা করা হয়েছে। এবারে কেন্দ্রীয় সরকার নতুন একটি প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে উপকৃত হতে চলেছে ব্যবসায়ীরা। নতুন প্রকল্পটির নাম হল “পিএম স্বনিধি স্কিম”। এই স্কিমে আবেদন করলে আপনি ৫০ হাজার টাকার মতন ঋণ (Business Loan) পেতে পারেন কোন রকম গ্যারান্টি ছাড়াই।

Get Business Loan on PM SVANidhi Scheme

পিএম স্বানিধি স্কিম (PM SVANidhi) সূচনা করার প্রধান লক্ষ্য হলো, দেশের বেকারত্বকে একটু কমানো। দেশের শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে বেকারত্বের বোঝা যেন দিন দিন বেড়েই চলেছে। এই বেকারত্ব একজন যুবক যুবতীকে অনেকটাই মানসিকভাবে দুর্বল করে ফেলে। বর্তমানে চাকরির যে বেহাল অবস্থা, তাতে অনেকেই ব্যবসা শুরু করার কথা ভাবছেন।

PM Street Vendor’s AtmaNirbhar Nidhi

ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হয় মূলধনের, সেক্ষেত্রে অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যাদের পক্ষে ব্যবসার জন্য মূলধন জোগাড় করাটা খুবই সমস্যার, অনেক যুবক যুবতী ব্যবসা শুরু করলেও সেই ব্যবসাকে সম্প্রসারণ ঘটানোর জন্য প্রয়োজনীয় মূলধন তাদের কাছে থাকে না। এই অবস্থা দূরীকরণের জন্যই কেন্দ্রীয় সরকার PM SVANidhi প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার টাকা ঋণের ব্যবস্থা করছেন।

PM রাস্তার বিক্রেতার আত্মনির্ভর নিধি

আপনি কোন রকম গ্যারান্টি ছাড়াই এই ৫০ হাজার টাকা ঋণ পেতে পারেন, যার মাধ্যমে আপনি কোনো ছোট ব্যবসা শুরু করতে পারেন, ছোট ব্যবসাকে আরেকটু বড় করে তোলার চেষ্টাও করতে পারেন। অনেক মানুষ বেসরকারি জায়গা থেকে লোন নিতে কিছুটা ভয় পান, সেই দিক থেকে দেখতে গেলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আপনি খুব সহজেই লোন পেয়ে যেতে পারবেন।

আপনি যদি প্রত্যেক মাসে লোন পরিশোধ করতেন পারেন ঠিকঠাক ভাবে, তাহলে সরকার থেকে ভর্তুকির সুবিধা পেয়ে যাবেন আবেদনকারীরা। কেন্দ্রীয় সরকার এই PM SVANidhi Scheme-র প্রথম সূচনা করেন ২০২০ সালে করোনা কালীন সময় থেকে। বিশেষ করে করোনার সময় থেকে রাস্তাঘাটে তবু খাটিয়ে যে সমস্ত ব্যবসায়ীরা ছোটখাটো ব্যবসা করতেন, তাদের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল।

এর পরই কেন্দ্রীয় সরকার ২০২০ সালে PM SVANidhi-র সূচনা করেন। যেহেতু সম্পূর্ণ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে নতুন করে ব্যবসা শুরু করার মতন মূলধন ছিল না সেই সমস্ত ব্যবসায়ীদের হাতে, তাই এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোটখাটো ব্যবসায়ীদের হাতে ৫০ হাজার টাকা ঋণের (50000 Loan) সুযোগ করে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। এই ৫০ হাজার টাকার মাধ্যমে তাঁরা আবার নতুন করে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখতে পেরেছিল।

এই প্রকল্পের জন্য আবেদন (PM SVANidhi Online Apply) করলে আপনাকে একবারেই ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হবে না। প্রথমে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করে সেই লোন পরিশোধ করার পর, দ্বিতীয় পর্যায়ে আপনাকে ২০ হাজার টাকা লোন দেওয়া হবে। সেই লোন পরিশোধ করার পরে আপনি ৫০ হাজার টাকার লোন নেওয়ার যোগ্যতা অর্জন করবেন।

এই লোনের (PM SVANidhi Loan) টাকা পরিশোধের সময় পাবেন আপনি ১ বছর। প্রত্যেক মাসেই কিস্তি অনুসারে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। যদি আপনি ১ বছরের প্রত্যেকটি কিস্তিতে ঠিকঠাক মতন লোন পরিশোধ করতে পারেন, তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাকে ৭ শতাংশ ভর্তুকি দেওয়া হবে।

PM SVANidhi স্কিম অনলাইনে আবেদন করুন

১) আপনি অনলাইনে আবেদন করতে পারেন তার জন্য প্রথমে আপনাকে PM SVANidhi স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপরে গ্রাহককে “Apply Loan 10K” এই অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড পূরণ করতে হবে।
৪) এরপর “Request OTP” অপশনে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি OTP আসবে।

Gatidhara Prakalpa (গতিধারা প্রকল্প)

৫) এরপর স্ক্রিনে কয়েকটি বিকল্প অপশন আসবে তার থেকে আপনাকে নিজের ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
৬) আবেদন ফর্ম আসবে, সেটাকে সঠিকভাবে পূরণ করতে হবে।
৭) আপনার কাছে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট চাওয়া হবে সে গুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে।
৮) একবার সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিলাপ করেছেন কিনা তা যাচাই করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদন সম্পন্ন হবে।

পিএম আবাস যোজনা গ্রামীণ নতুন আবেদন। পিএম আবাস যোজনা লিস্ট চেক

আপনি যদি এই মুহূর্তে একটি ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন অথচ মূলধনের জন্য অপেক্ষা করছেন, তাহলে আর দেরি না করে প্রধানমন্ত্র স্বানিধি প্রকল্পে আবেদন করুন। আর পূর্বে উল্লেখিত সকল তথ্য মানলে তবেই এই টাকা পাওয়া যাবে, নইলে টাকা পেতে সমস্যা হবে গ্রাহকদের।
Written by Shampa debnath

Related Articles