অর্থনীতি

PM SVANidhi Yojana: 50 হাজার টাকা পাবেন সহজেই। পিএম স্বানিধি যোজনা দিচ্ছে গ্যারান্টি ছাড়া ঋণ!

এখনকার দিনে প্রত্যেক মানুষই আত্মনির্ভর হতে চাইছে। আর এই জন্য PM SVANidhi Yojana বা পিএম স্বানিধি স্কিমের মাধ্যমে নিজেদের হাত সাধারণ মানুষদের দিকে বাড়িয়ে দিলো কেন্দ্র সরকার। এইবারের বাজেটে (Budget 2024) অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের তরফে পিএম স্বানিধি প্রকল্পের (PM SVANidhi Scheme) মাধ্যমে ৫০০০০ টাকা পর্যন্ত তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ দেওয়ার কথা জানানো হয়েছে, যার মধ্যে আপনারা ৩৫০০ টাকা ছাড়ও পেতে পারবেন।

Get 50000 Rupees Instant Loan on PM SVANidhi Yojana 2024.

কেন্দ্র সরকার দেশের মানুষদের কল্যাণের কথা ভেবে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসে। আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের এমন এক প্রকল্পের কথা বলব যা দেশের যে সব মানুষ রাস্তায় ছোট ছোট ব্যবসা করে তাদের জন্যে। এই PM SVANidhi Yojana-র মাধ্যমে তাদের ব্যবসা (Business Loan) করার জন্যে আর্থিক ভাবে সাহায্য করা হয়। কি সেই প্রকল্প চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা ২০২৪

আমরা আপনাদের যে যোজনা সম্পর্কে বলব তার নাম স্বানিধি যোজনা (PM SVANidhi Yojana). যে সব মানুষ স্ট্রিট ভেন্ডার হিসেবে কাজ শুরু করতে চাইছেন কিন্তু নির্দিষ্ট পরিমান টাকার অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। আবার যারা এই পেশার সাথে যুক্ত কিন্তু ব্যবসা আরো বড় করতে চাইছেন মূলধনের অভাবে করতে পারছেন না তাদের জন্যে কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছে।

PM রাস্তার বিক্রেতার আত্মনির্ভর নিধি

এই PM SVANidhi Yojana-র মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের 50 হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। যদি এই ঋণ মেয়াদ শেষ হওয়ার আগেই মিটিয়ে দেওয়া হয় তাহলে 7% ভর্তুকি দেওয়া হয়। এক্ষেত্রে 50 হাজার টাকার 3500 টাকা ভর্তুকি পাওয়া যায়।

পিএম স্বানিধি স্কিম

2020 সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। তবে এই প্রকল্পে 50 হাজার টাকা প্রথমেই দেওয়া হয় না। এই 50 হাজার টাকা লোন পাওয়ার জন্য প্রথমে আবেদনকারীকে 10 হাজার টাকা লোন দেওয়া হয়, সেই লোন সময় মত শোধ করে দিলে। 20 হাজার টাকা লোন দেওয়া হয়। সেই টাকাও সময় মত শোধ করে দিলে 50 হাজার টাকার লোনের (PM SVANidhi Yojana Loan Scheme) জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা। এই টাকা 12 মাসের মধ্যে অর্থাৎ 1 বছরের মধ্যে শোধ করতে হয়।

Holiday (পশ্চিমবঙ্গে টানা ছুটি)

PM SVANidhi Yojana Apply Process

1) প্রথমে পিএম স্বানিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) সেখানে থাকা Apply Loan 10k অপশনে ক্লিক করতে হবে।
3) এরপরে একটি পেজ খুলে যাবে সেখানে আবেদনকারীর মোবাইল নম্বর এবং তার সাথে ওয়েবসাইটে থাকা ক্যাপচা কোড দিয়ে OTP এর জন্যে অনুরোধ করতে হবে ।
4) এরপরে আপনার দেওয়া মোবাইল নম্বরে OTP আসবে তা ঠিক জায়গায় বসিয়ে সাবমিট করতে হবে।

দাম বাড়িয়ে মহাচাপে Jio! এবারে নতুন সুবিধা ঘোষণা হল গ্রাহকদের জন্য

5) পরের পেজে আপনাকে জানাতে হবে আপনি কোন ধরনের স্ট্রিট ভেন্ডার।
6) সেখানে 3 টি অপশন দেওয়া আছে সেখান থেকে একটি বেছে নিতে হবে।
7) এরপরে যে সব তথ্য আপনার কাছে চাইবে তা স্ক্যান করে আপলোড করে দিতে হবে। তাহলেই আবেদন সম্পূর্ণ হবে।
8) এই ভাবেই আপনি বাড়িতে বসে 10 হাজার থেকে 50 হাজার টাকা পর্যন্ত PM SVANidhi Yojana লোনের জন্য আবেদন করতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *