ট্রেন্ডিং

PM Ujjwala Yojana 2024: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কিভাবে পাওয়া যাবে? উজ্জ্বলা যোজনা অনলাইনে আবেদন করুন

আমরা সকলেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana 2024) সম্পর্কে জানি। আর এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে গরীব মানুষদের বিনামূল্যে রান্নার গ্যাস (Free LPG Gas) দেওয়া হয়ে থাকে। আর কোটি কোটি গরীব মানুষদের খুবই সুবিধা হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পাওয়ার মাধ্যমে (Liquefied Petroleum Gas).

PM Ujjwala Yojana 2024 Online Registration

সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের রান্নার গ্যাসের দাম (PM Ujjwala Yojana 2024 LPG Gas Price) নিয়ে খুবই চিন্তা থাকে। এই জন্য সকলের জন্য উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন নিয়ে এসেছে সরকার। আর সকল গ্রাহকদের এই উজ্জ্বলা যোজনা অনলাইন আবেদন করুন তাড়াতাড়ি যাতে আপনাদের এই গ্যাস কেনার জন্য অল্প টাকা খরচ করতে হয়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস

বর্তমানে যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, তার ফলে একজন ব্যক্তির পক্ষে সমস্ত খরচ চালানোর পরে গ্যাস সিলিন্ডার কেনা অনেকটাই ব্যয় সাপেক্ষ ব্যাপার। যদিও সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হলেও উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana 2024) অন্তর্গত গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লিস্ট

উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana 2024) গ্রাহকদের প্রত্যেক মাসে সেই ভর্তুকির টাকা গ্রাহকদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়।এই পূজোর আবহে আরও কমানো হলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। সম্প্রতি রাজস্থান সরকার একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছেন, সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রেশন কার্ডধারীরা মাত্র ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন।

এতদিন পর্যন্ত এই সুবিধা পাচ্ছিলেন শুধুমাত্র উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana 2024) গ্রাহকরা, তবে এখন থেকে যে সমস্ত গ্রাহকদের রেশন কার্ড রয়েছে তাঁরা সবাই এই সুবিধা ভোগ করতে পারবেন। রাজস্থান সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর কিছুটা হলেও আর্থিক দিকটি সুরক্ষিত রাখা। আপনিও যদি রেশন কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এই সুবিধা পেয়ে যাবেন।

রাজস্থান সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, রেশন কার্ড গ্রাহকদের ৪৫০ টাকা গ্যাস সিলিন্ডার পাওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ নভেম্বর থেকে, এটি চলবে ৩০ শে নভেম্বর পর্যন্ত। যে সমস্ত গ্রাহকের রেশন কার্ড রয়েছে তাদের রেশন কার্ড এলপিজি গ্যাস কালেকশন আইডির সাথে লিংক করতে হবে (PM Ujjwala Yojana 2024). রেশন কার্ডধারীদের ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

Bank KYC (ব্যাঙ্ক কেওয়াইসি)

সুবিধাভোগীদের প্রথমে তাদের রেশন কার্ড এলপিজি আইডির সাথে লিঙ্ক করতে হবে। এরপর আবেদনকারীর আধার কার্ড, এলপিজি আইডি এবং রেশন কার্ড প্রয়োজন হবে। এই ডকুমেন্ট সহযোগে আবেদনকারীকে নিকটবর্তী রেশন ডিলার শিপে গিয়ে পয়েন্ট অফ সেল (POS) মাধ্যমে আবেদন করতে হবে। আধার কার্ড ও গ্যাস কানেকশনের বইয়ে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে।

আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আশা কর্মী নিয়োগ আবেদন করার নিয়ম জানুন

আর যদি আপনার মোবাইল নাম্বার না থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে। এই লিংক করা হলেই তবেই আপনি ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে পারবেন। ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার আবেদন করার পরে, আপনার আবেদন গণ্য করা হলে আপনার অ্যাকাউন্টে ৩০০ টাকা ভর্তুকি (PM Ujjwala Yojana 2024 Subsidy) পেয়ে যাবেন।
Written by Shampa Debnath

Related Articles