ট্রেন্ডিং

LPG Gas Price: রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন মাত্র 450 টাকায়। উজ্জ্বলা যোজনা অনলাইনে আবেদন করুন

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) নিয়ে গরীব ও মধ্যবিত্ত মানুষদের চিন্তা যে শেষই হচ্ছে না। কারণ প্রতিদিন অন্তর সকল জিনিসের সঙ্গে রান্নার গ্যাসের (Liquefied Petroleum Gas) দামও বেড়েই চলেছে। কিন্তু ডিসেম্বর মাসের শুরুতেই ফের একবারের জন্য গ্যাসের দাম নিয়ে নতুন খবর পাওয়া গেল। কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের (PM Ujjwala Yojana) সূচনা করেছেন।

Pradhan Mantri Ujjwala Yojana LPG Gas Price

এই প্রকল্প গুলোর মাধ্যমে দেশের জনসাধারণ বিভিন্নভাবে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের জন্য যেমন কেন্দ্রীয় সরকার রেশন প্রকল্পের ব্যাবস্থা করেছেন, যার মাধ্যমে তারা রেশন থেকে বিনামূল্যে খাদ্য দ্রব্য পেয়ে থাকেন। অনুরূপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের জন সাধারণের জন্য স্বল্প মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) দেওয়ার পরিকল্পনা করেছেন।

উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস

যে সমস্ত ব্যক্তির রেশন কার্ড রয়েছে, তাদের জন্যই রয়েছে সুখবর। এবার থেকে রেশন কর্ডধারীরা মাত্র ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। এতদিন পর্যন্ত শুধুমাত্র উজ্জ্বলা যোজনার অন্তর্গত উপভোক্তারা এত স্বল্প মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) পেতেন। বর্তমানে ৩৭ লক্ষ পরিবার এই উজ্জ্বলা যোজনার অন্তর্গত রয়েছেন।

রান্নার গ্যাসের দাম কত আজকে

অন্য দিকে NFSA-র আওতায় দেশের ১ কোটির বেশি পরিবার রয়েছে। এদের মধ্যে থেকে যোগ্য রেশন কার্ডধারী রয়েছে প্রায় ৬৮ লক্ষ পরিবার। তারাই মাত্র ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এতদিন যে সমস্ত নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী মূল্যে কিংবা বিনামূল্যে খাদ্য দ্রব্য বন্টন করা হতো রেশনে, তাদের মধ্য থেকে যোগ্য রেশন কার্ডধারী পরিবার গুলো এই সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রথমত, আপনাকে রেশন কার্ডের সঙ্গে এলপিজি আইডি লিঙ্ক করাতে হবে। দ্বিতীয়ত, রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি পূরণ করতে হবে। এই ই-কেওয়াইসি জমা না দিলে আপনি অল্প মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য আবেদন করতে পারবেননা (LPG Gas Price). আপনার এই দুটি কাজ সম্পন্ন হওয়ার পর আপনি ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

LPG Gas Price (রান্নার গ্যাসের দাম কমলো)

পিএম উজ্জ্বলা যোজনা আবেদন পদ্ধতি ও নথিপত্র

আধার কার্ড, গ্যাস ডায়রি এবং রেশন কার্ড, পাস বুক এবং পাসপোর্ট সাইজ ফটো। আবেদনকারীদের প্রথমে নিকটবর্তী রেশন দোকানে গিয়ে পয়েন্ট অফ সেল (POS) এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন (LPG Gas Price). আপনার এলপিজি আইডির সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে।

জীবন প্রমাণ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নতুন অনলাইন পদ্ধতি জানুন

যদি আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে। বছরে আপনি ১২ টি সিলিন্ডার পেয়ে যাবেন, শুধুমাত্র ৪৫০ টাকায়। ৩০০ টাকা ভর্তুকি আপনার অ্যাটাচ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে মধ্যবিত্তের পক্ষে সংসার খরচ চালানো অনেকটাই কষ্ট সাধ্য। কেন্দ্রীয় সরকারের এই অভিনব উদ্যোগের ফলে উপকৃত হবেন সাধারণ জনগণ।
Written by Shampa debnath

Related Articles