Ayushman Bharat Yojana: আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। আবেদন করলেই নতুন সুবিধা
আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) হল বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সুরক্ষা যোজনা (Health Insurance Scheme). আর এই প্রকল্পের মাধ্যমে সকলকে ৫ লাখ টাকার পর্যন্ত চিকিৎসার (Free Treatment) সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে আর এবারে এই প্রকল্প নিয়ে দারুন খবর পাওয়া গেল। প্রধানমন্ত্রী দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের (Government Scheme) সূচনা করেছেন।
Ayushman Bharat Yojana 2024
প্রবীন নাগরিকদের জন্য সূচনা করা আয়ুষ্মান যোজনা প্রকল্প অনেকটাই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। বর্তমানে আয়ুষ্মান যোজনা প্রকল্প আরোও ব্যাপক হারে বিস্তার ঘটেছে। দুই সপ্তাহের মধ্যে আয়ুষ্মান যোজনা প্রকল্পে প্রায় ৫ লক্ষের মতন আবেদনপত্র জমা পড়েছে। মাত্র দুই সপ্তাহ আগে আয়ুষ্মান ভারত প্রকল্পে ৭০ বছর ও তার ঊর্ধ্বে নাগরিকদের জন্য PMJAY Ayushman Bharat Yojana ঘোষনা করেন। এই দুই সপ্তাহের মধ্যে এত সাফল্য লাভ ঘটবে এই প্রকল্পের এটা ছিল কল্পনার অতীত।
আয়ুষ্মান ভারত যোজনা ২০২৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সূচনা করা আয়ুষ্মান ভারত যোজনা এটি একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হয়ে থাকে। বর্তমানে যে হারে চিকিৎসার খরচ হয়েছে, তারপরে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে সে চিকিৎসার খরচ ব্যয় করা অনেকটাই অসম্ভব, তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) মাধ্যমে সে সমস্ত পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।
Pradhan Mantri Jan Arogya Yojana
২০১৮ সালের মোদি সরকার এই প্রকল্পের সূচনা করেন, তবে দু সপ্তাহ আগে ৭০ বছরের মধ্যে নাগরিকদের জন্য PMJAY Ayushman Bharat Yojana ঘোষণা করার পরে যেন আরও ব্যাপক হারে আবেদন পত্র জমা পড়েছে এই প্রকল্পে। ন্যাশনাল হেলথ অথরিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই দুই সপ্তাহের মধ্যে মধ্যপ্রদেশ থেকে সর্বাধিক বেশি আবেদনপত্র জমা হয়েছে, যার পরিমাণ ১.৬৬ লাখ। এরপর রয়েছে কেরালা (১.২৮ লাখ), উত্তরপ্রদেশ ৬৯,০৪৪এবং গুজরাট ২৫,৪৯১।
আয়ুষ্মান ভারত যোজনা অনলাইন আবেদন
আয়ুষ্মান ভারত প্রকল্পের এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে ই-কেওয়াইসি পূরণ করতে হবে তারপরেই এই ওয়েবসাইট থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদনপত্র পেয়ে যাবেন সেটা সঠিকভাবে পূরণ করুন। ডকুমেন্ট হিসেবে আধার কার্ড, বয়সী প্রমাণপত্র, বাসস্থানে প্রমাণ পত্র, পারিবারিক আয়ের প্রমাণপত্র, ফটো, ব্যাঙ্কের পাস বুক ইত্যাদি ডকুমেন্ট আপলোড করে স্ক্যান করতে হবে।
এরপরই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনপত্র সম্পন্ন হবে। কেন্দ্রীয় সরকার দ্বারা আপনার এই আবেদন পত্র যাচাই করা হবে। আপনি যদি এই আবেদনের জন্য গ্রহণযোগ্য হন তাহলে আপনার আবেদন মঞ্জুর করা হবে। এরপর আপনি নিজেই অনলাইন থেকেই আয়ুষ্মান ভারত ডিজিটাল কার্ড ডাউনলোড (Ayushman Bharat Digital Card) করতে পারবেন।
অতিরিক্ত ৫ দিন ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। কারা ও কিসের জন্য পাবে?
এই আয়ুষ্মান ভারত ডিজিটাল কার্ড আপনাকে ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ছাড় দেবে, যেটা একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে অনেকটাই আর্থিক সুরক্ষার জায়গা। আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পে (Ayushman Bharat Yojana) এই সুবিধা পাওয়ার মাধ্যমে সকলের খুবই সুবিধা হতে চলেছে। এই সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa debnath