PMJDY Zero Balance Account: প্রধানমন্ত্রী জন ধন যোজনা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে নতুন কি সুবিধা পাবেন?
দেশের কোটি কোটি প্রধানমন্ত্রী জন ধন যোজনা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট (PMJDY Zero Balance Account) গ্রাহকদের জন্য ১০ বছর পূর্তি উপলক্ষে বড় সিদ্ধান্ত নেওয়া হল। আমাদের দেশে এখনো বহু মানুষ আছে যাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) নেই। এর কারন হল এখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Savings Account) খুলতে গেলে মিনিমাম ব্যালেন্স (Minimum Balance) লাগে এই টাকা অনেক গরিব মানুষের কাছেই থাকে না। কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার।
PMJDY Zero Balance Account Open to Get Rupay Debit Card
এবার এই রকম মানুষদের জন্য কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে। সবাই যাতে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারে সে জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এই লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্ট (PMJDY Zero Balance Account). 2014 সালে 15 ই আগস্ট এই স্কীম চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi). এই স্কীমটিতে বীমার (Insurance) সুবিধাও পাওয়া যায়। এই অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না। এটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট (Zero Balance Account).
প্রধানমন্ত্রী জন ধন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রধানমন্ত্রী জন ধন যোজনা হল একটি সাশ্রয়ি মূল্যে মৌলিক সঞ্চয় এবং আমানত অ্যাকাউন্ট। এটি একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি এই অ্যাকাউন্টে কোনো টাকা না রাখেন তাহলেও অ্যাকাউন্ট চলবে। এছাড়া এই অ্যাকাউন্টের (PMJDY Zero Balance Account) মাধ্যমে বেশ কিছু আর্থিক সুবিধাও পাওয়া যায়। যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবে। সর্বোচ্চ 50 হাজার টাকা পর্যন্ত জমা রাখা যায়। তবে এই অ্যাকাউন্ট খোলার জন্যে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।
PMJDY Zero Balance Account Opening Criteria
1) অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 59-র মধ্যে।
2) এই অ্যাকাউন্ট থেকে মাইক্রো বীমার সুবিধা পাওয়া যায়।
3) এখানে আমানতের উপরে সুদ আর্জিত হয়।
4) এতে জীবন বীমার সুবিধা পাওয়া যায় তবে এটি পরিবারের একজনই পাবেন।
5) PMJDY Zero Balance Account-র সঙ্গে ATM Card দেওয়া হয়।
6) একই পরিবারের একাধিক মানুষের এই অ্যাকাউন্ট থাকলেও এই Rupay ATM Card শুধু একজনই ব্যবহার করতে পারবেন।
7) এই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে জীবন বীমা শুরু হয়ে যায়।
8) এতে কভার দেওয়া হয় 2 লক্ষ টাকা।
9) তবে এই জীবন বীমা (PMJDY Zero Balance Account Insurance) ততদিন কার্যকর থাকবে যতদিন Rupay Card বৈধ্য থাকবে।
10) তবে এই জীবন বীমার (Rupay Insurance) সুবিধা সবাই পাবে না।
11) যারা সরকারি বা বেসরকারি চাকরিজীবি, অবসর প্রাপ্ত কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এই জীবন বীমার সুবিধা পাবেন না।
সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়মে বড় পরিবর্তন! অ্যাকাউন্ট থাকলে আজই জেনে নিন
12) যারা আয়কর দেন বা আয়কর রিটার্ন জমা দেন তাদের পরিবারের সদস্যরা এই সুবিধা পাবেন না।
13) ব্যাঙ্কের অন্য কোনও স্কিম থেকেও জীবন বীমা বা প্রধানমন্ত্রী জন ধন যোজনায় কভার করার মধ্যে একটিকে বেছে নেওয়ার সুবিধা দেওয়া হয়।
14) তারা শুধুমাত্র একটি PMJDY Zero Balance Account থেকেই সুবিধা পেতে পারবেন।
Written by Ananya Chakraborty.