PMJJBY Scheme – প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি? সুবিধা ও আবেদন পদ্ধতি দেখুন
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা প্রকল্প বা PMJJBY Scheme ৯ ই মে ২০১৫ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা থেকে এই শুভারম্ভ ঘোষণা করেন। বর্তমানে প্রতিটি মানুষেরই জীবন বীমা কভারেজ (Life Insurance Coverage) নেওয়া জরুরী। কার জীবনে কখন কিভাবে বিপদ নেমে আসবে তা কেউ বলতে পারে না। তাই এমন বিপদ যদি আসে তাহলে যাতে পরিবারের বাকি লোক গুলোকে আর্থিক সমস্যার সম্মুখীন না হয় তার জন্যে জীবন বীমা নেওয়া উচিৎ।
PMJJBY Scheme Benefits Online Apply and Premium.
সরকারি ও বেসরকারি অনেক রকমের জীবন বীমা (Life Insurance) আছে। এমন অনেক মানুষ আছে যারা LIC বা অন্যান্য বেসরকারি সংস্থা এর জীবন বীমা কিনতে পারে না বেশি পলিসির প্রিমিয়াম (Policy Premium) এর কারনে। আজ আপনাদের সাথে এমন একটি জীবন বীমা পলিসি (Life Insurance Policy) নিয়ে আলোচনা করবো যেখানে বার্ষিক প্রিমিয়াম (PMJJBY Premium) কম আর কভারেজও বেশি।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ২০২৪
এই পলিসির নাম হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। 2015 সালে ভারত সরকার এই বীমার শুভ সূচনা করেন। LIC সহ বিভিন্ন বীমা কোম্পানি গুলোর আর ব্যাংকের সহযোগিতায় ভারত সরকার এই বীমা প্রকল্প (Insurance Scheme) চালু করেন। চলুন এই জীবন বীমা সম্পর্কে বিস্তারিত জেনে নিন (PMJJBY Scheme Details). কিভাবে আবেদন করবেন? কারা কারা আবেদন করতে পারবেন? কি কি সুবিধা আছে এই সব।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি?
2015 সালে সমীক্ষার মাধ্যমে দেখা গিয়েছিল যে সেই সময় দেশের মাত্র 20% ব্যক্তির জীবন বীমা কভারেজ ছিল। কারন LIC সহ অন্যান্য বেসরকারি সংস্থা থেকে জীবন বীমা কভারেজ নেওয়ার জন্যে মানুষদের বেশি প্রিমিয়াম দিতে হত। তাই এই কথা ভেবেই 2015 সালে এই জীবন বীমা কভারেজ চালু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল নিম্নবিত্ত পরিবার গুলো যাতে জীবন বীমা কভারেজ (PMJJBY Certificate Download) নিতে পারে।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা
এই জীবন জ্যোতি বীমা যোজনা ভারত সরকার (Government of India) পরিচালনা করছে। এই বীমার শুভ সূচনা 2015 সালে করে ভারত সরকার। দেশের সব নাগরিকরাই এর সুবিধা নিতে পারবে। 18 বছর থেকে 50 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এই পলিসির মেয়াদ 1 বছর প্রতি বছর PMJJBY Renewal করতে পারবেন। এই যোজনার বার্ষিক প্রিমিয়াম 436 টাকা। বীমা কভারেজ দেওয়া হয় 2 লক্ষ টাকা।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার শর্ত
- আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আপনার বয়স 18 থেকে 55 এর মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই পোস্ট অফিস অথবা ব্যাংকের বই থাকতে হবে।
- একাধিক ব্যাংকে বই থাকলে গ্রাহকরা শুধু মাত্র একটি একাউন্টের মাধ্যমেই এই সুবিধা পাবে।
- জয়েন্ট একাউন্ট (Joint Account) থাকলে এই সুবিধা নিতে পারবেন (PMJJBY Premium 436 Plan Details).
- এই যোজনায় আবেদন করার জন্য আপনার ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক (Bank Account Aadhaar Link) করা থাকতে হবে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কভারেজ
এই বীমার মেয়াদ শুরু হয় 1লা জুন থেকে পরের বছরের 31শে মে পর্যন্ত। প্রতি বছর 1লা জুন বা তার আগে গ্রাহকদের ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়। এই জীবন জ্যোতি বীমা যোজনায় নাম নথিভুক্ত করা ব্যক্তি যদি মারা যায় তাহলে 2 লক্ষ টাকা পর্যন্ত কভারেজ (PMJJBY Coverage upto 2 Lakhs) পাবেন। এক্ষেত্রে কোনো রকমের স্বাস্থ্য রিপোর্ট বা সার্টিফিকেট জমা দিতে হবে না।
তবে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে বীমা কেনার 30 দিনের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে এই কভারেজের সুবিধা (PMJJBY Benefits) নিতে পারবে না। এই সময়কে লোক ইন পিরিয়ড (Lock in Period) বলা হয়। এই সময় মত কোনো দাবি গ্রাহ্য হবে না। আর এই জীবন জ্যোতি বীমা যোজনার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেওয়ার দরকার।
PMJJBY Age Limit and PMJJBY Premium
সাধারন 18 থেকে 50 বছর অব্দি এই কভারেজ পাওয়া যায় এবং এই বয়সী মানুষরা এই আবেদন করতে পারবেন। তবে অটো ডেবিট প্রক্রিয়ার মাধ্যমে 55 বছর পর্যন্ত এই কভারেজ পাওয়া যাবে। প্রতি বছর 436 টাকা করে বার্ষিক প্রিমিয়াম দিতে হয়। এটি একটি টার্ম ইন্সুরেন্স (Term Insurance) তাই এই টাকা ফেরত পাওয়া যায় না। প্রদত্ত প্রিমিয়ামের উপরে 80C ধারা অনুযায়ি কর ছাড় দেওয়া হয়। প্রধানমন্ত্রী জন ধন একাউন্ট (PMJDY Account) থেকেও এই সুবিধা নেওয়া যেতে পারে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ফর্ম ফিলাপ
এই বীমার (PMJJBY Means) সুবিধা নেওয়ার জন্য আপনাদের ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে এই বীমা প্রকল্প সম্পর্কে জেনে নিতে পারবেন এবং নিজেরা এই Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana নিয়ে সব জেনে সিদ্ধান্ত নেবেন। সেখান থেকে তারা আপনাকে গাইড করে দেবে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে।
ভারতের ধনীদের টাকা জমানোর Investment Plan. সবাই কোটিপতি! আপনিও কি টাকা জমাবেন?
কিভাবে PMJJBY বীমা দাবি করতে হয়?
প্রথমে, যিনি নমিনি রয়েছেন তাকে পলিসিধারী যে ব্যাংক বা পোস্ট অফিসে একাউন্ট রয়েছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে পলিসিধারী ব্যক্তির মৃত্যুর সার্টিফিকেট, একাউন্টের জেরক্স ও ইন্সুরেন্স ক্লেম করার ফর্ম জমা করতে হবে। তাহলে কাজ হয়ে যাবে। সব ঠিক মত দেখে নিয়ে ব্যাংক বা পোস্ট অফিসের তরফ থেকে আপনাকে বীমার টাকা দিয়ে দেওয়া হবে।
Written by Ananya Chakraborty.