Govt Scheme – বিনা পরিশ্রমে 6000 টাকা প্রতিমাসে পাবে মহিলারা। ভবিষ্যৎ নিয়ে চিন্তার দিন শেষ।
সাধারন মানুষদের জন্যে রাজ্য সরকার কেন্দ্র সরকার সবাই নানা রকমের প্রকল্প (Govt Scheme) নিয়ে আসে সব সময়। সেই সব প্রকল্প গুলোর মধ্যে দিয়ে নানা রকমের সুবিধা পেয়ে থাকে সাধারন মানুষ। আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের মহিলাদের জন্যে চালু করা কয়েকটি প্রকল্পের কথা বলব যার মাধ্যমে মহিলারা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে।
Govt Scheme For Womens In India.
চলতি বছরে বাজেটেও মহিলাদের হাত শক্ত করার জন্যে অনেক কিছু ঘোষনা করেছেন। চলুন সেই সব প্রকল্প (Govt Scheme) গুলো সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। আর এই সকল প্রকল্প গুলোর মধ্যে যে কোন একটিতে আবেদন করলেই সকল মহিলাদের অনেক ধরণের ইচ্ছা পূরণ হতে পারে। তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
MSSC Govt Scheme
কেন্দ্র সরকার মহিলাদের জন্যে একটি সেভিংস একাউন্ট চালু করেছে। যেখানে টাকা বিনিয়োগ করলে দারুন সুদ পাবেন। আপনার এই একাউন্ট সর্বনিম্ন 1000 থাক থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আর এই স্কীমে 2 বছরের মেয়াদের বিনিয়োগ করলে 7.5 শতাংশ হারে সুদ দেওয়া হবে। এছাড়া কোনো জরুরী পরিস্থিতি এলে টাকা তুলতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে তা মানতে হবে।
PMVVY Govt Scheme
দেশের গরিব মধ্যবিত্ত গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এই মাতৃ বন্দনা যোজনা চালু করেছে। গর্ভবতী মায়েদের নগদ 6 হাজার টাকা দেওয়া হয়। তিন ভাগে এই টাকা দেওয়া হয়। সন্তান জন্মানোর আগে প্রথম কিস্তিতে 1 হাজার টাকা, তারপরে দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে 2 হাজার টাকা এবং সন্তান জন্মানোর পরে 1 হাজার টাকা দেওয়া হয়।
SSY Govt Scheme
এটি হল একটি টাকা সঞ্চয়ের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মেয়ে সন্তানের অভিভবকরা তাদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য এই স্কীমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এই স্কীমে অনেক মোটা হারে সুদ দেওয়া হয়। 15 বছরের মেয়াদে এই প্রকল্পে 250 টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এক্ষেত্রে 8.2 শতাংশ হারে সুদ দেওয়া হয়। সন্তানের বয়স যখন 21 বছর হবে তখন এই টাকা তুলে নেওয়া যাবে।
মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমলো। নতুন দাম শুনে খুশি গরীব মধ্যবিত্ত।
Lakhpati Didi Yojana Govt Scheme
এই প্রকল্পের লক্ষ্য হল মেয়েদের স্বাবলম্বী করে তোলা। মোদিজি দেশের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং ব্যবস্থা করেছেন। এই স্কীমের মাধ্যমে মহিলাদের বিভিন্ন ধরণের ট্রেনিং দেওয়া হবে যাতে তারা নিজেরা কাজ করে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।
Written By Tithi Adak.
ভোটের মুখে মহিলাদের জন্য 5টি নতুন প্রকল্প। কি কি সুবিধা পাবেন জেনে নিন।