প্রকল্প

PMSYM Yojana: প্রতিমাসে ৩০০০ টাকা পেনশন! পিএম মানধন যোজনা দিচ্ছে এই সুবিধা

এবারে প্রতিমাসে ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে। সরকারের তরফে দেশের সকল গরীব মধ্যবিত্ত মানুষদের জন্য PMSYM Yojana বা প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার (PM Mandhan Yojana) মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে। নাগরিকদের জীবনযাত্রার উন্নতি করার জন্য সরকারের তরফে নানা ধরণের প্রকল্প (Government Scheme) নিয়ে আসা হয় (PM Kisan Mandhan Yojana).

PM Mandhan PMSYM Yojana Provide 3000 Rupees Pension

যতদিন পর্যন্ত সকলের শারীরিক সক্ষমতা বজায় থাকে ততক্ষণ পর্যন্ত আমরা সকলেই কাজ করে উপার্জন করে নিতে পারি। আর বয়স হয়ে গেলে সকলেই আর উপার্জন করার মত অবস্থায় থাকি না। আর এই জন্যই সরকারের তরফে PMSYM Yojana-র মাধ্যমে প্রতিমাসে ৩০০০ টাকা দেওয়ার মত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার (Government of India).

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা

দেশের কৃষকদের জন্যে বহু যোজনা চালু করেছে কেন্দ্র সরকার। আজ এমনই একটি প্রকল্প নিয়ে আপনাদের বলব। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। তাই কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য নানা রকমের প্রকল্প চালু করেছেন। এমন একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (PMSYM Yojana). এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের 60 বছরের পর থেকে 3000 টাকা করে পেনশন দেওয়া হয়।

মানধন যোজনায় আবেদনের নথিপত্র

আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই, পরিচয় প্রমান, ভোটার কার্ড, ঠিকানার প্রমান, ফোন নাম্বার, পাসপোর্ট ছবি ইত্যাদি। আর যেহেতু এই প্রকল্পটি শুধুমাত্র কৃষকদের জন্য সেই কারণের অন্য কেউ এই PMSYM Yojana তে আবেদন করতে পারবেন না। আর তাহলে এই স্কিমে আবেদন করার জন্য আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

মানধন যোজনায় আবেদনের যোগ্যতা

  • 2 হেক্টর পর্যন্ত জমির মালিকানাধীন কৃষক হতে হবে।
  • মাসিক আয় 15 হাজারের নিচে থাকতে হবে।
  • বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে।
  • করদাতা হবে আবেদন করতে পারবেন না।
  • EPFO, NPS, ESIC-র সদস্য হলে চলবে না।

পিএম কিষান মানধন যোজনার অনলাইন আবেদন পদ্ধতি

1) প্রথমে আফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।
2) সেল্ফ এনরোলমেন্টে ক্লিক করুন।
3) আপনার মোবাইল নাম্বারে পাঠান OTP ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।
4) এরপর সব তথ্য দিয়ে ঠিক মত আবেদনপত্র পূরণ করে জমা দিন।

Jio Recharge Plans (জিও নতুন প্ল্যান)

কিষান মানধন যোজনা অফলাইন আবেদন পদ্ধতি

1) আপনি আপনার কাছের জন সেবা কেন্দ্রে গিয়ে আবেদন করুন।
2) প্রয়োজনীয় নথি জমা দিন আর রেজিস্ট্রেশন করুন।
3) সব ঠিক থাকলে আপনার নাম নথিভুক্ত করা হবে।
4) আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসে ই-ম্যান্ডেটের মাধ্যমে প্রিমিয়াম (PMSYM Yojana Premium) কাটা হবে।

UPI-র মাধ্যমে লেনদেনে নিয়ম বদল! না জানলে সমস্যায় সমস্যা গ্রাহকদের

How Much Premium you will Pay to Get 3000 Pension

PMSYM Yojana আবেদনকারীকে মাসে 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা দিতে হবে। আবেদন করার বয়স 20 থেকে 42-র মধ্যে। 60 বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে তারপরে 60 বছর বয়সের পর থেকে 3000 টাকা পাবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুনে এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles