ট্রেন্ডিং

আধার কার্ড গ্রাহকদের সস্তায় LPG গ্যাস সিলিন্ডার দিচ্ছে! কিভাবে পাবেন দেখুন

রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে দারুণ খবর। দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের রান্নার গ্যাসের দাম (Liquefied Petroleum Gas) নিয়ে চিন্তায় রাতের ঘুম আসে না! কারণ প্রত্যেক দিন এই দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আর এই কারণের জন্য কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনা (PMUY Scheme) নিয়ে এসেছে। আর এই যোজনা গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আমরা আজকে জেনে নেওয়া যাক (Pradhan Mantri Ujjwala Yojana).

Get Cheap LPG Cylinder on PMUY Scheme.

যত দিন যাচ্ছে তত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। দোকানে মাসকাবারি বাজার থেকে শুরু করে সব্জি, প্রসাধনী সামগ্রী, রান্নার গ্যাস (LPG) সব কিছুরই দাম বেড়েছে যার ফলে হিম সিম খেতে হচ্ছে সাধারন মানুষদের। এই সব জিনিসের মধ্যে একটি প্রধান জিনিস হল গ্যাস সিলিন্ডার (Gas Cylinder). এটির দাম বিগত কয়েক বছরে অনেকটা বেড়েছিল। যারা ফলে চাপে পরে গিয়েছিল সাধারন মানুষ।

রান্নার গ্যাসের দাম

কারন এখন গ্রাম থেকে শহর প্রায় প্রতিটি বাড়িতেই থাকে গ্যাস সিলিন্ডার। উনোনে রান্না এখন মহিলারা ভুলেই গিয়েছেন। তাই গ্যাস সিলিন্ডার যদি না থাকে তাহলে রান্না করা দুষ্কর হয়ে ওঠে মহিলাদের পক্ষে। তবে যাতে মহিলারা কম দামে গ্যাস কিনতে পারে তার জন্যে কেন্দ্র সরকার একটি প্রকল্প (PMUY LPG Gas) চালু করেছে অনেক দিন আগেই এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana).

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৪

বিগত কয়েক বছরে রান্নার গ্যাসের দাম 1000 টাকা পার হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। আর যারা এই উজ্জ্বলা যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা আরো কম দামে পাচ্ছে। 900 টাকারও কমে পাচ্ছে তারা রান্নার গ্যাস। এই প্রকল্পের (Ujjwala Scheme) আওতায় আপনিও যদি নাম নথিভুক্ত করতে চান তাহলে আবেদন করে ফেলুন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কবে চালু হয় ও কেন?

১ লা মে ২০১৬ সালে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই প্রকল্পের শুভ সূচনা করেন। আর এই প্রকল্প মূলত মহিলাদের উনুনের ধোঁয়ার হাত থেকে হওয়া শারীরিক ক্ষতির থেকে বাঁচানোর জন্য নিয়ে আসা হয়েছিল এবং এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে কয়েক কোটি মহিলার অনেক সুবিধা হয়েছে।

উজ্জ্বলা গ্যাস প্রকল্পে আবেদন

আবেদন করার জন্য লাগবে কয়েকটি নথি। আর আবেদন করার পর আবেদন পত্র গ্রাহ্য হলে বিনামূল্যে আপনার বাড়িতে গ্যাস কানেকশন (LPG Gas Connection) পৌছে যাবে। আর এই কারণের জন্য যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারেননি তারা অবশ্যই এই আবেদন এখনই শেষ করে ফেলুন। তার আগে দেখে নিন আবেদন পদ্ধতি।

E Shram Card (ই শ্রম কার্ড)

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার নথিপত্র

  • এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।
  • আধার কার্ড।
  • আবেদনকারী মহিলাকে BPL তালিকা ভুক্ত হতে হবে।
  • বয়স 18 এর বেশি হতে হবে।
  • ĶYC যুক্ত ব্যাংক একাউন্ট লাগবে।
  • আর আবেদনকারি মহিলার নামে কোন গ্যাসের কনেকশন থাকবে না।

ফিক্সড ডিপোজিটে সুদের হার কোন ব্যাংকে বেশি? সর্বশেষ রেট দেখে নিন

উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস প্রকল্পে আবেদন করবেন কিভাবে?

এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্যে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে LPG অপশন বেছে নিতে হবে। তারপরে একটি ফর্ম আসবে তা পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর ডিস্ট্রিবিউটর এর কাছে যেতে হবে। আবেদন পত্র গ্রাহ্য হলে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) পেয়ে যাবেন বাড়িতে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *