অর্থনীতি

একাউন্ট বন্ধ হয়ে যাবে! PNB গ্রাহকদের ৩০শে জুনের আগে এই কাজ করার নির্দেশ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের (PNB Customers) জন্যে বড় খবর। এই চলতি মাসেই বন্ধ হয়ে যেতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank Account) বহু গ্রাহকদের একাউন্ট! কিন্তু কেন এই ঘটনা ঘটতে পারে? দেশের দ্বিতীয় সর্ব বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হন পিএনবি, এক পরিসংখ্যান অনুসারের বর্তমানে এই ব্যাংকে ২৫ কোটির বেশি মানুষের ব্যাংক একাউন্ট (Savings Account) আছে। কিন্তু কেন বন্ধ হবে একাউন্ট? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Many PNB Bank Account Close After 30th June 2024.

PNB এবার তাদের গ্রাহকদের জন্যে সতর্ক বার্তা জারি করল। এই সতর্ক বার্তায় চলতি মাসের শেষেই বন্ধ হতে পারে বহু PNB Account. এর আগেও এই নির্দেশিকা জারি করেছিল ব্যাংক। আর আবারও এই নির্দেশিকা জারি করল ব্যাংক। তবে একটি কাজ করলে একাউন্ট গুলো আর বন্ধ হবে না। কোন একাউন্ট গুলো বন্ধ হবে এবং কি কাজ করলে একাউন্ট গুলো আবার চালু হবে? এই সব আজ জানব।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একাউন্ট কেন বন্ধ হবে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নির্দেশিকায় জানিয়েছে ব্যাংক এর যে সব গ্রাহকদের একাউন্ট (PNB Account) গুলো বিগত 3 বছর ধরে লেনদেন করা হয়নি সেই একাউন্ট গুলো (Bank Account) বন্ধ করে দেওয়া হবে। আর এরকম ব্যাংক একাউন্টের সংখ্যা খুব একটা কম নয় বলেই মনে করা হচ্ছে। কিন্তু যারা এই সম্পর্কে জানেন না আর এছাড়াও একাউন্ট বন্ধ হলে কি করে ফের চালু করবেন সেই সম্পর্কে জেনে নিন।

পিএনবি একাউন্ট চালু রাখার জন্যে কি করতে হবে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে অতি স্বত্বর এই একাউন্ট গুলোতে যদি লেনদেন চালু করা না হয় তাহলে একাউন্ট গুলো বন্ধ হয়ে যাবে ব্যাংক এর যে একাউন্ট গুলোতে ব্যালেন্স 0 থাকবে এবং 3 বছর ধরে একাউন্ট গুলো লেনদেন বিহীন অবস্থায় পরে থাকবে সে গুলো বন্ধ হবে। তাই গ্রাহকরা যদি তাদের এই সব একাউন্ট (PNB Account) চালু রাখতে চায় তাহলে তাদের যে কোনো পরিমান টাকা লেনদেন করতে হবে।

আগামী 30 শে জুনের মধ্যে করতে হবে এই কাজ। আর 30 শে জুনের মধ্যে কাজ না সাড়লে নিষ্ক্রিয় করে দেওয়া হবে একাউন্ট গুলো। আর এই জন্য সকল গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে আপনারা একবার হলেও নিজেদের ব্যাংকের ব্রাঞ্চে বা অনলাইনের মাধ্যমে একাউন্টের আপডেট (PNB Account Update) সম্পর্কে জেনে নেবেন। এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নিন।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?

গ্রাহকদের একাউন্ট বন্ধ করে তাদের কি লাভ হবে এই প্রশ্ন অনেকেই তুলেছেন। এই প্রসঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এক্স (X) হ্যান্ডেলে বলা হয়েছে বর্তমানে সাইবার ক্রাইমের পরিমান বেড়ে যাওয়ায় এই অব্যবহৃত একাউন্ট গুলোকে ব্যবহার করে অনৈতিক কাজ কর্ম চলছে। এই অপব্যবহার বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক। গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করে 15 দিন পর পর নোটিস জারি করা হচ্ছে।

PM Vishwakarma Yojana (প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা)

কোন PNB Account এর ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর নয়?

PNB এর তরফ থেকে জানান হয়েছে 30 শে জুন এর পর থেকে লেনদেন বিহীন একাউন্ট গুলো বন্ধ করে দেওয়া হবে। তবে এই নির্দেশিকা কিছু কিছু একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিম্যাট একাউন্টের (Demat Account) সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাউন্ট লিঙ্ক করা থাকলে এই একাউন্ট গুলো বন্ধ হবে না। আর এর ফলে কিছুটা স্বস্তিতে গ্রাহকরা।

রাজ্যে 13000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। আবেদন কবে থেকে শুরু?

সেই সাথে PNB এর স্টুডেন্টস একাউন্ট, SSY (Sukanya Samriddhi Yojana), PMJJBY (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), PMSBY (Pradhan Mantri Suraksha Bima Yojana), APY (Atal Pension Yojana) এর মত একাউন্ট গুলো যে গুলোর মাধ্যমে সরকারি সুবিধা দেওয়া হয় সেই সব একাউন্ট গুলো বন্ধ করা হবে না। আগের মতই চালু থাকবে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *