অর্থনীতি

PNB FD: পিএনবি ব্যাঙ্কে কতদিনে আপনার FD ডবল হবে? হিসাব বুঝে বিনিয়োগ করুন

বর্তমানে মূলত সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হলো ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (PNB FD). কারন ব্যাঙ্কের ফিক্সড (Bank FD) ডিপোজিটে শেয়ার বাজার (Share Market) বা মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) মত কোন ঝুঁকি থাকে না। ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) আপনি যদি টাকা জমা করেন তাহলে নির্দিষ্ট সময় পর সুদ সহ (FD Interest Rate) সমস্ত টাকা ফিরে পাবেন। এক্ষেত্রে ব্যাঙ্ক যদি ডুবে যায় সেক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফ থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন।

PNB FD Interest Rate 2024.

তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু ফিক্সড ডিপোজিট করার আগে অবশ্যই কটি ভালো ব্যাঙ্ক নির্বাচন করতে হবে যেখানে আপনি সর্বাধিক সুদ পাবেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (PNB FD) অন্যান্য ব্যাঙ্ক গুলির তুলনায় তুলনামূলক বেশি সুদ পাবেন গ্রাহকরা।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট

বর্তমানে দেশে যে সকল ব্যাংক রয়েছে সেই সকল ব্যাঙ্কের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্যাঙ্ক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এখন এই ব্যাংকের গ্রাহক সংখ্যা কোটি কোটি, বিশেষ করে ব্যাঙ্ক সংযুক্তিকরণের (Bank Merger) পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই গ্রাহকরা নানাবিধ (PNB Customers) সুবিধা পেয়ে আসছে।

পিএনবি এফডি সুদ বাড়ল

তবে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ওদের গ্রাহকদের জন্য এনে দিল বড় সুযোগ। এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকা জমিয়ে সেই টাকা ডবল (PNB FD Double Your Money) করার সুযোগ পাবেন বিনিয়োগকারী। তবে তার জন্য অবশ্যই প্রয়োজন বেশ কিছুটা সময়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রাহক সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ডিপোজিট করাতে পারবেন।

এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (PNB FD) থেকে সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত সুখ পেতে পারেন। মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সর্বাধিক ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন গ্রাহকেরা। এক্ষেত্রে বিভিন্ন বয়সের ব্যক্তিরা বিভিন্ন সুদ পেয়ে থাকেন।

PNB FD Interest Rate

  • ১৮ থেকে ৬০ বছর বয়সের সাধারণ নাগরিকরা ৬.৫০ শতাংশ সুদ পাবে।
  • ৬০ থেকে ৮০ বছর বয়সের সিনিয়র সিটিজেন ব্যক্তিরা ৭.০০ শতাংশ সুদ পাবেন।
  • ৮০ বছরের উর্ধ্বের সুপার সিনিয়র সিটিজেন (PNB FD Senior Citizen) বয়সের ব্যক্তিরা ৭.০০ শতাংশ সুদ পাবেন।

তবে গ্রাহকের টাকা টাকা কত দিনে ডবল হবে এটি হিসাব করার জন্য সবচেয়ে সহজ উপায় হল ৭২ এর সূত্র। এই সূত্রের সাহায্যে গ্রাহক সেকেন্ডের মধ্যেই তার টাকা কত দিনের ডবল হবে সেটা হিসাব করতে পারবেন। ৭২ এর সূত্র, গ্রাহকের টাকা কত দিনে ডবল (PNB FD Calculation) হবে = (৭২ ÷ সুদের হার)। এই বিষয়ে সময়ের হারের হিসাব নিম্নরূপ।

SBI PNB (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক)

PNB FD Calculator

1) গ্রাহক যদি ৬.৫ শতাংশ সুদ পান তাহলে আপনার টাকা ডবল হতে সময় লাগবে (৭২÷৬.৫০) = ১১ বছর (প্রায়)।2) গ্রাহক যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং আপনি যদি ৭ শতাংশ হারে সুদ পান তাহলে আপনার টাকা ডবল হতে সময় লাগবে (৭২÷৭.০০) = ১০ বছর (প্রায়)।
3) গ্রাহক যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে ৭.৩০% পাবেন। এক্ষেত্রে তার টাকা ডবল হতে সময় লাগবে (৭২÷৭.৩০) = ৯.৫ বছর (প্রায়)।

১ বছরেই টাকা ডবল! এবারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেই দেখুন

উক্ত হিসাব অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB Investment) বিনিয়োগ করে গ্রাহকরা তাদের টাকা ডবল (PNB FD) করতে পারবেন। তবে বিনিয়োগ করার পূর্বে বিনিয়োগটি বিনিয়োগকারীর জন্য ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়টি অবশ্যই বিবেচনা করে তবেই বিনিয়োগ করা উচিত।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *