পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট স্কিমে উচ্চ সুদে সুরক্ষিত বিনিয়োগের সুযোগ। দীর্ঘমেয়াদী লাভজনক বিনিয়োগে সুদের হার ও সুবিধা জানুন
দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক PNB-র তরফে পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট স্কিম (PNB Palaash Green Deposit) নিয়ে আসা হয়েছে আর সেই ডিপোজিট স্কিমের নাম পিএনবি পলাশ গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিম। এখন পর্যন্ত এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের কষ্টের টাকা বিনিয়োগ করার জন্য এই FD কেই বেছে নেন সবার আগে।
PNB Palaash Green Deposit 2025
দেশের প্রথম সারির ব্যাংক গুলোর মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) একটি অন্যতম ব্যাংক এবং এই ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন প্রায় ৩০ কোটির কাছাকাছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য যেমন নিত্য নতুন বিনিয়োগ স্কিম চালু করেছে সেই সাথে কম সুদে লোন প্রদান ও আরও নানান সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের, আর এবারে তাদের জন্য দারুণ সুদের নতুন সঞ্চয় প্রকল্প শুরু করেছে।
PNB পলাশ গ্রীন ফিক্সড ডিপোজিট
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি পরিবেশগত উদ্যোগ “পিএনবি পলাশ ডিপোজিট স্কিম ২০২৫” চালু করেছে। এটি মূলত চলেছিল আট মাস মেয়াদী প্রচারাভিযানের মধ্য দিয়ে। এটি শক্তি এবং সম্পদ সংরক্ষণ, কাগজ হ্রাস এবং বর্জ্য ব্যবস্থাপনা ও সুবিন্যস্ত ডিজিটাল প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্যই মূলত উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর একটি সুবিধাজনক উদ্যোগ গ্রহণ করতে চলেছে।
পিএনবি সবুজ বিনিয়োগে নিশ্চিত ভবিষ্যৎ!
যার ফলে উপকৃত হবে এই ব্যাংকের গ্রাহকরা। এই স্কিমে মেয়াদের স্থায়িত্ব থাকবে ১২০৪ দিন। বর্তমানে বিভিন্ন ব্যাংকের তরফে ফিক্সড ডিপোজিটের ওপর সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ভিন্ন রকমের ডিপোজিট স্কিম চালু করা হয়েছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী। এমনই PNB ব্যাংকও তাদের গ্রাহকদের জন্য বিশেষ কি সুবিধা দিতে চলেছে এই স্কিমে সেটা জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।
পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট স্কিমের জন্য সুদের হার থাকছে ৬.৪৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯৫% সুদের হার নির্ধারণ করা হয়েছে। যদি একজন নিয়মিত গ্রাহক ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন এই স্কিমে, এই স্কিমের মেয়াদ অনুযায়ী ১২০৪ দিনের মধ্যে প্রায় ১,১৭,৪৯৫.৯৯ টাকা পাবেন শুধুমাত্র সুদের পরিমাণ। বিনিয়োগ ও সুদ মিলিয়ে মোট লাভের অংক হলো ৬,১৭,৪৯৫.৯৯ টাকা।
অন্য দিকে, যদি একজন প্রবীণ নাগরিক একই পরিমাণ বিনিয়োগ করেন, তাহলে তাদের আনুমানিক সুদ হবে ১,২৭,৫৯৪.৩৫ টাকা, যার ম্যাচুরিটি পরিমাণ হবে ৬,২৭,৫৭৪.৩৫ টাকা। আর যেই পরিমাণ টাকা বিনিয়োগ করা হবে সেই পরিমাণে সুদ পাবেন এবং বিনিয়োগ করার আগে সুদ সম্পর্কে সঠিক তথ্য সকলের জেনে নেওয়া উচিত সবার আগে।
পিএনবি পলাশ গ্রীন এফডি কি? সুদের হার, সুবিধা আবেদন প্রক্রিয়া জানুন
১) প্রথমে PNB-র ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর, আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে PNB অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
৩) এরপর “ফিক্সড ডিপোজিট” অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর FD বিকল্পটি বেছে নিতে হবে। আপনি যে ধরনের FD খুলতে চান সেই অপশনে ক্লিক করুন। যেমন – নিয়মিত, ক্রম বর্ধমান, ধাপে ধাপে।
PNB পলাশ গ্রীন এফডি বনাম অন্যান্য এফডি কোনটিতে বেশি সুদ?
এবার আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে, যেমন আমানতের পরিমাণ, মেয়াদ, সুদের পরিশোধের ফ্রিকোয়েন্সি। সবশেষে সব মিলিয়ে নিয়ে আবেদনটি জমা দিন। এছাড়া অফলাইনে আপনি PNB পলাশ গ্রিন ডিপোজিটের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে সরাসরি ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে আবেদন পত্রটি সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে। এরই সাথে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
পোস্ট অফিসে টাকা ডবল হবে নতুন বছরে! এই সঞ্চয় প্রকল্প সম্পর্কে জানেন?
আপনি দুই রকম পদ্ধতিতে আবেদন করতে পারেন এই ফিক্সড ডিপোজিটে। এই সুযোগ কাজে লাগান যদি বাড়তি লাভ যুক্ত মোটা অংকের রিটার্ন পেতে চান। আমাদের তরফে গ্রাহকদের সঠিক তথ্য প্রদান করা হয়ে থাকে, কিন্তু আমরা কখনই কোন বিনিয়োগ স্কিমে টাকা রাখার জন্য বলি না কাউকে। প্রত্যেকে নিজেদের কষ্টের টাকা রাখারাগে সেই বিষয়ে সকল তথ্য জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন।
Written by Shampa debnath