অর্থনীতি

Post Office RD: পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে ৬০ হাজার জমালে ৫ বছরে কত রিটার্ন?

আমাদের দেশের বহু মানুষ পোস্ট অফিস সেভিংস স্কিমে (India Post Office RD) নিজেদের কষ্ট করে উপার্জিত অর্থ বিনিয়োগ করেন। কারন অন্যান্য আর্থিক সংস্থায় বিনিয়োগ করার থেকে পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করলে অর্থ থাকে নিরাপদ। আর এই পোস্ট অফিসে এমন অনেক স্কীম (Post Office Scheme) রয়েছে যেখানে খুব অল্প টাকা থেকেই বিনিয়োগ শুরু করা যায়।

Post Office Recurring Deposit Scheme Calculator

আজ আপনাদের কে পোষ্ট অফিসের একটি স্কীমের (Post Office RD) ব্যাপারে বলব। এই স্কীমে মাসে মাসে বিনিয়োগ করা যায় আর মেয়াদ শেষে সুদ সহ নির্দিষ্ট রিটার্নও পাওয়া যায়। আমরা যে স্কিমের কথা বলছি তা হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কীম (Recurring Deposit Scheme). এই স্কিমের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কীম

পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কীমটি (Post Office RD) সাধারন মানুষ, আর ছোট বিনিয়োগকারীদের জন্যে ভালো। মেয়াদ শেষে সুদ পাওয়া ছাড়াও আরও অনেক সুবিধা পাওয়া যায়। এই সব সুবিধা থাকার ফলে সাধারন মানুষদের অনেক সহায়তা হয়েছে। আর এই স্কিম সম্পর্কে এখন অনেক মানুষই জানেন না তাই অনেকেই এর সুবিধা পাচ্ছেন না।

RD স্কীমে সুদের হার ও মেয়াদ

এই স্কিমের মেয়াদ 5 বছর। এই স্কীমে প্রতি মাসে সর্বনিম্ন 100 টাকা ও সর্বোচ্চ যত ইচ্ছা বিনিয়োগ করা যায়। তবে 10-র গুনিতকে জমা দিতে হয়। প্রতি বছর রেকারিং ডিপোজিট স্কীমে কেন্দ্র সরকার সুদের হার নির্ধারিত করে। 2023 সালের জন্য Post Office RD বার্ষিক সুদের হার ছিল 6.2 শতাংশ। এই স্কীমে চক্র বৃদ্ধি সুদের ভিত্তিতে প্রতি 3 মাস অন্তর সুদের হিসেব করা হয়।

HDFC Axis RBI (এইচডিএফসি এক্সিস রিজার্ভ ব্যাঙ্ক)

কারা এই Post Office RD অ্যাকাউন্ট খুলতে পারবে?

18 বছরের বেশি যে কোন ভারতীয় নাগরিক এই স্কীমে অ্যাকাউন্ট খুলতে পারবে। 18 বছরের কম বয়সীদের জন্যে তাদের অভিভাবকের নামে অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কীমে যৌথ ভাবে 3 জন অ্যাকাউন্ট খুলতে পারবে। এই অ্যাকাউন্ট খোলার জন্য পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় অনলাইনে খোলা যায় না।

৩ হাজার জমিয়ে লাখপতি! স্টেট ব্যাঙ্কের RD স্কিমে সবচেয়ে বেশি সুদ

পোস্ট অফিসের আয়কর ছাড় ও অন্যান্য সুবিধা

Post Office RD থেকে পাওয়া সুদের উপরে কড় ধার্য হতে পারে, তবে এটি আয়কর আইনে 80 C ধারার অধীনে কর ছাড়ের যোগ্য নয়। পোস্ট অফিসের এই স্কীমে জমা টাকার উপরে 50 শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যায়। যদি কোনো কারন বসত বিনিয়োগকারী এক মাসে কিস্তি জমা দিতে না পারে তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় না। তবে পরের মাসে কিস্তি জমা দেওয়া হয় তাহলে প্যানল্টি দিতে হয়।
Written by Ananya Chakraborty.

Related Articles