চাকরি

Govt Employees – আরও চাপ বাড়ল সরকারি কর্মীদের ওপরে। ভোটের আবহে চিন্তায় সকলে।

চাপের মুখে নির্বাচন কমিশন। তার সাথে সরকারি কর্মীদের (Govt Employees) চাপ বেড়ে গেল। লোকসভা ভোট চলছে, ইতিমধ্যেই প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে গিয়েছে। এখনো আর কয়েক দফার ভোট বাকি। দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে 26শে এপ্রিল। আর এর মধ্যে অভিযোগ উঠেছে যে ভোটার ডিউটিতে থাকা সরকারি কর্মীদের (Govt Employees) সব ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

Govt Employees Angry For Their Information Leak.

তাদের বাড়ির ঠিকানা, ফোন নম্বর, ব্যাংকের ডিটেলস, আধার নম্বর সব নাকি সামনে চলে আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট কর্মীরা তাদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ করছেন নির্বাচন কমিশনের (Election Commission Of India) কাছে। তবে তথ্য ফাঁস হওয়ার ঘটনা এই প্রথম নয় আগেও ঘটেছে এই ঘটনা। তখনও সরাসরি অভিযোগ করেছিলেন ভোট কর্মীরা নির্বাচন কমিশনের কাছে।

কিন্তু ততে কোনো লাভ হয়নি। এবারেও হবে কিনা নিশ্চিত নেই। এই সব রাজনৈতিক গণ্ডগোলের মাঝে কোন পোলিং পার্টির সাথে সরকারি কর্মী (Govt Employees) ডিউটি করছেন, কোন ব্লকে রয়েছেন এই সব তথ্য বাইরে চলে যাচ্ছে। এর ফলে ভোট কর্মী ও তাদের পরিবারের নিরপত্তার উপরে খাড়া ঝুলছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠছে।

ভোটার ডিউটির চিঠি তো খাম বন্দি অবস্থায় প্রধান শিক্ষকের কাছে আসে তাহলে এই তথ্য গুলো ফাঁস হচ্ছে কি করে? সূত্র মারফত জানা গিয়েছে, যাতে সরকারি কর্মীদের (Govt Employees) নিরপত্তা বজায় থাকে তার জন্য তাদের ভোটের দ্বায়িত্বের স্থান পরিবর্তন করতে হবে। আর স্থান পরিবর্তন না করা হলে বিক্ষোভ দেখাতে পারে ভোট কর্মীরা।

এই দিকে সবে মাত্র দুর্নীতির অভিযোগে 25 হাজার 753 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court). কিন্তু এই নিয়োগ বাতিলের আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের অফিসের সূত্র গুলো বলছে, যে 25 হাজার টিচিং এবং অশিক্ষক কর্মীদের মধ্যে প্রায় 40% যাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ভোটের কাজে নিয়োগ করা হয়েছিল।

Employee Benefits (সরকারি কর্মীদের সুবিধা)

আর এখন কমিশনের সামনে চ্যালেঞ্জ হল সক্রিয় ভোটের দায়িত্ব থেকে প্রায় 10,000 কর্মীকে প্রতিস্থাপন করা।কমিশন জেলা ম্যাজিস্ট্রেটদের একটি তালিকা তৈরি করতে বলেছে। সরকার সুত্রে জানা গিয়েছে, শেষ মুহুর্তে নির্বাচন (Lok Sabha Election 2024) সংক্রান্ত কাজ থেকে এই ধরনের হাজার হাজার কর্মচারীকে (Govt Employees) বদলি করা কঠিন।

গরমের ছুটি চলাকালীন পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত। এক নজরে দেখে নিন।

আর এই বিপুল সংখ্যক Govt Employees বা সরকারি কর্মীদের চাকরি বাতিল হওয়ার পর কি করে বাকি সকল দফার নির্বাচন সম্পন্ন হবে রাজ্যে সেই নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে এই নিয়ে কি হতে চলেছে। কিন্তু এককথায় বোঝাই যাচ্ছে যে সরকারি কর্মীদের ওপরে ফের একধাক্কায় চাপ বৃদ্ধি পেল অনেকটাই।
Written by Ananya Chakraborty.

এবার থেকে বীমা বা Insurance Policy আরও সহজ হলো। সাধারণ মানুষের সুবিধায় সমস্ত বীমা পলিসি নিয়ে নতুন নিয়ম চালু হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *