Teacher Recruitment – নতুন শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে, বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য।
পশ্চিমবঙ্গে ফের একবারের জন্য শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) হতে চলেছে বলে কিছু সংবাদমাধ্যমের তরফ থেকে জানা যাচ্ছে। বেকার চাকরিপ্রার্থীদের জন্যে বড় সুখবর দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court). দীর্ঘ দিন ধরে কলকাতার রাজপথে TET উত্তীর্ণ চাকরিপ্রথিরা নিয়োগ এর দাবিতে আন্দলোন করে যাচ্ছেন। আর এবার সেই সমস্ত চাকরিপ্রাথীদের কথা ভেবেই তাদের পক্ষে রায় দিল হাইকোর্ট। এর আগের বছর প্রতিশ্রুতি মত 2022 সালে TET পরীক্ষা নেওয়া হয়েছিল।
Primary Teacher Recruitment Update.
কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণদের এখনো নিয়োগ প্রক্রিয়া (Teacher Recruitment) শুরু করা হয়নি। শুধু তাই নয়, 2017 থেকে 2022 সাল পর্যন্ত লক্ষ লক্ষ পরীক্ষার্থী পাশ করেছে। তবে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও নির্ধারিত পদে চাকরি পাননি তারা। আর এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফ থেকে নতুন ভাবে টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বের করা হয়েছে। আর এই পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বর মাসে হবে বলে জানিয়েছে শিক্ষা পর্ষদ।
এই নিয়ে 2017 এবং 2022 সালের টেটে উত্তীর্ণ চাকরিপ্রাথীরা হাইকোর্টের দারস্থ হয়। আর সেখানেই এবার হোঁচট খেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিছুদিন আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে এবং সেখানে নির্দেশ দেওয়া হয়, রাজ্যে প্রায় 58 হাজার শূন্যপদে নিয়োগ করতে হবে।
তবে নিয়োগ প্রক্রিয়া (Teacher Recruitment) শুরু করার আগে 2017 এবং 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আর এই তালিকা প্রকাশ করার কাজ চলতি বছরের 3রা নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে শিক্ষা পর্ষদকে। 2023 এর টেট পরীক্ষার দিন ঘোষণা হওয়ার পর রাজ্যের বেকার টেট উত্তীর্ণরা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে পুরনো পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে নতুন ভাবে টেট পরীক্ষা গ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন তারা।
Mobile Recharge Offer – দীপাবলির সেরা রিচার্জ অফার JIO এর তরফে, 31 তারিখের মধ্যে রিচার্জ করুন।
এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা পর্ষদকে হাইকোর্টের প্রশ্নের মুখোমুখি হতে হয়। আর এবার সেই অভিযোগের ভিত্তিতে টেট উত্তীর্ণদের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এতে খুব খুশি হয়েছে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। এবারে দেখার অপেক্ষা যে এই নিয়ে শেষমেশ কি সিদ্ধান্ত (Teacher Recruitment) গ্রহণ করা হয়।
Written By Ananya Chakraborty.
APAAR Id – আধার কার্ডের বদলে বাধ্যতামূলক হলো আপার কার্ড। না করলে সুবিধা পাবেন না, করলে কি