চাকরি

EDLI Insurance – 7 লাখ টাকার সুবিধা দিচ্ছে সরকার বেসরকারি কর্মীদের! EDLI স্কিম সম্পকে জানুন

বেসরকারি কর্মীদের (Private Employees) ৭ লাখ টাকার সুবিধা প্রদান করবে সরকার EDLI Insurance স্কিমের মাধ্যমে। রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মীরা (Government Employees) সরকারের তরফ থেকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা পায়। কিন্তু বেসরকারি কর্মীরা তার থেকে কম সুবিধা পায়। তবে সরকার বেসরকারি কর্মীদেরও সুবিধা দিয়ে থাকে। বেসরকারি কর্মীদের তাৎক্ষণিক অর্থের প্রয়োজনে সরকারের তরফ থেকে দেওয়া হয় বিশেষ ধরনের বীমার (Insurance) সুবিধা।

EDLI Insurance Scheme for Private Employees.

আমাদের দেশের সরকারি কর্মীদের থেকে বেসরকারি কর্মীদের সংখ্যা অনেক বেশি। এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে বর্তমানে ২৭ কোটির কাছাকাছি বেসরকারি কর্মী আছে বিভিন্ন সংস্থায় আর এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই বিপুল সংখ্যক কর্মীদের জন্য সরকারের তরফে EDLI Insurance (Employees Deposit Linked Insurance Scheme) নিয়ে আসা হয়েছে তাদের সুবিধার জন্য।

বেসরকারি কর্মীরা পাবে ৭ লাখ টাকা!

কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ স্কীম EDLI অর্থাৎ এমপ্লয়ি ডিপোজিট লিঙ্কড ইন্সুরেন্স স্কীম 1976 এর সাহায্যে 7 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা লাভ করেন বেসরকারি সংস্থার কর্মীরা। তবে কোন কোন বেসরকারি কর্মীরা এই EDLI Insurance সুবিধা পাবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। আর এই সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই বীমার সুবিধা পাবেন।

Who will get EDLI Insurance Benefits?

বেসরকারি ক্ষেত্রে যে সব কর্মীরা স্থায়ীভাবে কাজের জন্যে নিযুক্ত তারাই সরকারের তরফ থেকে এই বীমার সুবিধা পাবেন। যদি কোনো ব্যক্তি বেসরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিক কাজ করে থাকেন তাহলে তিনি এই বীমার সুবিধা পাবেন না। এমনকি ফ্রিল্যান্সার হিসেবে যে সব কর্মীরা কাজ করেন তারাও এই EDLI Insurance সুবিধা পাবেন না। যে সব কর্মীরা EPFO (Employees Provident Fund Organization) এর অধিনে আছেন তারা প্রত্যেকে EDLI Scheme 1976 এর মাধ্যমে বীমার কভারেজ পাবেন।

EDLI Insurance Benefits

কোনো কর্মী যদি এই স্কীমের সুবিধা লাভ করেন তাহলে সেই ব্যক্তিকে নমিনির নাম উল্লেখ করা আবশ্যক। পরবর্তীতে অসুস্থতা ও দুর্ঘটনাজনিত কারনে সেই কর্মীর মৃত্যু হলে নমিনি বীমার টাকার দাবি করতে পারেন। তবে এক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে, যে কর্মীর মৃত্যুর পর বীমার টাকার জন্য দাবি করা হবে, সেই কর্মীকে অবশ্যই মৃত্যুর আগে অন্তত এক বছর সংস্থায় কাজ করতে হবে। তবে কর্মী যদি কোনো নমিনির নাম উল্লেখ না করে তাহলে সেক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী ও সন্তানরাও এই বীমার টাকার জন্য দাবি করতে পারবে।

EDLI Insurance Premium

এই বীমার সুবিধা পাওয়ার জন্যে কোনো প্রিমিয়াম জমা দিতে হবে না। এই প্রিমিয়াম জমা দেয় সংশ্লিষ্ট নিয়োগকারি সংস্থা। কর্মীর মূল বেতন + 12% মহার্ঘ ভাতা (Dearness Allowance) কর্মচারি ভবিষ্যৎ তহবিল অর্থাৎ EPF (Employees Provident Fund) এ যায়। এইসাথে 12% টাকা নিয়োগকারি সংস্থার তরফ থেকে রাখা হয়। এই 12 শতাংশের মধ্যে 8.33 শতাংশ কর্মচারী পেনশন স্কিম EPS এ যায়। বাকি 3.66 শতাংশ EPF এ যায়। EDLI হল কর্মীর মূল বেতন এবং মহার্ঘ ভাতার 0.05 শতাংশ।

Govt Scheme (সরকারি প্রকল্প)

How Much Profit You will get in EDLI Insurance

এই স্কীমে ব্লেম গ্রাহকের 12 মাসের মূল বেতন + DA এর ভিত্তিতে গণনা করা হয়। ইন্সুরেন্স কভারেজের (Insurance Coverage) দাবি করা হয় বেসিক বেতন + DA এর 30 গুন, তবে বর্তমানে তা 35 গুন করে দেওয়া হয়েছে। এর সাথে সর্বাধিক বোনাসের পরিমান 1.50 লক্ষ থেকে বাড়িয়ে 1.75 লক্ষ করা হয়েছে। এই বোনাসের পরিমানটি 12 মাসের গর PF এর অর্ধেক বলে মনে করা হয়।

56% রিটার্ন পাবেন এই স্টক গুলোতে! নাম জেনে বিনিয়োগ করুন

গত 12 মাসের জন্য মূল বেতন + DA হয় 15 হাজার টাকা , তাহলে বীমা ক্লেম হবে (35×15000) + 1 লক্ষ 75 হাজার টাকা = 7 লক্ষ টাকা। এই হিসাবটিকে সর্বাধিক মূল্যে বিচার করা হয়েছে। বেসিক বেতন বেশি হলেও গ্রাহক এই হিসাবে সর্বাধিক 7 লক্ষ টাকা EDLI Insurance পাবেন। আর এই সম্পর্কে আরও জানতে EPFO অফিসিয়াল ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করে নিন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *