গুরুত্বপূর্ণ খবর

PVC Aadhaar Card: এই আধার কার্ড আর বৈধ নয় একদমই! UIDAI কড়া সিদ্ধান্ত নিলো

বর্তমানে দেশের সকল মানুষদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (PVC Aadhaar Card). এক পরিসংখ্যান অনুসারে দেশের ১৩৫ কোটি মানুষের আধার কার্ড (UIDAI Aadhaar Card) আছে। আর দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে আধার কার্ডের কিছু ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বাচ্চাদের জন্য বাল্য আধার কার্ড (Blue Aadhaar Card) আর নিয়ে যাওয়া আসা করার জন্য আধার পিভিসি কার্ড (Aadhaar PVC Card).

Those PVC Aadhaar Card that will made in Market No Longer Valid

আর এবারে এই PVC Aadhaar Card নিয়ে নতুন নিয়ম প্রকাশ করল UIDAI. এই নতুন নিয়মের জেরে যে সব সাধারন মানুষদের এই ধরনে আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড আর বৈধ্য বলে ধরা হবে না। কোন ধরনের আধার কার্ড বৈধ্য নয় চলুন সে ব্যাপারে জেনে নিন। আধার কার্ড প্রতিটি ভারতীয়দের কাছে খুব গুরুত্বপুর্ণ নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড কেনা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় বসার জন্য সব কাজেই লাগছে আধার কার্ড।

বাজারে তৈরি পিভিসি আধার কার্ড আর বৈধ নয়

কিন্তু অনেকেই জানেন না বাজার থেকে কেনা প্লাষ্টিক আধার কার্ড বা PVC Aadhaar Card বৈধ্য নয়। UIDAI জানিয়ে দিয়েছে যে বাজার থেকে যে সব প্লাষ্টিক আধার কার্ড কেনা হয় সে গুলো বৈধ্য নয়। কেন এই গুলো বৈধ্য নয় চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নিন। আর যাদের কাছে এখন পর্যন্ত এই ধরণের আধার কার্ড আছে তাদের বর্তমানে কি করনিয়?

কেন প্লাষ্টিক বা পিভিসি আধার কার্ড বৈধ্য না?

আধার কার্ড ইস্যু করার দ্বায়িত্ব UIDAI-র নির্দেশ অনুসারে আধার কার্ডের জন্য আবেদন করার পর। আপনি একটি ই-আধার ডাউনলোড করতে পারেন। অনেকে এই আধার কার্ডকে প্লাস্টিকে কার্ডে প্রিন্ট করে রাখতে চান যাতে তা নষ্ট না হয়ে যায়। কিন্তু বাজার থেকে কেনা এই সব প্লাষ্টিকের আধার কার্ডে বা PVC Aadhaar Card এ কোনো রকমের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে না। তাই এই গুলো বৈধ্য আধার কার্ড হিসেবে ধরা হয় না।

LPG Gas (রান্নার গ্যাস)

UIDAI-র অনুমোদিত PVC Aadhaar Card এ বিভিন্ন নিরপত্তার বৈশিষ্ট্য থাকে। এই কার্ড গুলোতে একটি QR কোড থাকে। যার মাধ্যমে আপনার আধার তথ্য সহজেই যাচাই করা যায়। এছাড়াও এই পিভিসি আধার কার্ড গুলোতে আরো অনেক নিরপত্তা বৈশিষ্ট্য থাকে যার জন্য আপনাদের ব্যাক্তিগত তথ্য থাকে নিরাপদ।

পুজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত সরকারের! মন খারাপ হল সকলের

পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্যে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। সেখানে আপনার আধার নাম্বার আর অন্যান্য প্রয়োজনীয় দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে 50 টাকা দিতে হবে। আবেদন করার কিছু দিন পর আপনার বাড়িতেই পোস্ট অফিসের মাধ্যমে এই কার্ড পৌছে যাবে।Written by Ananya Chakraborty.

Related Articles