Ration Card: রেশন কার্ডে KYC করেননি এখন? বড় আপডেট জেনে নিন
রেশন কার্ড আধার কার্ড লিংক (Ration Card KYC) করা নিয়ে এবারে এক বড় খবর পাওয়া গেল। দুর্নীতি রোখার জন্য সরকারের তরফে ইতি মধ্যেই সকল গ্রাহকদের যত শীঘ্র সম্ভব এই রেশন কার্ড KYC করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই হেলায় ফেলায় এই কাজ করেননি এখন পর্যন্ত। আর এবারে এক গুরুত্বপূর্ণ তথ্য সকলের জেনে নেওয়া উচিত।
Ration Card KYC Update Online Process
দেশের নিম্ন ও দরিদ্র মানুষ গুলির কথা ভেবেই এই রেশন কার্ড (Ration Card) চালু করা হয়। এখনো দেশের প্রায় অধিকাংশ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই সকল মানুষ গুলির রুজি রোজগার অনেকটাই কম, তাই দুই বেলা খাবার জোগাড় করার জন্য হিমশিম পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রের তরফে রেশনের মাধ্যমে ন্যায্য মূল্যের অনেক কম দামে চাল, গম, চিনি এই সমস্ত সামগ্রী দেওয়া হয়।
রেশন কার্ড আধার লিংক ওয়েস্ট বেঙ্গল
রেশন এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন, যদি একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি না করে থাকেন। রেশন সামগ্রী পাওয়া থেকে যদি আপনি বিরত না হতে চান, তাহলে ই-কেওয়াইসি (Ration Card e-KYC) জমা দিন। ই-কেওয়াইসি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে অনেক ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কাজটি করে উঠতে পারেননি, তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও কিছুটা সময় বর্ধিত করা হয়।
Ration Card Link with Aadhar
নভেম্বর পর্যন্ত ডেডলাইন দিয়ে দেওয়ার পরেও অধিকাংশ মানুষ এখনো ই-কেওয়াইসি (Ration Card) জমা করেননি। সেই সকল মানুষদের উদ্দেশ্যে এই প্রতিবেদন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর শেষ সময় নির্ধারণ করেছেন। এই নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি ই-কেওয়াইসি আপডেট না করেন, তাহলে আপনার নাম বাতিল করা হবে।
রেশন কার্ড থেকে যদি নাম বাতিল করা হয়, তাহলে আপনি আর রেশন সামগ্রী পাবেন না। ৩১ ডিসেম্বরের পর আর কোন সময় বর্ধিত করা হবে না, এমনটাও জানিয়ে দিয়েছেন বিজ্ঞপ্তিতে সরকার। সরকার নিম্ন ও দরিদ্র মানুষ গুলোর জন্যই মূলত রেশন ব্যবস্থা চালু করেছেন। পারিবারিক আয়ের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড (Ration Card) হয় এবং রেশন কার্ড অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক খাদ্য দ্রব্যের পরিমাণও ভিন্ন হয়।
এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা বিপিএল রেশন কার্ডের সুবিধা ভোগ করছেন অথচ তারা এপিএল ক্যাটাগরির পর্যায়ে পড়েন। এমন অনেক পরিবার রয়েছেন যেই পরিবারের কোন ব্যক্তি মারা যাওয়ার পরেও সেই ব্যাক্তির রেশন কার্ড বাতিল (Ration Card Cancel) না করেও রেশনের সুবিধা নিয়ে যাচ্ছেন। এই সমস্ত কারচুপির জন্যই কেওয়াইসি আপডেট করার প্রয়োজনীয়তা রয়েছে।
যাতে কোন রকম ভুয়ো ব্যক্তি রেশনের সুবিধা গ্রহণ করতে না পারে। রেশন কার্ডের স্বচ্ছতা বজায় রাখার জন্য ই-কেওয়াইসির প্রয়োজনীয়তা রয়েছে। আপনার নিকটবর্তী রেশন ডিলারশিপে গিয়ে আধার কার্ড, ছবি, রেশন কার্ড এই নথি গুলো নিয়ে জমা করলেই রেশন ডিলারশিপের আধিকারিকরা ই-কেওয়াইসি আপডেট করে দেবেন। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটে যে সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে সে সমস্ত তথ্য গুলোকে পূরণ করতে হবে। আপনার নাম, ফোন নাম্বার ও আরো যাবতীয় যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলো দিয়ে দিলেই আপনি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন। ৩১ ডিসেম্বরের মধ্যেই আপনি ই-কেওয়াইসি আপডেট করুন নইলে আপনার নাম রেশন থেকে বাদ পড়ে যেতে পারে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু। নতুন পোর্টালের পদ্ধতি জানুন
এখনো পর্যন্ত যাঁরা এই কাজটি করেননি, তাদের জন্য ৩১ ডিসেম্বরই রয়েছে সর্বশেষ সময়। আর এরপর থেকে কি তাহলে আর রেশনের সামগ্রী পাওয়া যাবে না? এই নিয়ে এখন পর্যন্ত সরকারের তরফে কোন ধরণের সিদ্ধান্ত জানানো হয়নি, এবারে আগামী বছরের আগে এই নিয়ে কিছু জানা যাবে না, আর যারা KYC এখন সম্পন্ন করেননি তারা এখনই এই কাজ করে নিন।
Written by Shampa Debnath