গুরুত্বপূর্ণ খবর

Ration Card: রেশন কার্ডের নিয়মে বড় বদল। ফ্রি রেশন সামগ্রী তোলার আগে জানুন

রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের সুবিধার জন্য সরকারের তরফে দারুণ ব্যবস্থা (Ration System) নেওয়া হল। দেশে এখনো পর্যন্ত যে সমস্ত দুঃস্থ ও নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে, যাদের পেট ভরানোর জন্য হিমশিম খেতে হয়, তাদের কাছে এই রেশন সামগ্রী (Ration Items List) জীবন ধারণের জন্য অনেকটাই প্রধান ভূমিকা পালন করে (Government of West Bengal).

Ration Card Holders Get Slip from Ration Shop

তবে বিগত কিছু বছর ধরে রেশন দোকান গুলো থেকে কারচুপির অভিযোগ তুলেছে সাধারণ মানুষ, সেই সাথে আবার গ্রাহকদের থেকেও কারচুপির অভিযোগ এসেছে কেন্দ্রের কাছে। তাই অনেক নতুন নিয়ম চালু করা হয়েছে রেশন প্রকল্পে (Ration Card). সাধারণ মানুষজনের থেকে পাওয়া অভিযোগ এই যে অনেক সময় রেশন ডিলারশিপ গুলোতে ঠিক পরিমাণ মতন খাদ্য সামগ্রী পাওয়া যায় না।

বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার নিয়ম

সেক্ষেত্রে ডিলারশিপ গুলোতে তদন্ত করে জানতে পারা গিয়েছিলে মজুদ থাকা খাদ্য দ্রব্য অন্যত্র বিক্রি করে কালোবাজারি করে টাকা লাভ করার মতন দুর্নীত করা হচ্ছিল। অন্যদিকে গ্রাহকদের থেকেও যে কারচুপি ধরা পড়েছিল সেটা হলো, অনেক সময় দেখা যাচ্ছিল যে অনেক গ্রাহক যোগ্য হওয়ার পরেও নিজেদের প্রাপ্য পাচ্ছিলেন না এবং সেই সকল সামগ্রী (Ration Card) নিয়ে দুর্নীতি হচ্ছিলো।

রেশন কার্ডে নতুন নিয়ম

এই জন্য কেন্দ্রীয় সরকার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক (Ration Card Aadhaar Link) করানোর মতন নিয়ম চালু করেছিলেন। ডিলারশিপ গুলিতে প্রত্যেক মাসে কত চাল, গম মজুত রয়েছে এবং কত পরিমান বিতরণ করা হচ্ছে তার হিসাব নিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তার একটা তালিকা থাকতো সরকারি আধিকারিকদের কাছে। তবে সাধারণ মানুষেরের পরও কিছু ব্যাপার নিয়ে বিভ্রান্তি ছিল।

রেশন সামগ্রীর মধ্যে কোনটি কেন্দ্রের তরফে দেওয়া হয় এবং কোনটি রাজ্য তরফে দেওয়া হয় সে সমস্ত বিষয়ে সাধারণ মানুষ অবগত ছিলেন না, এর ফলে সাধারণ মানুষের মধ্যে নানা রকম বিভ্রান্তিমূলক প্রশ্ন মনে আসে। এবার সেই বিভ্রান্তি দূর করার জন্য রেশনে চালু হতে চলেছে স্লিপ সিস্টেম (Ration Card). এই নতুন সূচনা করা স্লিপ সিস্টেম সাধারণ মানুষের মন থেকে বিভ্রান্তি মূলক চিন্তাভাবনা দূর করবে সেই সাথে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে।

যদিও অন্যান্য রাজ্যে এই নিয়ম কার্যকর করা হয়ে গিয়েছে তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই নিয়ম কার্যকরী করা হয়নি, তবে সম্প্রতি এই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে (Ration Card). খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের প্রতিটি রেশন ডিলারশিপে এই স্লিপ সিস্টেম চালু করা হবে, যার মাধ্যমে উপকৃত হবে পশ্চিমবঙ্গের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অধীনে ৮.৮১ কোটি গ্রাহক।

প্রত্যেক গ্রাহকের কাছে এই স্লিপ থাকবে যেটাতে উল্লেখ করা থাকবে কে কত পরিমান খাদ্য সামগ্রী পাচ্ছেন এবং তার মধ্যে কত পরিমান এবং কোন কোন খাদ্য দ্রব্য কেন্দ্রের তরফে আসছে এবং কোন কোন খাদ্য দ্রব্যের কত পরিমান রাজ্যের তরফে আসছে। এতে সাধারণ মানুষের মধ্যে রাজ্য এবং কেন্দ্রের প্রতি সমান মনোভাব ও স্বচ্ছতা বজায় থাকবে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

রেশন কার্ডে নতুন নিয়ম

যে স্লিপ গুলি প্রত্যেকটি গ্রাহককে দেওয়া হবে সেই স্লিপে একটি বিশেষ লোগো যুক্ত করা হবে। এই লোগোটি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (PMGKY), কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক কর্মসূচির লোগোর প্রতীক চিহ্ন হিসাবে পরিগণিত করবে। এর ফলে কেন্দ্রীয় সরকারের দেওয়া খাদ্য সামগ্রী ও তার পরিমাণ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে সাধারণ গ্রাহকদের কাছে।

 সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর বড় উপহার। 2028 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে সরকার

সেই সাথে রাজ্য সরকার দ্বারা পাওয়া খাদ্য সামগ্রী সম্পর্কে ধারণা আলাদাভাবে থাকবে প্রত্যেকটি সাধারণ গ্রাহকের কাছে। খুব শীঘ্রই আসতে চলেছে রেশন ব্যবস্থায় স্লিপ সিস্টেম (Ration Card Slip System) পদ্ধতি। এই নতুন কর্মসূচি রেশন উপভোক্তাদের অনেকটাই সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
Written by Shampa Debnath

Related Articles