Ration Card – রেশন কার্ড গ্রাহকরা 5 লাখ টাকার সুবিধা পাবেন। কিভাবে এই টাকা পাবেন জানুন।
রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য এক দারুণ খবর ভোটের মরশুমে। কেন্দ্রীয় সরকারের তরফে আগামী ৫ বছর দেশের ৮০ কোটি মানুষদের বিনামূল্যে রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়া হবে। এছাড়াও দেশের মানুষদের ভালো জীবন সুস্থ জীবন দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে নতুন নতুন সব প্রকল্প নিয়ে এসে।
Good News For Ration Card Holders Before Election.
কেন্দ্রীয় সরকার (Central Government) দেশের মানুষদের জন্যে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে Ration Card, Pension, শিক্ষা, বীমা, আবাসন, স্বাস্থ্য ইত্যাদি নানা বিষয়ে স্কীম নিয়ে এসেছে। এই গুলোর মধ্যে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রধানমন্ত্রীর একটি জন আরোগ্য প্রকল্প। কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের সব গরিব ও দুর্বল পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এই প্রকল্পের অধীনে গ্রাহকদের আয়ুষ্মান কার্ড দেওয়া হয়। যার মাধ্যমে সাধারন মানুষদের 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভারেজ (Health Insurance Coverage) প্রদান করা হয়। এই কার্ড ব্যবহার করে মানুষরা দেশের যে কোনো প্রান্তের যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) গ্রহণ করতে পারবেন। আর এই কার্ড বানানো জন্য সকলের কাছে BPL Ration Card থাকা বাধ্যতামূলক।
এই আয়ুষ্মান কার্ড প্রকল্পের জন্যে যোগ্যতা নির্ধারণ করা হয় গ্রামীন ও শহুরে এলাকার পরিবারের বার্ষিক আয়ের উপর ভিত্তি করে। গ্রাম এলাকার মানুষদের 1.20 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্যে। আর শহুরে এলাকায় পরিবার গুলো 1 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় দেখতে পারলে এই প্রকল্পের জন্যে আবেদন (Ration Card) জানাতে পারবেন।
এছাড়া আপনার পরিবারের কেউ যদি দিব্যাঙ্গ হন বা আপনি যদি অনুসুচিত জাতি বা উপজাতির অন্তর্গত হন বা আপনি যদি নিরশ্রীত বা আদিবাসী হন তাহলে এতে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PMJAY) অধীনে যারা যারা খাদ্য নিরাপত্তা আইনের অধীনে 2013 এবং 2014 সালে Ration Card অধীনে রেশন পেয়েছিলেন, তারা এই প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হবেন।
একটা কথা মাথায় রাখবেন আপনার নাম যেন আয়ুষ্মান কার্ডে (Ayushman Card) নথিভুক্ত থাকে। আর যদি নাম নথিভুক্ত না থাকে তাহলে এই দুটি কার্ড এর মধ্যে একটি কার্ড থাকতে হবে। Ration Card বা লেবার কার্ড। আর এই ৫ লাখ টাকার সুবিধা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে জেনে নিন। তাহলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
Ayushman Bharat Card Online Apply Process
এই প্রকল্পের জন্যে আবেদন করা খুব সহজ। এই প্রকল্পের আগ্রহীরা তাদের নিকটতম জন সেবা কেন্দ্রে অর্থাৎ CSC সেন্টারে যেতে পারেন এবং নির্ধারিত নথিপত্র জমা দিতে পারেন। CSC কর্মীরা আবেদনপত্র পূরণে সাহায্য করে দেবে আপনাকে। এইবার আবেদন গ্রাহ্য হলে আপনাকে একটি আয়ুষ্মান কার্ড দেওয়া হবে (Ration Card). এছাড়াও আপনি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
এই www.beneficiary.nha.gov.in এ গিয়ে প্রকল্পের জন্যে আবেদন জানাতে পারবেন। এই প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় প্রচার চালানো হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্প, সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে, সরকার দেশের সকল গরিব ও দুর্বল পরিবারকে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে (Ration Card).
মোটা টাকা পাবেন স্টেট ব্যাংক গ্রাহকরা। কোন গ্যারান্টির দরকার নেই!
আর এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন করার জন্য মূল নথিপত্র হল Ration Card. আর যাদের কাছে রেশন কার্ড নেই তারা এই আবেদন করতে পারবেন না। আমাদের দেশের কোটি কোটি মানুষ এই প্রকল্পের অধীনে সুবিধা পাচ্ছেন। আর আপনিও এই সুবিধা পেতে চাইলে শীঘ্রই রেশন কার্ডের মাধ্যমে আপনারা আবেদন করে ফেলুন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.
লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন? না পেলে কি করবেন, জেনে নিন।