গুরুত্বপূর্ণ খবর

রেশন কার্ড থাকলেই ৭ টি সরকারি প্রকল্পে টাকা পাবেন। কোন প্রকল্পে কত টাকা দিচ্ছে?

দেশের কোটি কোটি রেশন গ্রাহকদের জন্য এক দারুণ সুযোগ, এখন Ration Card থাকলেই পাবেন এমন কয়েকটি জনপ্রিয় সরকারি প্রকল্পের (New Govt Scheme) সুবিধা যার মাধ্যমে সরকারের তরফে গ্রাহকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা (Direct Benefits Transfer) পাঠানো হবে। আজকের এই আলোচনায় আমরা ৭ টি প্রকল্পের কথা বলব যেখানে আপনারা একাধিক সুবিধা পেয়ে যাবেন।

Get 7 New Govt Schemes Benefits on Ration Card.

দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত সরকার (Government of India) তথা সকল রাজ্য সরকারের তরফে সকল রেশন গ্রাহকদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছে। আর বর্তমানে এমন অনেক সরকারি প্রকল্প আছে যেই সকল প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সকলকে Ration Card দেখাতে হয় নইলে তারা এই সুবিধা পাবেন না। আর এই সকল প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক।

রেশন কার্ডের সুবিধা

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা

শ্রমিকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ ই সেপ্টেম্বর ২০২৩ সালে পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) চালু করেছিল। রেশন কার্ড থাকলেই এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। এই যোজনার মাধ্যমে শ্রমিকরা ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লোন (Loan) নিতে পারবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা

সাড়া দেশের যে সব মানুষদের নিজস্ব ঘর নেই, পাকা বাড়ি নেই তাদেরকে স্থায়ী বাসস্থান ও পাকা বাড়ি করে দেওয়ার লক্ষে এই যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী। এই যোজনায় আবেদন করার জন্যে রেশন কার্ড থাকা আবশ্যক। রেশন কার্ড (Ration Card) থাকলে এই যোজনায় আবেদন করতে পারবেন আর বাড়ি বানানোর জন্য শহরের নাগরিকরা পেয়ে যাবেন ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং গ্রামের নাগরিকরা পেয়ে যাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা।

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা

কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারনে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে তার জন্যে কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপুরণ দেওয়া হয়। রেশন কার্ড থাকলে এই প্রকল্পের (PMFBY Scheme 2024) জন্যে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের সকল কৃষকদের (Indian Farmers) খুবই সুবিধা হতে চলেছে।

পিএম ফ্রি সেলাই মেশিন যোজনা

দেশের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই যোজনা এনেছে কেন্দ্র। এমন অনেক দরিদ্র মহিলা আছে যারা সেলাই এর কাজ জানে কিন্তু টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারছে না তাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন (PM Free Silai Machine Yojana) দেওয়ার জন্যে এই প্রকল্প এনেছে কেন্দ্র সরকার। এই যোজনায় আবেদন করার জন্যে রেশন কার্ড লাগে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নীধি যোজনা

দেশের গরিব কৃষক বন্ধুদের (Krishak Bondhu) চাষের কাজে সহায়তা করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। এই যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) মাধ্যমে কৃষকদের প্রতি বছর 6 হাজার টাকা (Allowance) করে দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করার জন্যে রেশন কার্ড থাকা প্রয়োজন।

ATM (এটিএম)

শ্রমিক সুরক্ষা কার্ড বা ই শ্রম কার্ড

শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার খাতিরে এই কার্ড (Labour Card) চালু করেছে কেন্দ্র। 18 থেকে 59 বছর বয়সী যে কোনো নাগরিকরা এই প্রকল্পের (Shramik Suraksha Card) সুবিধা নিতে পারবেন। আর E Shram Card এর সুবিধা পাওয়ার জন্য আপনাদের রেশন কার্ড থাকা আবশ্যক।

অনলাইনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, কিভাবে করবেন দেখুন

সরকারি কর্মীদের পেনশন

কেন্দ্র সরকারের কর্মীরা 60 বছর বয়সের পর থেকে একটি নির্দিষ্ট পরিমান পেনশন (Pension) পেয়ে থাকেন। আর এই পেনশন পাওয়ার ক্ষেত্রে রেশন কার্ড আবশ্যক। আর বর্তমানে সকল পেনশন গ্রাহকদের নিজেদের জন্মের প্রমানপত্র বা Life Certificate জমা করা বাধ্যতামূলক। এই প্রকল্প গুলোর ক্ষেত্রে যে শুধু রেশন কার্ড থাকলেই আবেদন করতে পারবেন এমনটা নয়। সঠিক পদ্ধতি মেনে আবেদন করতে হবে। তাহলেই সুবিধা গুলো পাবেন।Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *