Ration Card – রেশন কার্ড গ্রাহকদের নতুন সামগ্রী দেওয়া হবে। সরকারের ঘোষণায় খুশি সকলে।
আধার কার্ড, ভোটার কার্ড এর মত Ration Card ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার কার্ড ছাড়া যেমন ব্যাংক বা পোস্ট অফিসের কোনো কাজ হয় না তেমন রেশন কার্ড ছাড়াও বিনামূল্যে রেশন সামগ্রী (Free Ration Items) পাবেন না সাধারন মানুষ। করোনা কালের পর থেকেই বিনামূল্যে চাল, গম, আটা এই সব পাচ্ছে সাধারন মানুষ। আগামী দিনে এই Ration Card এর মাধ্যমে আরো সুবিধা পাওয়া যাবে।
Big Announcement For Ration Card Holders.
2023 সালে এই বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মোদী সরকার (Modi Government) মানুষদের কথা ভেবে আরো 5 বছর এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে। ভারত সরকার দেশের প্রায় 80 কোটি পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী দিচ্ছে। এর মধ্যে রেশনে বিনামূল্যে (Ration Card Items) চাল ও গম বা আটা দেয় সরকার। তবে এবার এইসব সামগ্রীর সাথে যুক্ত হতে চলেছে আর একটি জিনিস।
আপনি যদি উত্তরপ্রদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই খবর আপনার জন্যে গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশ সরকার তাদের রাজ্য বাসির জন্য উপহার নিয়ে এসেছে। সামনেই লোকসভা ভোট অর এই ভোটের আগে নিজেদের অবস্থান ঠিক রাখার চেষ্টা সবাই করছে আর তাই সেই দৌড়ে পিছিয়ে নেই উত্তরপ্রদেশ সরকার। কেন্দ্র সরকার রেশন কার্ডধারীদের গম, চাল এর পাশাপাশি মোটা শস্যও দেবে বলেছে (Ration Card).
3000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় সিদ্ধান্ত বাজেটের আগেই।
এই শস্য নিতে একটি টাকাও লাগবে না। করোনার পর থেকে বিনামূল্যে রেশন এর মেয়াদ দিন দিন বাড়িয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। এবার উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে চাল, গম, আটা এর পাশে বিনামূল্যে দেওয়া হবে বাজরাও। উত্তরপ্রদেশ সরকার চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই বাজরা দেওয়া শুরু করে দেবে বলে জানা গিয়েছে।
Written by Ananya Chakraborty.
বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।