গুরুত্বপূর্ণ খবর

Ration Card – বদলে গেল রেশন তোলার নিয়ম। এই নিয়ম না মানলে রেশন পাবেন না।

পশ্চিমবঙ্গে বা সমগ্র দেশে প্রায় ১০০ কোটির বেশি Ration Card গ্রাহক আছে এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে। আর যেই কারণের জন্য প্রতিদিন অন্তর এই নিয়ে অনেক ধরণের জালিয়াতির খবর দেশ ও রাজ্যজুড়ে পাওয়া যাচ্ছে এবং এই কারণের জন্য যেই সকল মানুষরা নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই কারণের জন্যই সরকারের তরফে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। রাজ্য কেন্দ্র সব সরকারই গরিব মানুষদের বিনামূল্যে রেশন সামগ্রী (Ration Card Items) দিচ্ছে। আর এই সামগ্রী দেওয়ার জন্য সরকার বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে সরকার।

Free Ration Card Items List Withdrawal New Process.

এই পদ্ধতি চালু করার কারন হলো রেশন কার্ডে দুর্নীতি (Ration Card Fraud) বন্ধ করা। এই বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে তারপরে তাদের রেশন দেওয়া হয়। কিন্তু এতেও গ্রাহকদের সঠিক পরিচিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারন অনেক সময় এই আঙুলের ছাপ মেলেনা। আঙুলের কাটা দাগ থাকলে সমস্যা হয়। তবে এটি বেশিরভাগ বয়স্কদের ক্ষেত্রে হয়। তাই সেই দিক ভেবেই খাদ্যদফতরের তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এবার থেকে চোখের মনি স্ক্যান করে রেশন দেওয়া হবে। খুব তাড়াতাড়ি এই নিয়ম চালু কর হবে বলে জানা গেছে।

রেশন কার্ড এর সাথে আধার কার্ড যুক্ত (Ration Card Link With Aadhaar Card) করা হয়েছে। রেশন কার্ডের ডিজিটাইজেশনের পরে রেশন বিতরণের ক্ষেত্রে চালু হয়েছে বায়োমেট্রিক পদ্ধতি৷ এই পদ্ধতিতে আঙুলের ছাপ মিলিয়ে তারপরে রেশন দেওয়া হয় গ্রাহকদের। কিন্তু এতেও অনেক জায়গায় অভিযোগ উঠেছে যে আঙুলের ছাপ মেলেনা। তাই রেশন সামগ্রী নিতে আসা ব্যক্তি যে আসল দাবিদার তা বোঝা মুশকিল হয়ে যায়। তাই কেন্দ্র এবার নতুন পদক্ষেপ নিয়েছে।

Pay Commission (অষ্টম বেতন কমিশন)

খাদ্যদফতরের কর্তারা বলছেন, আধারের সঙ্গে রেশন কার্ডের (Ration Card) সংযুক্তি হলেও সব সময় বায়োমেট্রিক পদ্ধতি বা আঙুলের ছাপ দিয়েই রেশন তুলতে হয়, এমনটা নয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, আঙুলের ছাপ মেলে না। সেক্ষেত্রে আর একটি বিকল্প রয়েছে যা হলো মোবাইলে OTP পাঠানো। এই OTP এর মাধ্যমে গ্রাহকদের চেনা যায়। পরপর 3 বড় OTP পাঠানোর পরও যদি লেনদেন সম্ভব না হয় তাহলে তখন ম্যানুয়াল পদ্ধতিতে আধারের মাধ্যমে রেশন দেওয়া হয় গ্রাহককে।

Mobile Recharge – দীপাবলির আগে সস্তার রিচার্জ প্ল্যান, অর্ধেক দামে পাবেন 1 বছরের ভ্যালিডিটি। অফারটি আজকের জন্য।

তবে এই পদ্ধতিতে দুর্নীতি হওয়ার ঝুকি থেকেই যায়। তাই সেই দিক বিবেচনা করে কেন্দ্র চোখের মণি স্ক্যান করে মিলিয়েই রেশন (Ration Card) দেওয়ার উদ্যোগ শুরু করেছে। কারন গ্রাহকদের আঙুলের ছাপ না মিললেও, সরকারের ডেটাবেসে থাকা চোখের মণির ছবির সঙ্গে নির্দিষ্ট গ্রাহকের চোখের মণির ছবি সবসময় মিলে যায়। এই নিয়ে সব রেশন দোকানে নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে কবে থেকে এটি চালু কর হবে তা জানা যায় নি। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই পদ্ধতি চালু করবে সরকার।
Written by Ananya Chakraborty.

100 Days Work – শ্রমজীবী মানুষদের সুখবর। একাউন্টে ঢুকবে 100 দিনের কাজের টাকা। আপনি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *