Ration Items List – বেড়ে গেল রেশনের পরিমাণ, মাসের শুরুতে কত পরিমাণ বেশি পাবেন। পুরো তালিকা দেখুন।
পুজোর আগেই রেশন সামগ্রী (Ration Items List) নিয়ে রাজ্যের সকল রেশন গ্রাহকদের জন্য এক বড় সুসংবাদ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা আর তারপরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো শুরু হতে চলেছে। তার আগেই রাজ্য সরকারের তরফ থেকে সাধারন মানুষদের জন্যে এলো দারুন খবর। দুর্গা পুজোর আগে গরিব মানুষদের কথা ভেবে রেশন সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার। পুজোর মাসে রাজ্যের প্রতিটি রেশন কার্ড হোল্ডারকে অতিরিক্ত পরিমাণ রেশন সামগ্রী বন্টন করবে সরকার।
Ration Items List Latest Update In West Bengal.
সাধারণত প্রত্যেক মাসের শুরুতেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের রেশন সামগ্রীর (Ration Items List) পরিমাণ পুনর্নির্ধারিত হয়। আর সেই অনুযায়ী অক্টোবর মাসেও তার ব্যতিক্রম করেনি সরকার। সরকারের তরফে জানা যাচ্ছে, প্রতিটি রেশন উপভোক্তাদের কার্ডের তথ্য বিচার করে তাদের জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী নির্ধারিত হয়ে গেছে।
অনুমান করা যাচ্চে পুজোর আগেই সম্ভবত সকল উপভোক্তাদের দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে বা নিজের এলাকায় গিয়ে পৌঁছে দেওয়া হবে এই রেশন সামগ্রী। এবার প্রশ্ন হলো, কোন কার্ড এ কত পরিমান সামগ্রী (Ration Items List) দেওয়া হবে? কোন কার্ডধারীরা (Ration Card) পেতে চলেছে অতিরিক্ত রেশন? চলুন জেনে নিনকোন কার্ডে কত পরিমান রেশন দেবে? এবং কী কী রেশন দেবে?
অক্টোবর মাসে প্রত্যেক ধরনের কার্ড পিছু যে রেশন সামগ্রী বন্টন করে দিয়েছে সরকার সেগুলি হলো:
AAY Ration Card Ration Items List – যারা অন্ত্যোদয় বা AAY রেশন কার্ডের আওতায় নথিভুক্ত তাদের 13 কেজি 300 গ্রাম আটা বা গম এবং 21 কেজি চাল দেওয়া হবে। এছাড়াও 13 টাকা 50 পয়সা দরে এক কেজি চিনি দেবে সরকার।
PHH Ration Card Ration Items List – যাদের নামে PHH Ration Card আছে তাদেরকে মাথাপিছু 3 প্যাকেট করে আটা বা 2 কেজি গম এবং মাথাপিছু 3 কেজি করে চাল দেওয়া হবে। SPHH Ration Card
যে সমস্ত নাগরিকের SPHH Ration Card আছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে এই কার্ডের রেশন সামগ্রী বন্টনে কোনরূপ পরিবর্তন করা হয়নি।
RKSY-1 Ration Card – এই সমস্ত কার্ড হোল্ডারদের জন্য মাথাপিছু 5 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে সরকার থেকে। অন্য আর কোন সামগ্রী (Ration Items List) দেওয়া হবে না এই রেশন গ্রাহকদের। RKSY-2 Ration Card, RKSY-2 ক্যাটাগরির Ration Card হোল্ডারদের মাথাপিছু ২ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়াও জঙ্গলমহল অথবা পাহাড়ি এলাকার মানুষ এবং চা বাগানের কর্মীদের জন্য অতিরিক্ত পরিমাণ রেশনের ব্যবস্থা করা হয়েছে এই মাসে।
Salary – পুজোর আগে আবার বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সবাই টাকা পাবে, কত তারিখে বেতন ঢুকবে?
যদি তাদের AAY কার্ড থাকে, তবে তাদের অতিরিক্ত রেশন সামগ্রীতে (Ration Items List) আরো 8 কেজি চাল ও 3 কেজি গম দেওয়া হবে পরিবার পিছু। শুধু তাই নয়, এই রেশন কার্ড থাকলে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বেশি পাবেন। যাদের PHH, RKSY -1 কার্ড রয়েছে তাদের অতিরিক্ত 6 কেজি করে চাল প্রতিটি পরিবারকে দেওয়া হবে। এই খবরে খুশি রেশন গ্রাহকরা (Ration Card Holders).
WBBPE TET – 32000 প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলার বিরাট আপডেট। আদালতের সিদ্ধান্তে