অর্থনীতি

Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের সতর্ক করলো RBI. ভুল করলেই জেল নিশ্চিত!

আমাদের দেশে এখন বর্তমানে কোটি কোটি মানুষেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) আছে। আর দেশের কিছু প্রমুখ সরকারি ব্যাঙ্ক (Government Bank) ও বেসরকারি ব্যাঙ্ক (Private Bank) গুলির মধ্যে অন্যতম হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), HDFC Bank, ICICI Bank এই সকল ব্যাঙ্কেই দেশের বেশিরভাগ মানুষদের সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) আছে।

Bank Account Holders Should Know ‘Money Fuel’ RBI Rules.

বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই এটিএম কার্ড (ATM Card) বা ডেবিট কার্ড (Debit Card) এবং ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে থাকেন। আর এই কার্ড গুলি ব্যবহার করে মানুষ যখন তখন টাকা তুলে খরচ করে। দেশে ডিজিটাল লেনদেনের (Digital Trasaction on Bank Account) মাত্রা বৃদ্ধি পেয়েছে। আর তার সঙ্গে বেড়েছে প্রতারণার (Bank Fraud) মতো ঘটনাও।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য নিয়ম!

ঠিক সেই রকমই প্রতারণার ঘটনা হলো মানি ফুয়েল। যারা এই মানি ফুয়েল হিসাবে কাজ করেন তারা অপরাধী হিসেবে গণ্য হয়ে থাকেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে। স্বাভাবিকভাবেই যারা এমন কাজ করে থাকেন তাদের এবার সতর্ক করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI). সতর্ক করা হয়েছে তাদেরও যারা চিন্তা ভাবনা ছাড়াই যে কারো Bank Account টাকা ট্রান্সফার করে প্রতারণার শিকার হন।

RBI গ্রাহকদের সতর্ক করলো

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মানি ফুয়েল হিসাবে কাজ করা ব্যক্তিদের জেল যেতে হতে পারে। মানি ফুয়েল হলো কোনো এক ব্যক্তির অসৎ উপায়ে রোজগার করা টাকা, যা লেনদেন বা স্থানান্তর (Bank Account Transfer) করতে সাহায্য করে থাকেন। যারা এমন কাজ করে থাকেন তাদের অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে এমন কাজ করা ব্যক্তিকে কিন্তু জেলও খাটতে হতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সংক্রান্ত সর্তকতা প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি বিজ্ঞাপন শুরু করা হয়েছে। যে বিজ্ঞাপনে সাধারণ নাগরিকদের সতর্ক করার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, নিজেদের Bank Account যেন অন্যের টাকা লেনদেনের জন্য ব্যবহৃত না হয়। এমন কাজ করা অনুচিত।

Aadhaar Card Update (আধার কার্ড আপডেট)

কোনো ধরনের প্রতারণার মত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ১৯৩০ নম্বরে অথবা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানাতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ১০টি কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। যেমন – তহবিলের অপব্যবহার, পাস বইয়ের কারসাজি, সত্য তথ্য গোপন করে প্রতারণা করা, ভুয়ো নথি বা ভুয়ো ইলেকট্রনিক রেকর্ড তৈরি করা, প্রতারণামূলক ঋণ (Bank Account Loan) সুবিধা প্রদান করা, বৈদেশিক মুদ্রা সম্পর্কিত জালিয়াতি ইত্যাদি।

ফিক্সড ডিপোজিটে 7.90% সুদ পাবেন! সীমিত সময়ের এই অফার

বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, অনেক মানুষ রয়েছেন যারা কিছু না বুঝেই অন্যের থেকে টাকা নিয়ে নিজেদের Bank Account ব্যবহার করে লেনদেন করতে সাহায্য করেন। এই ধরনের ঘটনায় আমাদের রাজ্যে বহু মানুষকেই বিভিন্ন সময় ফাঁসতে দেখা গিয়েছে। সুতরাং এই সতর্কবার্তা মনে রেখে নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সতর্কবার্তা গুলিকে মেনে চলতে হবে।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *