
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ১০০ ও ২০০ টাকার নোট সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের জন্য কিছু নতুন নিয়ম এবং প্রয়োজনীয় সতর্কতা জানানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন নির্দেশনায় কী কী বিষয় উল্লেখ আছে। আরবিআই জানায় বর্তমানে বাজারে জাল নোটের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ১০০ ও ২০০ টাকার নোট যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে।
১০০ ও ২০০ টাকার নোট নিয়ে RBI এর নতুন নির্দেশ
এছাড়াও রিজার্ভ ব্যাংকের তরফে দেশের সকল এটিএম সংস্থা ও সরকারি এবং বেসরকারি ব্যাংকদের জানানো হয়েছে যে সকল ATM এ নিয়মিত ভাবে ১০০ ও ২০০ টাকার নোট রাখতে হবে ৫০০ টাকার সঙ্গে, যাতে গ্রাহকদের কোন ধরণের সমস্যা না হয়। এখন উৎসবের মরশুমে এমন অনেক মানুষ আছেন যারা ক্যাশ টাকার মাধ্যমে লেনদেন করে থাকে, তাদের জন্য এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।
100 Rupees Note & 200 Rupees Note
ব্যাংক ও এটিএম থেকে পাওয়া প্রতিটি নোট মেশিনে যাচাই করা বাধ্যতা মূলক, খুচরা দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানেও মেশিন ভিত্তিক নোট যাচাইয়ের ব্যবস্থা রাখা উচিত। আরবিআই দেশের সমস্ত ব্যাংককে নির্দেশ দিয়েছে, তারা যেন তাদের শাখায় পর্যাপ্তভাবে নোট চেকিং মেশিন (Note Sorting Machine) স্থাপন করে, প্রতিদিন গৃহীত ১০০ ও ২০০ টাকার নোট গুলো যাচাই করে সেই গুলিকে চেনেলাইজড পদ্ধতিতে বিতরণ করতে হবে, সন্দেহ জনক নোট থাকলে সেই গুলি RBI এর কাছে রিপোর্ট করতে হবে।
RBI জানায়, ১০০ ও ২০০ টাকার পুরনো নোট এখনও বৈধ, তবে সেই গুলি সঠিকভাবে যাচাই করেই গ্রহণ করতে হবে। পুরনো নোট পেলে খেয়াল রাখুন যেন তা খুব বেশি ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত না হয়, নোটের নিরাপত্তা ফিচার (Security Features) দেখে তবেই গ্রহণ করুন। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ১০০ ও ২০০ টাকার নোট বেশি চলাচল করে। RBI তাদের কিছু বিশেষ দিক নির্দেশনা দিয়েছে, প্রতিদিনের লেনদেনের সময় নোট যাচাইয়ের ব্যবস্থা রাখা আবশ্যক, কর্মীদের নোট চেনার ট্রেনিং দিতে উৎসাহ দেওয়া হয়েছে।
জাল নোট শনাক্তে বিশেষ ক্যাম্পেইন
- স্কুল, কলেজ ও গ্রামাঞ্চলে ক্যাশ হ্যান্ডলিং বিষয়ে কর্মশালা
- সোশ্যাল মিডিয়ায় তথ্যভিত্তিক ভিডিও ও পোস্ট
- লোকাল ব্যাংকে পোস্টার ও লিফলেট বিতরণ
সেভিংস একাউন্টে মাসে ৭% সুদ পাবে গ্রাহকরা! RBI-র ঘোষণায় খুশির হাওয়া
RBI এর নতুন নিয়মে অন্তর্ভুক্ত বিষয় গুলো
- ১০০ ও ২০০ টাকার প্রতিটি নোটের যাচাই বাধ্যতামূলক
- ব্যাংক ও ব্যবসায়ীদের জন্য বাড়তি সতর্কতা
- পুরনো নোট গ্রহণ যোগ্য হলেও যাচাই করতে হবে
- জাল নোট রোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন



